WBCHSE Class 11 2nd Sem Health & Physical Education Question Paper । স্বাস্থ্য ও শারীরশিক্ষা সাজেশান 2026

0

একাদশ শ্রেণীর ২য় সেমেস্টার স্বাস্থ্য ও শারীর শিক্ষা প্রশ্নপত্র ২০২৬ – সম্পূর্ণ সাজেশন ও মডেল পেপার

WBCHSE Class 11 2nd Sem Health & Physical Education Question Paper । স্বাস্থ্য ও শারীরশিক্ষা সাজেশান 2026


একাদশ শ্রেণীর ২য় সেমেস্টার স্বাস্থ্য ও শারীরশিক্ষা প্রশ্নপত্র প্রস্তুতির জন্য এখানে দেওয়া হলো আধুনিক ও পরীক্ষাভিত্তিক Health and Physical Education Model Question Paper এবং গুরুত্বপূর্ণ সাজেশন। একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের স্বাস্থ্য ও শারীর শিক্ষা সাজেশন খুঁজছেন এমন শিক্ষার্থীদের জন্য এই গাইডে রয়েছে সম্পূর্ণ WBCHSE Class 11 Semester 2 Health and Physical Education Question Paper, সম্ভাব্য MCQ, সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন। পরীক্ষার প্রস্তুতি আরও শক্তিশালী করতে যুক্ত করা হয়েছে একাদশ শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা 2026 সাজেশন, যা WB HS Class 11 Health and Physical Education 2nd Semester Question Paper অনুযায়ী সাজানো। পাশাপাশি Class 11 Health & Physical Education Suggestion ও একাদশ শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা প্রশ্ন উত্তর অংশ শিক্ষার্থীদের লেখার দক্ষতা বাড়াতে সাহায্য করবে। পরীক্ষার ধরন বুঝতে সহায়ক Class 11 Health & Physical Education Question Paper 2026, ক্লাস ১১ ২য় সেমেস্টার স্বাস্থ্য ও শারীরশিক্ষা প্রশ্নপত্র ও উত্তর, এমনকি রেফারেন্সের জন্য WBCHSE Class 12 Semester 2 Model Question Paper–ও যুক্ত রয়েছে। শেষ পর্যন্ত, পরীক্ষাভিত্তিক প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ Class 11 2nd Semester Question Pattern WBCHSE ও শারীরিক শিক্ষা ক্লাস 11 গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ সিলেবাস সম্পূর্ণ করতে সাহায্য করবে।


ক্লাস 11 স্বাস্থ্য ও শারীর শিক্ষা সেমিস্টার 2 প্রশ্নপত্র ও উত্তর 2026 – সম্পূর্ণ গাইড


Model Question Paper Class 11 2026 WBCHSE Semester 2 প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা এখানে পাবেন সর্বাধিক নির্ভুল ও পরীক্ষাভিত্তিক স্বাস্থ্য শারীরিক শিক্ষা দ্বিতীয় সেমিস্টার প্রশ্নোত্তর সংকলন। West Bengal Board Health & Physical Education Class 11 Semester 2 Question Answer–এর মাধ্যমে পরীক্ষার প্রতিটি অধ্যায় সহজ ও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। যারা স্বাস্থ্য ও শারীর শিক্ষা দ্বিতীয় সেমেস্টার প্রশ্ন উত্তর 2026 খুঁজছেন, তাদের জন্য এই গাইডে রয়েছে সম্পূর্ণ WBCHSE Class Eleven Health & Physical Education Question Paper with Answers 2026, যা WBCHSE–র নির্ধারিত সিলেবাস অনুযায়ী প্রস্তুত। পাশাপাশি পরীক্ষার কাঠামো বুঝতে সহায়ক 2nd Semester Health & Physical Education Question Paper, এবং পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য একাদশ শ্রেণির স্বাস্থ্য এবং শারীরশিক্ষা সিলেবাস ও প্রশ্ন–এর বিস্তারিত বিশ্লেষণ সংযুক্ত রয়েছে। এই Secondary Paragraph শিক্ষার্থীদের সেমিস্টার 2 পরীক্ষায় উচ্চ নম্বর অর্জনে বিশেষভাবে সহায়ক হবে।


Class 11 2nd Semester Health & Physical Education Suggestion Question Paper


Set - 1 

F.M.-35।।  Time : 2 Hrs.


1. সংক্ষিপ্ত ও বর্ণনামূলক উত্তরভিত্তিক প্রশ্নাবলি (SAQ + LAQ)

1. শারীর শিক্ষা বলতে কি বোঝ? শারীর শিক্ষার প্রয়োজনীয়তাগুলি লেখ। 2 + 4 

অথবা

খেলা বলতে কি বোঝ? লোকক্রীড়ার উদ্দেশ্যগুলি লেখ। কয়েকটি লোকক্রীড়ার নাম লেখ।

১+৩+২

2. ব্যায়াম বলতে কি বোঝ? ব্যায়ামের কয়েকটি উপকারিতা লেখ। দেহভর সূচকের সূত্রটি লেখ।২+২+২

অথবা

মানসিক স্বাস্থ্যের সংজ্ঞাটি লেখো। মানসিক চাপের কারণগুলি লেখ। ২+৪

3. WHO এর মতে স্বাস্থ্যের সংজ্ঞাটি লেখ। বিদ্যালয়ের স্বাস্থ্যকর জীবনযাপন কেমন হওয়া প্রয়োজন? ২+৪

অথবা 

বিকাশ বলতে কি বোঝ?

বৃদ্ধি এবং বিকাশের উপর প্রভাব বিস্তারকারী কয়েকটি উপাদানের নাম লেখ এবং অল্পবিস্তর ব্যাখ্যা কর।

4. বয়ঃসন্ধিকাল বলতে কি বোঝায়? বয়ঃসন্ধির কয়েকটি শারীরিক এবং মানসিক বৈশিষ্ট্য লেখ। (ছেলেমেয়ে উভয়ের) ২+৪

অথবা

জীবন কুশলতা বলতে কি বোঝ? চাপ মোকাবিলার দক্ষতা লাভের কয়েকটি উপায় বর্ণনা কর।

5. Waist Hip Ratio (WHR) অভীক্ষাটির উদ্দেশ্য, সরঞ্জাম, পদ্ধতি এবং স্কোরিং সম্বন্ধে তোমার ভাষায় লেখ। 5 

অথবা

স্থিরতা মূল্যায়ন পরিমাপের অভীক্ষাটি লেখ। 5 


6. নিম্নলিখিত টীকাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :- 3 x 2 = 6 

a) শারীরিক সক্ষমতা

b) প্রাক্ষোভিক সুস্থ্যতা উন্নত করার উপায়

অথবা

a) নেতার গুণাবলী

b) দানশীল পরোপকারী নেতৃত্ব



West Bengal Board Health & Physical Education Class 11 Semester 2 Question Answer


Set - 2 

F.M.-35।।  Time : 2 Hrs.


1. রচনাধর্মী প্রশ্নাবলি (6x4=24)

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)


a) শারীর শিক্ষার সংজ্ঞা লেখো। শারীর শিক্ষার ও শারীরিক সাক্ষরতার সম্পর্ক লেখো।

অথবা ২+৪=৬

দুইটি লোকক্রীড়ার নাম লেখো। লোকক্রীড়ার সুবিধা ও অসুবিধা লেখো। ২+৪=৬


b) নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো। খেলাধুলার ক্ষেত্রে নিউটনের তৃতীয় গতিসূত্রটি ব্যাখ্যা করো। ২+৪=৬

অথবা 

মানসিক চাপ বলতে কি বোঝ? মানসিক চাপের প্রকারভেদ কত প্রকার এবং কি কি? মানসিক চাপের শারীরিক লক্ষণগুলি লেখো। ২+২+২=৬


c) আর্থ্রাইটিস বলতে কি বোঝ? আর্থ্রাইটিসের লক্ষণগুলি লেখো। ৩+৩=৬

অথবা

বৃদ্ধিকাল ও বিকাশ বলতে কি বোঝ? বৃদ্ধি ও বিকাশের ওপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ সংক্ষিপ্তভাবে লেখো। ২+৪=৬


d)  শারীর শিক্ষায় আত্মসচেতনার বৈশিষ্ট্যগুলি লেখো।

অথবা

বয়ঃসন্ধিকালের সামাজিক ও মানসিক সমস্যাগুলি সম্বন্ধে আলোচনা করো।


2. বিশেষ দক্ষতামূলক প্রশ্নাবলি (5x1=5)

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)


a) দেহের নমনীয়তা পরিমাপের উদ্দেশ্য, উপকরণ ও পদ্ধতি বর্ণনা করো।

অথবা

60 মিটার দৌড়ের অভীক্ষাটির উদ্দেশ্য,উপকরণ পদ্ধতি বর্ণনা করো। ২+৩=৫


3. সংক্ষিপ্ত প্রশ্নাবলি (3x2=6)

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। (টীকা লেখো)


a) সুস্থথার গুরুত্ব লেখো।

অথবা: মুক্ত নেতৃত্ব ।


b) দক্ষতা সম্পর্কিত সক্ষতার উপাদানগুলি লেখো।

অথবা: গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য লেখো।





একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)