WBBSE Class 8 Science | বল ও চাপ অষ্টম শ্রেণী প্রশ্ন উত্তর
নোট-ক্লাস 8-বিজ্ঞান-অধ্যায়-১.১-বল ও চাপ-পশ্চিমবঙ্গ বোর্ড
Class 8 Chapter 1.1 Bol o Chap WBBSE Notes নিয়ে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা সহজেই পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় 1.1 বল ও চাপ সমাধান করতে পারবে। এই WBBSE নোটস ক্লাস 8 বিজ্ঞান অধ্যায় 1.1 বল এবং চাপ-এ থাকছে নিউটনের গতিসূত্র, বল, ঘর্ষণ, ঘনত্ব, তরলের ঘনত্ব, চাপ, তরলের চাপ, বায়ুর চাপ, টরিসেলির পরীক্ষা, প্লবতা ও আর্কিমিডিসের নীতি। এছাড়া, ছাত্রছাত্রীরা Class 8 বল ও চাপ প্রশ্ন উত্তর, বল ও চাপ অষ্টম শ্রেণী প্রশ্ন উত্তর পিডিএফ, এবং MCQ-এর মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। এই WBBSE ক্লাস 8 বিজ্ঞান সমাধান অধ্যায় 1.1 বল এবং চাপ এবং WBBSE Class 8 Paribesh O Bigyan Chapter 1.1 Solution তাদের জন্য একটি সম্পূর্ণ Reference Guide হিসেবে কাজ করবে। বিশেষ করে, তরলের ঘনত্ব ও চাপ অষ্টম শ্রেণী-এর বিষয়গুলোও সহজভাবে আয়ত্ত করা যাবে।
WBBSE Class 8 Paribesh O Bigyan Chapter 1.1 Complete Question & Answer
নিউটনের গতিসূত্র (Newton’s Laws of Motion)
নিউটনের গতিসূত্র তিনটি মৌলিক সূত্র, যা বস্তুর গতি ও তার উপর ক্রিয়াশীল বলের সম্পর্ক ব্যাখ্যা করে।
প্রথম গতিসূত্র (জড়তার সূত্র) : -
কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সরলরেখা বরাবর সমবেগে চলতে থাকবে।
অর্থাৎ, বল না থাকলে বস্তু নিজে নিজে অবস্থার পরিবর্তন করে না।
উদাহরণ: চলন্ত বাস হঠাৎ থামলে যাত্রীরা সামনে ঝুঁকে পড়ে।
দ্বিতীয় গতিসূত্র : -
কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সে দিকে ঘটে।
গাণিতিকভাবে, F = ma
যেখানে,
F = বল, m = বস্তুর ভর, a = ত্বরণ।
উদাহরণ: হালকা বলকে ঠেলা দিলে সহজে দ্রুত গতি পায়, ভারী বস্তুর ক্ষেত্রে বেশি বল লাগে।
তৃতীয় গতিসূত্র : -
প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।
উদাহরণ: বন্দুক থেকে গুলি ছোঁড়ার সময় বন্দুক পেছনের দিকে সরে যায়।
বল (Force)
সংজ্ঞা: যা প্রয়োগ করায় কোনো বস্তুর স্থিতি, গতি বা আকৃতি পরিবর্তন হয়, তাকে বল বলে।
বলের প্রভাব : -
i) স্থির বস্তুকে গতিশীল করতে পারে
ii) গতিশীল বস্তুকে স্থির করতে পারে
iii) বস্তুর বেগ পরিবর্তন করতে পারে
iv) বস্তুর গতির দিক পরিবর্তন করতে পারে
v) বস্তুর আকৃতি পরিবর্তন করতে পারে
বলের একক : -
SI একক: নিউটন (N)
CGS একক: ডাইন (Dyne)
SI একক এবং CGS এককের মধ্যে সম্পর্ক ; -
1 নিউটন (N) = 10⁵ ডাইন (dyne)
অথবা,
1 ডাইন = 10⁻⁵ নিউটন
1 N = (10³ g) × (10² cm/s²) = 10⁵ dyne
১ নিউটন: যে বল ১ কেজি ভরের বস্তুকে ১ m/s² ত্বরণ দেয়।
বলের মাত্রা : - নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী,
বল (F) = ভর (m) × ত্বরণ (a)
ভরের মাত্রা = [M]
ত্বরণের মাত্রা = [LT⁻²]
সুতরাং, বলের মাত্রা = [M¹ L¹ T⁻²]
ঘর্ষণ (Friction)
সংজ্ঞা: দুটি বস্তুর সংস্পর্শে থাকলে তাদের আপেক্ষিক গতি বা গতির প্রবণতার বিরোধিতা যে বল করে তাকে ঘর্ষণ বলে।
সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যে যখন একটি বস্তু অপরটির সাপেক্ষে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন তার গতির বিপরীত দিকে যে বল ক্রিয়া করে তাকে ঘর্ষণ বল বলে।
ঘর্ষণের বৈশিষ্ট্য
i) ঘর্ষণ সর্বদা গতির বিপরীত দিকে ক্রিয়াশীল
ii) ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা দল দুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে।
iii) এটি সংস্পর্শে থাকা বস্তুর উপর নির্ভর করে
iv) ঘর্ষণ গতি কমায়
v) ঘর্ষণ বল স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না।
vi) স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ মান গতীয় ঘর্ষণ বলের মান এর চেয়ে কিছু বেশি।
vii) স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান বা গতীয় ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক।
ঘর্ষণের প্রকারভেদ : -
১. স্থির ঘর্ষণ (Static Friction) : - বল প্রয়োগ করা সত্ত্বেও একটি বস্তু যখন কোন দলের ওপর স্থির থাকে তখন তাদের মধ্যে যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে স্থির অবস্থায় ঘর্ষণ বলে।
২. গতিশীল ঘর্ষণ (Kinetic Friction) : - বলপ্রয়োগ করে টানার ফলে যখন কোন বস্তু গতিশীল হয় তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে, তাকে গতীয় ঘর্ষণ বলে।দুই প্রকার
a) স্লাইডিং ঘর্ষণ ও b) রোলিং ঘর্ষণ
ঘর্ষণের দুটি সুবিধা হলো—
(i) ঘর্ষণের জন্য আমরা কোনো বস্তুকে হাতে ধরে রাখতে পারি। ঘর্ষণ না থাকলে বস্তু হাত থেকে পিছলে পড়ে যেত।
(ii) ঘর্ষণ থাকার ফলে আমরা হাঁটতে পারি এবং রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে পারে।
ঘর্ষণের দুটি অসুবিধা হলো—
(i) ঘর্ষণ গতির বিরোধিতা করে। তাই ঘর্ষণ অতিক্রম করে গতি সৃষ্টি করতে অতিরিক্ত কাজ করতে হয়, ফলে শক্তির অপচয় হয়।
(ii) যন্ত্রপাতির বিভিন্ন অংশের মধ্যে ঘর্ষণ বল ক্রিয়া করে অংশগুলোকে ক্ষয় করে, ফলে যন্ত্রপাতি দ্রুত নষ্ট হয়ে যায়।
ঘনত্ব (Density)
সংজ্ঞা: কোনো বস্তুর একক আয়তনে ভরকে ঘনত্ব বলে।
সূত্র: ঘনত্ব (D) = ভর (m) / আয়তন (V)
একক:
SI একক: kg/m³
CGS একক: g/cm³
তরলের ঘনত্ব (Density of Liquid)
সংজ্ঞা: কোনো তরলের একক আয়তনে যে ভর থাকে, তাকে তরলের ঘনত্ব বলে।
সূত্র: D = m / V
উদাহরণ: বিশুদ্ধ জলের ঘনত্ব = 1000 kg/m³ (4°C তে)
চাপ (Pressure)
সংজ্ঞা: কোনো পৃষ্ঠের উপর একক ক্ষেত্রফলে লম্বভাবে ক্রিয়াশীল বলকে চাপ বলে।
সূত্র: চাপ (P) = বল (F) / ক্ষেত্রফল (A)
একক:
SI একক: পাস্কাল (Pa) অথবা নিউটন/মিটার² (N/m²)
CGS একক: ডাইন/সেমি²
তরলের চাপ (Pressure of Liquid)
সংজ্ঞা:
তরলের মধ্যে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তলের উপর তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে, তাকে তরলের চাপ বলে।
বৈশিষ্ট্য:
a) গভীরতা বাড়লে তরলের চাপ বাড়ে (h)
b) উক্ত স্থানের অভিকর্ষজ ত্বরণের উপর (g)
c) তরলের ঘনত্বের উপর চাপ নির্ভর করে (d)
সূত্র: P = hdg
বায়ুর চাপ(Atmospheric Pressure) :
কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের ওপর বায়ুমণ্ডল লম্বভাবে নিজ ওজনের সমান যে বল প্রয়োগ করে, তাকেই বায়ুর চাপ বলে।
প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ (Standard atmospheric pressure) : 45° অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে 0°C উয়তায় 76 সেমি উঁচু পারদস্তম্ভ যে চাপ প্রয়ােগ করে, তাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়।
প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান, P₀ = 76 cm পারদস্তম্ভের চাপ = (0.76 x 13.6 x 9.80) N/m² =1.013 x 10⁵ Pascal(পাস্কাল)।
টরিসেলির পরীক্ষা
প্রয়োজনীয় উপকরণ:
সমান ব্যাসবিশিষ্ট প্রায় ১ মিটার লম্বা এক প্রান্ত বন্ধ কাচনল, বিশুদ্ধ পারদ, পারদভর্তি একটি পাত্র এবং একটি মিটার স্কেল।
পরীক্ষার পদ্ধতি:
(i) প্রথমে এক প্রান্ত বন্ধ কাচনলটিকে পরিষ্কার ও শুষ্ক করে সম্পূর্ণভাবে বিশুদ্ধ পারদে ভরে নেওয়া হয়। এ সময় নলের ভেতরে যেন কোনো বায়ু আটকে না থাকে, সে বিষয়ে সতর্কতা নেওয়া হয়।
(ii) এরপর নলের খোলা মুখ বুড়ো আঙুল দিয়ে বন্ধ করে নলটিকে উল্টো করে পারদপূর্ণ পাত্রের পারদের মধ্যে প্রবেশ করানো হয়। ধীরে ধীরে আঙুল সরিয়ে নেওয়া হয়।
(iii) পরে স্ট্যান্ডের সাহায্যে নলটিকে উল্লম্ব অবস্থায় স্থির রাখা হয়।
পর্যবেক্ষণ:
(i) দেখা যায়, নলের ভেতরের কিছু পারদ নিচের দিকে নেমে আসে এবং একসময় স্থির হয়ে যায়। নলের উপরের অংশে একটি বায়ুশূন্য স্থান সৃষ্টি হয়, যাকে টরিসেলির শূন্যস্থান বলা হয়। এখানে সামান্য পারদ-বাষ্প উপস্থিত থাকে।
(ii) নলটিকে ডান বা বাম দিকে কাত করলেও পারদস্তম্ভের উল্লম্ব উচ্চতার কোনো পরিবর্তন হয় না।
(iii) পারদপাত্রের তল থেকে নলের ভেতরের পারদস্তম্ভের উচ্চতা প্রায় ৭৬ সেমি পাওয়া যায়।
ব্যাখ্যা:
পারদপাত্রের উপর ক্রিয়াশীল বায়ুমণ্ডলীয় চাপ পারদের মাধ্যমে নলের ভেতরের পারদের উপর ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি করে। যখন এই ঊর্ধ্বমুখী চাপ নলের পারদের নিম্নমুখী চাপে সমান হয়, তখন পারদস্তম্ভ স্থির অবস্থায় থাকে। ফলে বায়ুমণ্ডলীয় চাপের মান ৭৬ সেমি পারদস্তম্ভের চাপের সমান হয়।
পরীক্ষা থেকে প্রাপ্ত সিদ্ধান্ত:
(i) টরিসেলির শূন্যস্থান সম্পূর্ণ শূন্য নয়; এতে অল্প পরিমাণ পারদ-বাষ্প থাকে।
(ii) কাচনলটি যেকোনো দিকে হেলানো হলেও পারদপাত্রের তল থেকে পারদস্তম্ভের উল্লম্ব উচ্চতা অপরিবর্তিত থাকে।
প্লবতা (Buoyancy):
কোনো বস্তু স্থির তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত হলে, সেই তরল বা গ্যাস বস্তুটির উপর যে খাড়া ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যা বস্তুটির ওজনকে আংশিক বা সম্পূর্ণভাবে প্রতিসাম্য (balance) করতে চেষ্টা করে— সেই ঊর্ধ্বমুখী বলকেই প্লবতা বলে।
প্লবতার বৈশিষ্ট্যগুলি
প্লবতার প্রধান বৈশিষ্ট্যগুলো হলো—
i) প্লবতা বল সর্বদা বস্তুর ওজনের বিপরীত দিকে, অর্থাৎ খাড়া ঊর্ধ্বাভিমুখে ক্রিয়া করে।
ii) প্লবতা বলের মান বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান। বস্তু যত বেশি আয়তন নিয়ে তরলে নিমজ্জিত হয়, অপসারিত প্রবাহীর ওজন তত বেশি হয় এবং প্লবতার মানও বাড়ে।
iii) তরলের বা গ্যাসের ঘনত্ব যত বেশি, প্লবতার মান তত বেশি হয়, কারণ ঘনত্ব বেশি হলে অপসারিত প্রবাহীর ওজনও বেশি হয়।
iv) স্থির তরল বা গ্যাসে প্লবতার মান বস্তুর নিমজ্জনের গভীরতার উপর নির্ভর করে না। ভাসমান অবস্থায় বস্তুটির ওজন ও তার উপর ক্রিয়াশীল প্লবতা বল পরস্পর সমান হয়।
আর্কিমিডিসের নীতি (Archimedes’ Principle)
নীতি:
কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস ঘটে, যা বস্তু যে পরিমাণ তরল বা গ্যাস অপসারণ করে তার ওজনের সমান।
ধরা যাক, বস্তুর প্রকৃত ওজন =W1 এবং অপসারিত তরলের ওজন = W2, তাহলে নিমজ্জিত অবস্থায় বস্তুর আপাত ওজন = W1 – W2।
আর্কিমিডিসের নীতি প্রযোজ্য না হওয়ার শর্ত : আআর্কিমিডিসের নীতি ওজনের ধারণার ওপর ভিত্তি করে। তাই যেসব ক্ষেত্রে বস্তুর ওজন শূন্য—
i) অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে,
ii) পৃথিবীর চারপাশে আবর্তনশীল কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে,
iii) পৃথিবীর কেন্দ্রে।
এইসব ক্ষেত্রে নীতি প্রযোজ্য নয়।
WBBSE Class 8 Science Chapter 1.1 Bol o Chap Question Answer
Class Test Question Paper Chapter 1 Force & Pressure
F.M - 20 || Time - 40 Minutes
ক। সঠিক উত্তরটি নির্বাচন করো : - ১ x ৫ = ৫
১. চাপের SI একক হলো–
(a) নিউটন (b) নিউটন/ মিটার (c) নিউটন/ বর্গমিটার (d) ডাইন/ বর্গমিটার।
২. প্লবতার একক-
(a) নিউটন (b) নিউটন/ বর্গমিটার (c) নিউটন/ মিটার (d) বর্গমিটার
৩. টরিসেলের পরীক্ষায় ব্যবহৃত নলের দৈর্ঘ্য প্রায়-
(a) 100 m (b) 100 nm (c) 1 m (d) 1 cm
৪. টেবিলের ওপর রাখা একটি স্থির বস্তুকে 9.8 N বল দ্বারা টানা হলেও যদি বস্তুটি স্থির অবস্থাতে থাকে তবে ঘর্ষণ বলের মান হবে-
(a) 9.8 N (b) 2x 9.8 N (c) 4.9 N (d) 0 N
৫. বস্তুর ওপর প্রযুক্ত বল দ্বিগুণ হলে বস্তুটির ত্বরণ হবে পূর্বের-
(a) সমান (b) অর্ধেক (c) দ্বিগুণ (d) চারগুণ
খ। নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : - ১ x ৫ = ৫
১. একটি তিন কেজি ভরের বস্তুকে পৃথিবী কি পরিমান বলে নিজের দিকে টানে?
২. পারদের ঘনত্ব 13.6 g/cm3 – বলতে কি বোঝায়?
৩. ঘর্ষণ বল কোন অভিমুখে ক্রিয়া করে?
৪. সর্ষের তেল জলের ওপর ভেসে থাকে। তাহলে জল ও সর্ষের তেলের মধ্যে কার ঘনত্ব বেশি?
৫. ভূপৃষ্ঠে বায়ু যে চাপ দেয় তা কত উঁচু জলস্তম্ভের চাপের সমান ?
গ। শূন্যস্থান পূরণ করো : - ১ x ২ = ২
১. জলে ভাসমান অবস্থায় একটি বস্তুর ওজন 24 N, তাহলে ঊর্দ্ধমুখী প্লবতা ________N।
২. বলের SI পদ্ধতিতে একক ____।
ঘ। ঠিক বা ভূল নির্বাচন করো : - ১ x ২ = ২
১. স্প্রিং তুলার সাহায্যে যে রাশি মাপা হয়, তা হল ওজন।
২. তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা কম হবে।
ঙ। যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : ২ x ৩ = ৬
১. কোনো বস্তুর তরলে ভাসনের শর্তগুলি লেখ।
২. বল ও গতি বিষয়ে বিজ্ঞানী নিউটনের সূত্রগুলি লেখো।
৩. প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কী? এর মান নির্নয় করো।
৪. একটি বোতলের মধ্যে 2 কেজি ভরের জল রাখা হল। বোতলের জলের ওজন কত? বোতলের তলদেশের ক্ষেত্রফল 14 m2 হলে, বোতলের তলদেশে সৃষ্ট চাপের মান নির্ণয় করো।
প্রশ্নপত্রটি তোমরা সমাধান করতে পারো এবং যদি কোনো রকমের সমস্যা তৈরী হয় তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারো।


Enter Your Comment