HS Class 12 Economics 4th Semester Suggestion 2026 | প্রশ্ন ও উত্তর সহ
West Bengal Board Class 12 Economics Question Paper 2026
SET – 1
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 2×6 = 12
(i) পরোক্ষ কর কাকে বলে?
অথবা, প্রগতিশীল কর ব্যবস্থা কাকে বলে?
(ii) ফিস্কাল ঘাটতির সংজ্ঞা দাও।
অথবা, সরকারি ঋণের দুটি উদ্দেশ্য লেখো।
(iii) মূলধনি ব্যয় কী?
অথবা, সরকারের আয়ের বিভিন্ন উৎস কী কী?
(iv) রপ্তানি প্রসার বলতে কী বোঝ?
অথবা, আমদানি পরিবর্ততা কাকে বলে?
(v) TRIPS ও TRIMS-এর পুরো কথাটি কী?
অথবা, WTO কী?
(vi) মানব উন্নয়নসূচক কী?
অথবা, NITI আয়োগের পুরো কথাটি কী?
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 4×4 = 16
(i) কেন প্রগতিমূলক কর সমানুপাতিক করের তুলনায় বেশি ন্যায্য বলে মনে করা হয়? 4
অথবা, রাজস্ব ঘাটতি কী? একটি উদাহরণ সহ ব্যাখ্যা করো।
(ii) M₁ ও M₂ অর্থ সরবরাহের মধ্যে পার্থক্য লেখো।
অথবা, SLR কী? এটি বাণিজ্যিক ব্যাঙ্কের ঋণদান ক্ষমতাকে কীভাবে প্রভাবিত করে?
(iii) পরিষেবার উদারিকরণ বলতে কী বোঝ?
অথবা, Outsourcing-এর বিভিন্ন ধরণ কী কী?
(iv) ব্যাঙ্কিং ও বিমা খাত কীভাবে পরিষেবা বাণিজ্যে অবদান রেখেছে?
অথবা, ভারতের পরিষেবা রপ্তানিতে IT খাতের অবদান ব্যাখ্যা করো।
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 6×2 = 12
(i) কেন্দ্রীয় ব্যাঙ্কের পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যাখ্যা করো।
অথবা, ভারতে মুদ্রাস্ফীতির প্রধান কারণগুলো আলোচনা করো।
(ii) দারিদ্র্য কী? দারিদ্র্যের পরিমাপ কীভাবে করা হয়?
উচ্চমাধ্যমিক অর্থনীতি চতুর্থ সেমিস্টার সাজেশন প্রশ্ন ও উত্তর
SET – 2
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 2×6 = 12
(i) প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের দুটি পার্থক্য উল্লেখ করো।
(ii) পরোক্ষ কর কাকে বলে?
অথবা, প্রত্যক্ষ করের উৎসগুলি লেখো।
(iii) প্রাথমিক ঘাটতি বলতে কী বোঝ?
(iv) আমদানি প্রতিস্থাপন কী?
অথবা, শিল্পে উদারীকরণ বলতে কী বোঝ?
(v) WTO-এর সদস্য হিসাবে ভারতীয় অর্থনীতির কী সুবিধা হয়েছে?
(vi) পরিবেশগত সংকট কী? সাম্প্রতিক ঘটনা? তার কারণ কী?
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 4×4 = 16
(i) সরকারি ঋণ কাকে বলে? সরকারি ঋণের বোঝা বলতে কী বোঝ?
অথবা, ভারতের প্রবর্তিত GST-এর গুরুত্ব ব্যাখ্যা করো।
(ii) বাণিজ্যিক ব্যাঙ্ক কীভাবে ঋণ সৃষ্টি করে?
অথবা, ব্যাঙ্ক রেট রেপো রেট থেকে কীভাবে আলাদা?
(iii) ভারতের সেবাক্ষেত্র বৃদ্ধির জন্য প্রধান কারণগুলি কী কী?
(iv) ভারতে আউটসোর্সিং-এর গন্তব্য হিসাবে বিশেষ সুবিধাজনক স্থান হিসাবে পরিগণিত হয় – এর সুবিধাগুলি কী কী?
অথবা, ভারতে আর্থিক পরিষেবা খাতে উদারনীতির প্রভাব ব্যাখ্যা করো।
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 6×2 = 12
(i) কেন্দ্রীয় ব্যাঙ্কের কাজ আলোচনা করো।
অথবা, কেন্দ্রীয় ব্যাঙ্কের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যাখ্যা করো।
(ii) দারিদ্র্য ও বেকারত্বের সম্পর্ক কী?
অথবা, লরেঞ্জরেখার সাহায্যে কীভাবে বৈষম্য পরিমাপ করা হয়?
HS Class 12 Economics 4th Semester Suggestion 2026
SET – 3
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 2 x 6 = 12
(i) প্রত্যক্ষ করের সংজ্ঞা দাও।
অথবা, সমানুপাতিক কর ব্যবস্থা কাকে বলে?
(ii) GST-এর বিভিন্ন প্রকার কী কী?
অথবা, কর কাকে বলে?
(iii) হস্তান্তর ব্যয় কাকে বলে?
অথবা, সরকারি ঋণ কী?
(iv) GATT এবং WTO-এর মধ্যে পার্থক্য লেখো।
অথবা, WTO-এর দুটি কাজ লেখো।
(v) স্থিতাবস্থা ও কাঠামোগত অধোগমন বলতে কী বোঝ?
অথবা, বাণিজ্যে উদারীকরণ বলতে কী বোঝ?
(vi) মানব উন্নয়ন বলতে কী বোঝায়?
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 4 x 4 = 16
(i) ব্যাঙ্কের সংজ্ঞা দাও। ব্যাঙ্কের প্রধান বৈশিষ্ট্য কী কী?
অথবা, প্রাথমিক আমানত সৃষ্টি ও উদ্ভূত আমানত সৃষ্টির মধ্যে পার্থক্য দেখাও।
(ii) GST কী? এর প্রধান বৈশিষ্ট্য ও সুবিধাগুলি উল্লেখ করো।
অথবা, বাজেট ঘাটতি কী? এটি আর্থিক ঘাটতি থেকে কীভাবে আলাদা?
(iii) অর্থনৈতিক উদারীকরণ ও বিশ্বায়ন ভারতের সেবাক্ষেত্রের উপর কী প্রভাব ফেলেছে মতামত দাও।
অথবা, পরিষেবা খাতের বৃদ্ধির ফলে ভারতে কর্মসংস্থান কীভাবে প্রভাবিত হয়েছে?
(iv) Outsourcing কাকে বলে? এর বিভিন্ন ধরন কী কী?
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 6 x 2 = 12
(i) কেন্দ্রীয় ব্যাঙ্কের নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো।
অথবা, অর্থ বলতে কী বোঝায়? অর্থের চারটি গুরুত্বপূর্ণ কাজের ব্যাখ্যা দাও।
(ii) লোরেঞ্জ রেখা কী? এটি আয় বৈষম্য বোঝাতে কীভাবে ব্যবহার করা হয়?

.jpg)
Enter Your Comment