Class 11 Semester 2 Computer Science & Application Model Question 2026
Class XI 2nd Semester Computer Application Question Paper 2026
পরীক্ষার্থীদের আরও সফল প্রস্তুতির জন্য এখানে দেওয়া হলো Class XI 2nd Semester Computer Application Question Paper 2026, যেখানে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সাজানো রয়েছে। পাশাপাশি Computer Application 2nd Semester Suggestion Class 11 2026 শিক্ষার্থীদের সম্ভাব্য প্রশ্ন সম্পর্কে পরিষ্কার ধারণা দেবে। WB বোর্ড কর্তৃক নির্ধারিত ফরম্যাটে তৈরি WBCHSE Class 11 Computer Application Semester 2 Model Question Paper 2026 পরীক্ষার আগে প্র্যাকটিসের জন্য অত্যন্ত কার্যকর। এছাড়াও রয়েছে WB Class 11 Semester 2 Model Paper Computer Application, যা কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রতিটি অধ্যায় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করে। সর্বশেষে WBCHSE Class 11 Semester 2 Model Question Paper শিক্ষার্থীদের সম্পূর্ণ প্রস্তুতিকে আরও মজবুত করে তুলতে সহায়তা করবে।
WBCHSE ক্লাস ১১ কম্পিউটার বিজ্ঞান দ্বিতীয় সেমেস্টার প্রশ্নপত্র
Set - 1
TIME- 2 HOUR ।। F.M= 35
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: (2*3=6)
1. Graph data স্ট্রাকচারের সংজ্ঞা লেখ উদাহরণসহ।
অথবা
Circular linked list এর দুটি বৈশিষ্ট্য লেখ।
2. IP address কত বিটের হয়? Web browser কাকে বলে উদাহরণ দাও।
অথবা
Simplex communication কাকে বলে উদাহরণ দাওl Analog signal এর একক কি?
3. Passive digital footprints কাকে বলে উদাহরণ দাওl
অথবা
একজন কপিরাইট হোল্ডার কোন কোন বিষয়ের উপর কপিরাইট দাবি করতে পারে?
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (3*3=9)
1.Array কাকে বলে? Array declaration একটি syntax লেখl Logical data কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে ?
অথবা
Stack item pop করার অ্যালগরিদম লেখ।
2. LAN এর একটি সুবিধা ও একটি অসুবিধা লেখোl একটি ISP এর নাম লেখ।
অথবা
রিপিটার এর কাজ কি? ব্যান্ডউইথ কাকে বলে?
3. পেটেন্ট বলতে কী বোঝো?Nettiquette কাকে বলে?
অথবা
সাইবার বোলিং কি? সাইবার বোলিং প্রতিরোধ করার যেকোনো দুটি উপায় লেখ।
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (4*5=20)
1. a) লিনিয়ার ও নন লিনিয়ার data structure এর পার্থক্য লেখ
b) এই elemment গুলিকে buble sort পদ্ধতিতে ascending order সাজানোর ধাপগুলি লেখ।
অথবা
Queue ডাটা স্ট্রাকচারের data insert করার algorithm রেখোl
Singly linked list অপেক্ষা doubly linked list এর সুবিধা লেখ।
2. a) পৃথক ও যুগপৎ পরিবহনের মধ্যে পার্থক্য লেখ।
b) টীকা লেখ: Ring Topology তিনটি এর একটি সুবিধা ও একটি অসুবিধা লেখ।
3. HTML এর সাহায্যে নিম্নলিখিত web page টি তৈরি কর l Web page এর title দাও Semester II, Background colour দাও green. নিম্নলিখিত table টি তৈরি কর (টেবল ণেই)
অথবা
a) Marquee tag কেন ব্যবহার করা হয় উদাহরণসহ লেখ।
b) Hyperlink করার tag টি লেখl
c) Email id এর কয়টি অংশ ও কি কি উদাহরণসহ লেখl
4. a) Fishing বলতে কী বোঝো?
b) হোয়াইট হ্যাট হ্যাকার ও black hat হ্যাকারের পার্থক্য লেখ।
c) ইভস ড্রপিংএর দুটি প্রকার সম্বন্ধে লেখ।
অথবা
a) প্রথম ভাইরাসের নাম কি?
b) ই বর্জ্য দূষণ নিয়ন্ত্রণের দুটি উপায় লেখ।
c) ট্রেডমার্কে TM, SM ও R চিহ্ন কেন ব্যবহার করা হয়?
Computer Application 2nd Semester Suggestion Class 11 2026
Set - 2
F.M. – 35 | Time: 2 হর্স
Group – A
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :- 3 × 2 = 6
1. A Linked List এর প্রথমে কোনো Node কে Insert করার পদ্ধতিটি একটি উদাহরণের মাধ্যমে বোঝাও।
অথবা, Fixed Size Stack এ নতুন Element এর জন্য খালি জায়গা আছে কিনা কিভাবে বোঝা যায়?
2. Baseband Network এর সুবিধা কি কি?
অথবা, Parallel Transmission এর অসুবিধা কি?
3. Cyber Crime বলতে কি বোঝ?
অথবা, কি কি ভাবে Cyber Trolling হতে পারে?
Group – B
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :- 3 × 3 = 9
4. Array এর মাধ্যমে Stack তৈরির পদ্ধতিটি ব্যাখ্যা করো।
অথবা, Linked List এর মাধ্যমে কিভাবে Dynamic Queue তৈরি করা যায় তা ব্যাখ্যা করো।
5. MAN এর মূল বৈশিষ্ট্যগুলি লেখো।
অথবা, Peer-to-Peer Network এর সুবিধা কি কি?
6. Malware Attack থেকে সুরক্ষা পাওয়ার উপায় কি?
অথবা, IT Act এ উল্লিখিত বিভিন্ন অপরাধ ও তার শাস্তির সংক্ষিপ্ত পরিচয় দাও।
Group – C
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :- 4 × 5 = 20
7. Fixed-Size Stack এ Push Operation এর Algorithm লেখো এবং উদাহরণসহ ব্যাখ্যা করো 3 + 2
অথবা, Array এর ব্যবহারিক প্রয়োগগুলি উল্লেখ করো। Array ব্যবহারের মূল অসুবিধা কি?
8. Ethernet Card কি? এর বৈশিষ্ট্যগুলি লেখো। 2 + 3
অথবা, Domain Name বলতে কি বোঝো? "www.mypage.new.co.in" – এই website-টির বিভিন্ন Domain Name এর অংশগুলি Level অনুসারে চিহ্নিত করো। 2 + 3
9. Router এর বৈশিষ্ট্য লেখো। Session Layer এর মূল কাজ কি কি? 3 + 2
অথবা, Microwave এর অসুবিধা কি কি? XML বলতে কি বোঝ?
10. Confidentiality কি? একে সুনিশ্চিত করার উপায় কি কি?
অথবা, Digital Footprint বলতে কি বোঝ? এর গুরুত্ব কি?

.jpg)
Enter Your Comment