Class 12 Semester 4 Philosophy Question Paper 2026। উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর Sem-4 রাষ্ট্রবিজ্ঞান সাজেশন

0

Class 12 4th Sem Political Science Suggestion 2026 – Model Question Paper 

Class 12 Semester 4 Philosophy Question Paper 2026। উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর Sem-4 রাষ্ট্রবিজ্ঞান সাজেশন


উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র 2026–কে কেন্দ্র করে তৈরি করা এই কনটেন্টটি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে Class 12 4th Sem Political Science Suggestion 2026, দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2026, এবং HS 4th Semester Political Science Question অনুযায়ী পরীক্ষামুখী প্রশ্ন ও বিষয়বস্তু সংকলিত হয়েছে। এই লেখায় HS Class 12 Political Science 4th Semester Suggestion, উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের নমুনা প্রশ্নপত্র 2026, এবং Class 12 Political Science Semester 4 Model Question Paper অনুসরণ করে প্রস্তুতির সম্পূর্ণ দিশা দেওয়া হয়েছে। পাশাপাশি দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ সেমিস্টার, Model Question Paper Class XII Semester IV WBCHSE, উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন, এবং Class 12 4th semester Political Science syllabus West Bengal Board–এই সব বিষয়কে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে, যাতে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিতে পারে।


HS Class 12 Political Science 4th Semester Suggestion | Model Question Paper WBCHSE

Set - 1 


বিভাগ-ক

1. নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 2 x 5 = 10


1. আন্তর্জাতিক সম্পর্কের প্রধান দুটি মৌলিক উপাদানের নাম লেখো। 

অথবা, বাস্তববাদ অনুযায়ী যুদ্ধ অনিবার্য কেন?

2. সার্ক উদ্যোগে ভারতের অবদানের দুটি দৃষ্টান্ত দাও।

অথবা, উপ-আঞ্চলিক সংস্থা হিসাবে BIMSTEC (বিমস্টেক)-এর দুটি গুরুত্বপূর্ণ অবদান আলোচনা করো।

3. ভারতীয় সংবিধানে মন্ত্রীসভার যৌথ দায়িত্বশীলতা বলতে কী বোঝ? 

অথবা, ভারতের বিচার ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো।

4. সমাজে নাগরিক আন্দোলনের দুটি গুরুত্ব লেখো। 

অথবা, সুশীল সমাজ আন্দোলনের দুটি উদাহরণ দাও। 

5. স-পরিষদ মেয়র কাদের নিয়ে গঠিত হয়?

অথবা, বরো-কমিটি কীভাবে গঠিত হয়?


বিভাগ-খ

নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 4×3=12


6. গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংগঠন হিসাবে ইউরোপীয় ইউনিয়নের তাৎপর্য আলোচনা করো। অথবা, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সার্কের ভূমিকা মূল্যায়ন করো।

7. সুশীল সমাজ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

অথবা, নর্মদা বাঁচাও আন্দোলনের বৈশিষ্ট্য ও গুরুত্বগুলি ব্যাখ্যা করো।

৪. ৭৩তম সংবিধান-সংশোধনী আইনের যে কোনো ৪টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

অথবা, পশ্চিমবঙ্গের গ্রাম সংসদগুলির একটি টীকা লেখো।


বিভাগ-গ

নিচের প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 6×3=18


9. আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে ব্যাখ্যা করো। 

অথবা, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। 

10. বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। 

অথবা, বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি লেখো।

11. ভারতের প্রধানমন্ত্রীর কাজগুলির বিবরণ দাও।

অথবা, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 



দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2026 | HS Political Science

Set - 2 


বিভাগ-ক

নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 2×5=10 


1. Politics Among Nation – গ্রন্থটি কার লেখা? গ্রন্থটি কবে প্রকাশিত হয়?

অথবা, মার্কসবাদ আন্তর্জাতিক সম্পর্ককে কীভাবে দেখে? 

2. ইউরোপীয় ইউনিয়ন কী? বর্তমানে এর সদস্য সংখ্যা কত? 

অথবা, সার্ক কবে প্রতিষ্ঠিত হয়? এর পুরো কথাটি কী? 

3. ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচিত করেন?

অথবা, বন্দি প্রত্যক্ষীকরণ কী?

4. নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের মধ্যে দুটি পার্থক্য লেখো। 

অথবা, চিপকো আন্দোলনের দুটি বৈশিষ্ট্য লেখো।

6. গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস লেখো। 

অথবা, পঞ্চায়েতরাজ ব্যবস্থার তিনটি স্তর কী কী?


বিভাগ-খ

নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :  4×3=12


6. সার্কের মৌলিক নীতিগুলি আলোচনা করো ।

অথবা, আসিয়ানের দুটি সাফল্য ও দুটি ব্যর্থতা উল্লেখ করো।

7. সমাজে পৌর বা নাগরিক আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করো। 

অথবা, নর্মদা বাঁচাও আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। 

৪. ভারতের সংবিধান সংশোধনের যে কোনো দুটি পদ্ধতি ব্যাখ্যা করো। 

অথবা, পৌরসভার ক্ষমতা ও কাজগুলি আলোচনা করো।


বিভাগ-গ

নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :  6×3=18


9. আন্তর্জাতিক সম্পর্ক বিকাশের ধারাগুলি সংক্ষেপে আলোচনা করো। 

অথবা, আন্তর্জাতিক সম্পর্কে উদারনীতিবাদের মূলবৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 

10. বিশ্বায়নের বিভিন্ন রূপগুলি পর্যালোচনা করো।

অথবা, ১৯৯১ সাল থেকে ভারতের অর্থনীতিতে বিশ্বায়নের কী প্রভাব পড়েছে? 

11. ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ করো।

অথবা, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 



উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র 2026

Set - 3 


বিভাগ-ক

নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 2×5=10


1. আন্তর্জাতিক সম্পর্কের দুটি মৌলিক বৈশিষ্ট্য লেখো।

অথবা, জাতি সংঘের পরে কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল এবং কেন?

2. SAARC এর দুটি দুর্বলতা লেখো।

অথবা, EU সদস্য দেশগুলির দুটি অর্থনৈতিক সুবিধা লেখো।

3. রাষ্ট্রপতির ভিটো ক্ষমতা বলতে কী বোঝ?

অথবা, ভারতের প্রধানমন্ত্রীকে একনায়ক বলার যে কোনো একটি কারণ লেখো। 

4. লোকসভা কীভাবে বিলুপ্ত হয়?

অথবা, অর্থবিল পাশের ক্ষেত্রে রাজ্যসভার ভূমিকা কী?

5. চিপকো আন্দোলনে কীভাবে পরিবেশ সংরক্ষণের কথা বলা হয়?

অথবা, ভারতের কয়েকটি পরিবেশ আন্দোলনের নাম লেখো।


বিভাগ-খ

নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও : 4×3=12


6. SAARC গঠনের প্রধান উদ্দেশ্য সমূহ ব্যাখ্যা করো।

অথবা, ASEAN এর সাথে ভারতের সম্পর্কের গুরুত্ব ব্যাখ্যা করো।

7. নর্মদা বাঁচাও আন্দোলনের প্রভাব আলোচনা করো।

অথবা, নাগরিক সমাজ আন্দোলনের সীমাবদ্ধতা গুলি কী?

৪. পশ্চিমবঙ্গের গ্রাম সংসদ গুলির উপর একটি টীকা লেখো।

অথবা, পশ্চিমবঙ্গের ব্লক উন্নয়ন আধিকারিকদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।


বিভাগ-গ

নিচের প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 6×3=18


9. আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝ? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী? 

অথবা, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো।

10. বিশ্বায়নের সংজ্ঞা দাও। বিশ্বায়নের বিভিন্নরূপ আলোচনা করো। 

অথবা, ১৯৯১ সাল থেকে ভারতের অর্থনীতিতে বিশ্বায়নের কি প্রভাব পড়েছে? 

11. প্রধান ধর্মাধিকরণ বা সুপ্রিম কোর্টের গঠন আলোচনা করো। 

অথবা, ক্রেতা সুরক্ষা আদালতের গঠন কার্যাবলী আলোচনা করো।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)