Class 9 Geography Third Unit Test Question Paper with Anwers 2025 । ভূগোল প্রশ্নপত্র সাজেশান নবম শ্রেণী

1

নবম শ্রেণী ভূগোল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025

Class 9 Geography Third Unit Test Question Paper with Anwers 2025 । ভূগোল প্রশ্নপত্র সাজেশান নবম শ্রেণী


নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল নবম শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র এখন সহজে পাওয়া যায়। যারা class 9 3rd unit test geography question paper 2025 খুঁজছেন বা class 9 geography third unit test 2025 question paper with answer ও Class 9 geography third unit test 2025 question paper pdf ডাউনলোড করতে চান, তাঁদের জন্য এটি গুরুত্বপূর্ণ। এখানে ক্লাস 9 ভূগোল প্রশ্ন উত্তর 2025 ও ক্লাস 9 ভূগোল 3rd unit test–এর সঠিক দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন class 9 ভূগোল ও class 9 3rd unit test geography suggestion পেয়ে শিক্ষার্থীরা সহজেই প্রস্তুতি নিতে পারবেন।


পশ্চিমবঙ্গ নবম শ্রেণির তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সাজেশন 2025

পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য WBBSE Class 9 Geography 3rd Unit Test Question Paper with Anwers এবং নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র প্রশ্ন ও উত্তর বিশেষভাবে সহায়ক। এখানে Class 9 geography 3rd unit test question paper 2025, পশ্চিমবঙ্গ ক্লাস 9 ভূগোল 3rd Summative Test Question Paper এবং WB class 9 geography 3rd unit test suggestions 2025-এর মাধ্যমে সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া যাবে। পাশাপাশি wbbse Class 9 3rd unit test question paper 2025 ও পশ্চিমবঙ্গ নবম শ্রেণির তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সাজেশন 2025 ডাউনলোড করে পড়াশোনা আরও সহজ করা সম্ভব। তাই পরীক্ষার্থীদের জন্য Class 9 Bhugol 3rd unit test suggestion 2025 একটি অপরিহার্য রিসোর্স হয়ে উঠেছে।



📚✨ Final Exam 2025 – Prepare Yourself!

ছাত্রছাত্রীরা! 😃 এখনই সংগ্রহ করে নাও আমাদের 4 Set প্রশ্নপত্র বা অধ্যায় ভিত্তিক সাজেশন 💥।

বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, অঙ্ক, বিজ্ঞান 

সব প্রশ্নই নতুন সিলেবাস অনুযায়ী তৈরি, যা তোমার পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে📝।


📱 সংগ্রহ করতে হলে Click করো: Click Here 



WBBSE Class 9 Geography 3rd Unit Test Question Paper with Answers


বিভাগ

1. সঠিক উত্তরটি নির্বাচন করো : - 1 x 14 = 14

i) Geography' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন

(a) এরাটোসথেনিস, (b) ম্যাজেলান, (c) জেমস কুক, (d) সক্রেটিস।

উত্তর : - (a) এরাটোসথেনিস,

'Geography' (ভূগোল) শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস। তিনি খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে 'জিও' (পৃথিবী) এবং 'গ্রাফোস' (বর্ণনা) শব্দ দুটি ব্যবহার করে পৃথিবীর পৃষ্ঠের বর্ণনা অর্থে এই শব্দটি তৈরি করেন। 


ii) পরিক্রমণ গতির বেগ বেশি হয়

(a) জলবিষুব, (b) মহাবিষুব, (c) অপসুর, (d) অনুসূর অবস্থানে।

উত্তর : - (d) অনুসূর অবস্থানে। 

কারণ, অনুসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম থাকে, যার ফলে গ্রহকে বেশি বেগে কক্ষপথে ঘুরতে হয়।


iii) ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয়

(a) 180° দ্রাঘিমা, (b) 82°30' পূর্ব, (c) 82°30' পশ্চিম, (d) 88°30' পূর্ব দ্রাঘিমার সময় অনুসারে।

উত্তর : - (b) 82°30' পূর্ব


iv) ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়

(a) মহীভাবক আলোড়নে, (b) পর্যায়ন প্রক্রিয়ায়, (c) অবরোহণ প্রক্রিয়ায়, (d) গিরিজনি আলোড়নে।

উত্তর : -  (d) গিরিজনি আলোড়নে। এই আলোড়ন হলো পৃথিবীর অভ্যন্তরে সৃষ্ট প্রবল, পরস্পর্মুখী পার্শ্বচাপ, যার ফলে পাললিক শিলা ভাঁজ হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। 


v) শল্কমোচন প্রক্রিয়া ঘটে

(a) গ্রানাইট শিলায়, (b) ব্যাসল্ট শিলায়, (c) চুনাপাথর শিলায়, (d) পাথুরে কয়লা শিলায়।

উত্তর : - (a) গ্রানাইট শিলায় ঘটে থাকে। এই প্রক্রিয়ায় শিলাস্তরের উপরের অংশটি স্তরে স্তরে খুলে যায় এবং একটি গোলাকার রূপ নেয়, যা মূলত গ্রানাইট জাতীয় শিলায় বেশি দেখা যায়। 


vi) ব্যাগুই ঘূর্ণিঝড় প্রভাবিত অঞ্চল

(a) জাপান, (b) অস্ট্রেলিয়া, (c) ফিলিপাইন দ্বীপপুঞ্জ, (d) ভারত।

উত্তর : - (c) ফিলিপাইন দ্বীপপুঞ্জব্যাগুই (Baguio) ঘূর্ণিঝড় সাধারণত ফিলিপাইন দ্বীপপুঞ্জে প্রভাবিত হয়, কারণ "ব্যাগুই" (Baguio) নামটি ফিলিপাইনে ক্রান্তীয় ঘূর্ণিঝড় বোঝাতে ব্যবহৃত হয়, যেখানে একটি শহরও একই নামে পরিচিত। 


vii) সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণির কয়লা হল

(a) অ্যানথ্রাসাইট, (b) বিটুমিনাস, (c) লিগনাইট, (d) পিট।

উত্তর : - (a) অ্যানথ্রাসাইট। অ্যানথ্রাসাইটে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি (প্রায় 95%), এবং এতে অমেধ্য কম থাকে, যা একে কয়লার সর্বোচ্চ র‍্যাঙ্কিং প্রদান করে। 


viii) ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কয়ালি যে রাজ্যে অবস্থিত তা হল

(a) পশ্চিমবঙ্গ, (b) তামিলনাড়ু, (c) গুজরাট, (d) গোয়া।

উত্তর : - (c) গুজরাট।


ix) দ্বারকেশ্বর শিলাবতীর মিলিত প্রবাহ যে নামে পরিচিত

(a) রূপনারায়ণ, (b) হলদি, (c) মুণ্ডেশ্বরী, (d) ইছামতী।

উত্তর : - (a) রূপনারায়ণ  পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে দ্বারকেশ্বর নদ ও শিলাবতী নদী মিলিত হয়ে রূপনারায়ণ নদের সৃষ্টি করে। এই মিলিত প্রবাহ পরে হুগলি নদীর সঙ্গে মিশেছে। 


x) ক্ষুদ্রস্কেলের মানচিত্রের RF হল

(a) 1:50,000, (b) 1 : 10,00,000, (c) 1 : 10,000, (d) 1:20,000

উত্তর : - (b) 1 : 10,00,000. ক্ষুদ্রস্কেলের মানচিত্রে বড় এলাকা দেখানো হয় এবং এতে ছোট বড়র অনুপাত অনেক বেশি থাকে, তাই এই ক্ষেত্রে RF-এর হর (denominator) অনেক বড় হয়. 


xi) পশ্চিমবঙ্গের 'ধানের ভাণ্ডার' বলা হয়

(a) উত্তর 24 পরগনাকে, (b) দক্ষিণ 24 পরগনাকে, (c) বর্ধমানকে, (d) নদিয়াকে।

উত্তর : - (c) বর্ধমানকে পশ্চিমবঙ্গের 'ধানের ভাণ্ডার' হিসেবে বর্ধমান (বর্তমানে পূর্ব বর্ধমান) জেলাকে বলা হয়, কারণ এই জেলায় সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়। 


xii) প্রণালীক্ষয় প্রশস্ত হয়ে

(a) খাতক্ষয়, (b) নালিক্ষয়, (c) দ্রবণক্ষয়, (d) র‍্যাভাইন ক্ষয় সৃষ্টি করে।

উত্তর : - (a) খাতক্ষয় প্রণালীক্ষয় প্রশস্ত হয়ে খাতক্ষয় সৃষ্টি করে।  যখন জলপ্রবাহ দ্বারা সৃষ্ট প্রণালী (ক্ষুদ্র খাত) প্রশস্ত হতে থাকে, তখন এটি আরও গভীর ও বিস্তৃত হয়, যা খাতক্ষয় নামে পরিচিত।


xiii) 'পাতগাঠনিক তত্ত্বের জনক' বলা হয়

(a) পিঁচো, (b) ওয়েগনার, (c) গিলবার্ট, (d) প্যাসার্জকে।

উত্তর : - (b) পিঁচো (Pichou)-কে। যদিও আলফ্রেড ওয়েগনার মহাদেশীয় প্রবাহের ধারণা প্রস্তাব করেছিলেন, তবে পিঁচো এই তত্ত্বকে পরিপূর্ণতা দিয়েছিলেন এবং তাকেই জনক হিসেবে বিবেচনা করা হয়। 


xiv) প্রাকৃতিক ঘড়ি বলা হয়

(a) সূর্যকে, (b) চন্দ্রকে, (c) ধ্রুবতারাকে, (d) ক্রোনোমিটারকে।

উত্তর : - (a) সূর্যকে। কারণ এর উদয় ও অস্ত এবং আকাশের বিভিন্ন অবস্থানে পরিবর্তন দেখে মানুষ দিনের শুরু, মধ্য এবং শেষ নির্ধারণ করে। 


2. নীচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো (যে-কোনো ৬টি): 1 x 6 = 6

i) অপসূর অপেক্ষা অনুসূর অবস্থানে সূর্যকে বড়ো দেখায়।

উত্তর : - শুদ্ধ

ii) কোনো স্থান তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘণ্টা।

উত্তর : - শুদ্ধ

iii) তিব্বত একটি লাভা গঠিত মালভূমির উদাহরণ।

উত্তর : - অশুদ্ধ

iv) আবহবিকারের ফলে রেগোলিথ-এর সৃষ্টি হয়।

উত্তর : - শুদ্ধ

v) প্রকৃতিই হল সম্পদের প্রকৃত জননী।

উত্তর : - শুদ্ধ

vi) ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গের প্রাচীনতম জেলা।

উত্তর : - অশুদ্ধ

vii) ল্যাটিন শব্দMappa’ থেকে স্কেল কথাটির উৎপত্তি।

উত্তর : - শুদ্ধ


3. শূন্যস্থান পূরণ করো (যে-কোনো ৬টি): 1 x 6 = 6

i) পশ্চিমবঙ্গের সংকীর্ণ অংশ উত্তর দিনাজপুরের চোপড়া। একে মুরগির গলার সঙ্গে তুলনা করে _________ বলা হয়।

উত্তর : - চিকেন'স নেক

ii) খনিজ তেলের উপজাত দ্রব্য _________ এরোপ্লেন চালাতে ব্যবহৃত হয়।

উত্তর : - গ্যাসোলিন

iii) NTPC নামক সংস্থাটি দেশে তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য __________ সালে গড়ে ওঠে।

উত্তর : - 1975

iv)__________  রেখা বরাবর পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি।

উত্তর : - নিরক্ষীয় 

v) লোয়েস সমভূমি দেখা যায় _____________ অঞ্চলে।

উত্তর : - চীন

vi) আন্টার্কটিকায় তুষার ঝড়কে______________ বলা হয়।

উত্তর : - ব্লিজার্ড

vii) পশ্চিমবঙ্গের প্রতিবেশী ___________ রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক।

উত্তর : - ঝাড়খণ্ড


4. নীচের প্রশ্নগুলির দু-একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ছয়টি): 1 x 6 = 6

i) GPS-এর পুরো নাম কী?

উত্তর : - Global Positioning System

ii) পৃথিবীর পরিক্রমণের গতিবেগ সেকেন্ডে কত কিমি?

উত্তর : - 29.8 কিমি / সেকেন্ড 

iii) উত্তর গোলার্ধে কোন স্থানে ধ্রুবতারার উন্নতি কোন 90°?

উত্তর : - উত্তর মেরু 

iv) ভারতের একটি ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো।

উত্তর : - ছোটনাগপুর মালভূমি। 

v) হরাইজেন কাকে বলে?

উত্তর : - হরাইজন বা দিগন্ত হলো একটি সমতল স্তর বা রেখা, যা সাধারণত দুটি ভিন্ন বস্তুর মিলনস্থলকে নির্দেশ করে। এর দ্বারা বোঝানো হয় যেখানে পৃথিবী ও আকাশ মিলিত হয়েছে বলে মনে হয় (আকাশ দিগন্ত) অথবা মাটির অভ্যন্তরে থাকা বিভিন্ন স্তর, যাদের ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্য ওপরের ও নিচের স্তর থেকে আলাদা (মাটির দিগন্ত)। 

vi) তাল কী?

উত্তর : - হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অবনমিত জল জমে তৈরি হওয়া হ্রদ (কুমায়ুন হিমালয়ের ক্ষেত্রে)

vii) তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর নির্মিত?

উত্তর : - তিলপাড়া ব্যারেজ ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত। এটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত এবং বন্যা নিয়ন্ত্রণ ও সেচ কাজের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। 

viii) ভারতের প্রথম পারমাণবিক শক্তিকেন্দ্রের নাম কী?

উত্তর : - ভারতের প্রথম পারমাণবিক শক্তিকেন্দ্রের নাম হল তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 


5. বামদিক ডানদিক মিলিয়ে লেখো: 1 x 4 = 4

উত্তর : - 

বামদিক   -  ডানদিক

a) প্লিউম    -  লাভার ঊর্ধ্বমুখী প্রবাহ

b) সমোন্নতি রেখা   -  টোপোগ্রাফিক্যাল ম্যাপ

c) SAIL  -   ইন্ডিয়ান আয়রন এ্যান্ড স্টিল কোম্পানি

d) আলফ্রেড ওয়েগনার  -  চলমান মহাদেশ


5. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 2 x 6  = 12

(i) দুজন ভারতীয় মহাকাশচারীর নাম লেখো। 

উত্তর : - জন ভারতীয় মহাকাশচারী হলেন রাকেশ শর্মা এবং শুভাংশু শুক্লা। রাকেশ শর্মা ছিলেন মহাকাশে ভ্রমণকারী প্রথম ভারতীয় নাগরিক, এবং শুভাংশু শুক্লা ছিলেন রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় যিনি মহাকাশে যাত্রা করেন। 

অথবা, কলকাতার অক্ষাংশ দ্রাঘিমাংশ কত?

উত্তর : - কলকাতার অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হলো ২২° ৩৪′ উত্তর অক্ষাংশ ও ৮৮° ২১′ পূর্ব দ্রাঘিমাংশ।

(ii) আন্তর্জাতিক তারিখরেখা কাকে বলে

উত্তর : - ১৮০° দ্রাঘিমারেখা বরাবর বিস্তৃত যে কাল্পনিক রেখার সাহায্যে পৃথিবীর বিভিন্ন অংশের দিন বা তারিখ নির্নয় করা হয়, তাকে আন্তর্জাতিক তারিখরেখা বলে। ১৮০° দ্রাঘিমারেখাকে পূর্ব বা পশ্চিম দিক থেকে অতিক্রম করলে একদিন বেড়ে বা কমে যায় বলে এই রেখাকে আন্তর্জাতিক তারিখরেখা হিসাবে গ্রহন করা হয়েছে। এই আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পূর্ব গোলার্ধে প্রবেশ করলে একদিন বেড়ে যায় এবং পশ্চিম গোলার্ধে প্রবেশ করলে একদিন কমে যায়।

অথবা, অধিবর্ষ (Leap Year) কাকে বলে ?

উত্তর : - অধিবর্ষ বা লিপ ইয়ার হলো একটি বিশেষ ক্যালেন্ডার বছর, যেখানে সাধারণ বছরের ৩৬৫ দিনের পরিবর্তে ৩৬৬ দিন থাকে। এই অতিরিক্ত দিনটি ফেব্রুয়ারি মাসের শেষ দিন হিসেবে ২৯শে ফেব্রুয়ারি যোগ হয়, যার উদ্দেশ্য হলো পৃথিবীর সৌর বছর বা ঋতুগত বছরের সাথে ক্যালেন্ডারকে সামঞ্জস্যপূর্ণ রাখা। যেমন - ২০০৪, ২০১২ ইত্যাদি অধিবর্ষ। 

(iii) জৈবিক আবহবিকার বলতে কী বোঝো?

উত্তর : - জৈবিক আবহবিকার হলো যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার বা বিচূর্ণীভবন ছাড়াও উদ্ভিদ ও প্রাণীরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শিলাখণ্ডকে চূর্ণবিচূর্ণ করে বিচূর্ণীভবন করে থাকার প্রক্রিয়া। এটি যান্ত্রিক আবহবিকারেরই একটি বিশেষ রূপ। জৈবিক আবহবিকারের প্রকারভেদ

জৈবিক আবহবিকারকে প্রধানত দু-ভাগে ভাগ করা হয়:

(ক) জৈব-যান্ত্রিক আবহবিকার

(খ) জৈব-রাসায়নিক আবহবিকার

অথবা, লাভা সমভূমি কাকে বলে?

উত্তর : - আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে পৃথিবীর ভিতরকার গলিত লাভা ভূগর্ভের ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এসে আশপাশে ছড়িয়ে পড়ে অনেক সময় যে সমতল ভূমির সৃষ্টি করে, তাকে লাভা সমভূমি [Lava Plain] বলে। দাক্ষিণাত্যের উত্তর-পশ্চিম  দিকের কিছু অংশে লাভা সমভূমি [Lava Plain] দেখা যায়।

(iv) দুটি পুনর্ভব সম্পদের নাম লেখো। 

উত্তর : - দুটি পুনর্ভব সম্পদের নাম হলো জল এবং সূর্যরশ্মি। এই সম্পদগুলি ক্রমাগত ব্যবহারের ফলেও নিঃশেষ হয়ে যায় না, কারণ প্রকৃতিতে এগুলি স্বাভাবিকভাবে পুনরায় ফিরে আসে। 

অথবা, স্কেল অনুসারে মানচিত্র কয়প্রকার কী কী ?

উত্তর : - স্কেল অনুসারে মানচিত্র ৪ প্রকার:

1. মৌজা মানচিত্র (Cadastral Map):

গ্রাম বা পার্সেলের জমির অবস্থান, এলাকা, মালিকানা ইত্যাদি দেখায়। স্কেল: 16–32 ইঞ্চি = 1 মাইল।

2. ভূ-সংস্থানিক মানচিত্র (Topographical Map):

শহর, বন, নদী, পরিবহন ইত্যাদি দেখায়। স্কেল: 1–14 ইঞ্চি = 1 মাইল।

3. দেওয়াল মানচিত্র (Wall Map):

দেশের বা বিশ্বের মানচিত্র দেওয়ালে লাগানোর জন্য। স্কেল: 1 ইঞ্চি = 300 মাইল পর্যন্ত।

4. ভূ-চিত্রাবলী (Chorographical/Atlas Map):

ভূ-প্রকৃতি, জলবায়ু, উদ্ভিজ্জ, কৃষি

(v) পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দুটি উল্লেখযোগ্য নদীর নাম লেখো  

উত্তর : - পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দুটি উল্লেখযোগ্য নদী হল দামোদর ও রূপনারায়ণ।

অথবা, পশ্চিমবঙ্গের ধান পাট গবেষণা কেন্দ্রের নাম লেখো।

উত্তর : - ধান গবেষণা কেন্দ্র - চুঁচুড়া, হুগলি ও কল্যাণী, নদীয়া।  পাট গবেষণা কেন্দ্র - ব্যারাকপুর

(vi) সুনামি কী

উত্তর : - সুনামি একটি জাপানি শব্দ। জাপানি ভাষায় এর অর্থ পোতাশ্রয়ের ঢেউ। সুনামি হলো জলের একের পর এক মারাত্মক ঢেউ যা সমুদ্রের মধ্যে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্টি হয়। এর ফলে উপরিতলে উপকূলীয় এলাকায় ধ্বংসযজ্ঞ সাধিত হয়।

অথবা, হিমানী সম্প্রপাত কাকে বলে?

উত্তর : - হিমানী সম্প্রপাত হলো পার্বত্য অঞ্চলে তুষারক্ষেত্রের জমাট বরফের বিশাল স্তূপ যা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ঢাল বেয়ে ধীরগতিতে নেমে আসে এবং হঠাৎ ভেঙে বিপুল বেগে পড়ে যায়। এটি হিমবাহের একটি অংশ যা প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি করে।শীতকালের তুলনায় শীতের শেষভাগ এবং গ্রীষ্মকালের শুরুতে হিমানী সম্প্রপাতের ঘটনা বেশি দেখা যায়, কারণ তখন তাপমাত্রা বৃদ্ধি পায় এবং বরফ গলে।


7. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 3 x 4 = 12

i) গিরিজনি আলোড়ন মহীভাবক আলোড়নের মধ্যে তিনটি পার্থক্য লেখো।

অথবা, আবহবিকার ক্ষয়ীভবনের মধ্যে তিনটি পার্থক্য লেখো।

ii) সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন বলতে কী বোঝো?

অথবা, অক্ষরেখা দ্রাঘিমারেখার মধ্যে তিনটি পার্থক্য লেখো।

iii) দুর্যোগ বিপর্যয়ের মধ্যে তিনটি পার্থক্য লেখো।

অথবা, বিপর্যয় ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের তিনটি ভূমিকা ব্যাখ্যা করো।

iv) পশ্চিমবঙ্গের চা শিল্পের উন্নতির কারণ ব্যাখ্যা করো।

অথবা পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের উন্নতির কারণ আলোচনা করো।


8. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :  5 x 2 = 10

i) চিত্রসহ মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতিগুলি আলোচনা করো ।

ii) কলকাতায় (44°33' পূর্ব) যখন স্থানীয় সময় সকাল 10টা 10 মিনিট, তখন মেলবোর্নে (145° পূর্ব) একটি সংবাদ প্রেরণ করা হল। সংবাদটি যেতে সময় লাগে 5 মিনিট। সংবাদটি স্থানীয় সময় অনুসারে কখন মেলবোর্নে পৌঁছাবে?

iii) পর্বতবেষ্টিত মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি কীরূপে সৃষ্টি হয় ব্যাখ্যা করো।

iv) রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়াগুলি চিত্রসহ সংক্ষেপে লেখো।


9. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :  5 x 2 = 10

i) পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো।

ii) পশ্চিমবঙ্গে তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণ আলোচনা করো।

iii) ভারতে জরিপ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত? টোপোগ্রাফিক্যাল মানচিত্র মৌজা মানচিত্রের তিনটি পার্থক্য লেখো। পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য একটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকেন্দ্রের নাম লেখো।

iv) পশ্চিমবঙ্গের পাট চাষের অনুকূল পরিবেশের বিবরণ দাও।


10. পশ্চিমবঙ্গের রেখামানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম প্রতীক চিহ্নসহ চিহ্নিত করো: 1  x 10 = 10

(i) কলকাতা (ii) সান্দাকফু পর্বতশৃঙ্গ (iii) সাগরদ্বীপ (iv) পুরুলিয়া জেলা (v) দার্জিলিং (vi) ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র (vii) হলদিয়া (viii) চা উৎপাদক অঞ্চল (ix) ভাগীরথী-হুগলি নদী (x) পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল



একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন