WBCHSE HS Physics MCQ Mock Test। বাংলায় পদার্থবিদ্যা উচ্চমাধ্যমিক প্রথম অধ্যায় (স্থির তড়িৎ এর প্রাথমিক ঘটনাবলী)মক টেস্ট
byInfo Educations-
0
WB Higher Secondary Physics Mock Test। প্রথম অধ্যায় - স্থির তড়িৎ এর প্রাথমিক ঘটনাবলী
বর্তমান সময়ে MCQ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে। এবং এই MCQ সঠিক করলে প্রাপ্ত নম্বরের পরিমান ও বেড়ে যায় । তাই MCQ এর উপর অনেক জোর দেওয়া প্রয়োজন। এবং তার জন্য চায় বেশি বেশি প্রাকটিস এবং পরীক্ষা দেওয়া , যার মধ্য দিয়ে তুমি তোমার দুর্বলতা বা প্রস্তুতি কে যাচাই করতে পারবে। এই প্রস্তুতি কে আরও সুদৃঢ করার জন্য Infoeducations.com তোমাদের জন্য নিয়ে এসেছে প্রতিটা বিষয়ের MCQ MOCK Test।
West Bengal HS Class 12 Online Mock Test | Objective Question Answer for Physics Quiz
উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যার প্রথম অধ্যায় স্থির তড়িৎ এর প্রাথমিক ঘটনাবলী- এর Online Free Physics Mock Test 2024 নিয়ে Info Educations এসেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 দ্বাদশ শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ HS Physics MCQ MOCK TEST।
উচ্চ মাধ্যমিক Objective Question Answer for Physics Mock Test তোমাদের সিলেবাস এর উপর ভিত্তি করে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকাদের দ্বারা বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি দিয়ে তৈরী হয়েছে। তাই এই প্রশ্নগুলি উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 এ আসার সম্ভাবনাও অনেক অনেক বেশি। এই মক টেস্টটি তোমাদের দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যা বিষয়ের প্রথম ইউনিটের স্থির তড়িতের প্রথম অধ্যায় স্থির তড়িৎ এর প্রাথমিক ঘটনাবলী- এর MCQ প্রস্তুতিতেও অনেক বেশি সাহায্য করবে। কারণ তোমরা এখানে নিত্য নতুন প্রশ্নের সম্মুখীন হবে। যাতে করে তোমাদের ধারণাও অনেক বাড়বে।
WBCHSE HS Physics MCQ প্রশ্ন অনলাইন মক টেস্টে তোমাদের জন্য থাকছে 20 টি প্রশ্ন , আর প্রতিটি প্রশ্নের মান 5 করে। সঠিক করলে 5 Points পাবে আর ভুল করলে 0 পাবে। প্রতিটা প্রশ্নের জন্য 60 Seconds করে সময় পাবে।
Subject (বিষয়)
Physics (পদার্থবিদ্যা)
Class
(শ্রেণী)
12 ( দ্বাদশ
)
Chapter (অধ্যায়)
1 (প্রথমঅধ্যায়)
Name of The Chapter (অধ্যায়েরনাম)
স্থিরতড়িতেরপ্রাথমিকঘটনাবলি
Total Questions (প্রশ্নসংখ্যা)
20
Total Marks (পূর্ণমান)
100
Times of each question
60 Seconds
Mock Test টি দেওয়ার জন্য নিচের দেওয়া Start Quiz Button - এ ক্লিক করো।
HS Physics Mock Test
Time Left: 60 seconds
1. একটি আহিত বস্তুর আধানের মান সর্বনিন্ম কত হতে পারে ?
a) 6 x 10-19 C
b) 10-19 C
c) 3.2 x 10-19 C
d) 4.8 x 10-19 C
উত্তর: - b) 10-19 C
2. স্থির অবস্থায় একটি বিন্দু আধানের মান q। বিন্দু আধানটি যখন v বেগে গতিশীল তখন তার তড়িদাধানের মান -
a) q/2
b) qvt
c) t/qv
d) q
উত্তর: - d) q
3. আহিত পরিবাহীতে আধান বেশিক্ষন ধরে রাখতে হলে তার আকৃতি হওয়া দরকার -
a) গোলকাকৃতি
b) শঙ্কু আকৃতি
c) ঘনকাকৃতি
d) সূঁচিমুখবিশিষ্ট যে-কোনো আকৃতি
উত্তর: - a) গোলকাকৃতি
4. SI-তে আধানের তলমাত্রিক ঘনত্বের একক হলো -
a) StatC
b) C
c) C / m2
d) C.m2
উত্তর: - c) C / m2
5. একটি ধাতব পদার্থকে রেশম দিয়ে ঘষলে রেশমে যে ধরণের আধান উৎপন্ন হয় সেটি হলো -
a) ঋণাত্মক
b) ধনাত্মক
c) ঋণাত্মক ও ধনাত্মক উভয় ধরণের
d) কোনোটি নয়
উত্তর: - b) ধনাত্মক
6. পরিবাহীতে আধান বাহক হলো -
a) প্রোটন
b) নিউট্রন
c) মেসন
d) ইলেকট্রন
উত্তর: - d) ইলেকট্রন
7. 1C আধানে ইলেকট্রন সংখ্যা হলো -
a) 6.25 x 1021
b) 6.25 x 10-21
c) 6.25 x 1018
d) 6.25 x 10-18
উত্তর: - c) 6.25 x 1018
8. একটি কাগজকে গালা দিয়ে ঘষলে গলাতে ঋণাত্মক আধান উৎপন্ন হয়। কারণ -
a) গালাতে ইলেকট্রন যুক্ত হয়
b) গালা থেকে ইলেকট্রন বেরিয়ে যায়
c) গালা থেকে প্রোটন বেরিয়ে যায়
d) গালাতে প্রোটন যুক্ত হয়
উত্তর: - a) গালাতে ইলেকট্রন যুক্ত হয়
9. একটি বস্তুতে -80µC আধান আছে। বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা কত আছে –
a) 5 x 1014
b) 25 x 1028
c) 50 x 105
d) 5 x 10-14
উত্তর: - a) 5 x 1014
10. বজ্রপাতের সময় সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হলো -
a) উঁচু বাড়ির দেওয়াল
b) উঁচু গাছ
c) টেলিফোন পোস্টের নিচে
d) লোহার কাঠামো নির্মিত বাড়ি
উত্তর: - d) লোহার কাঠামো নির্মিত বাড়ি
11. দুটি বিন্দু আধান q1 ও q2 এরূপ যে q1q2<০। আধানদুটির মধ্যে কার্যকরী বলের প্রকৃতি কিরূপ ?
a) বিকর্ষণধর্মী
b) আকর্ষণধর্মী
c) q1 আকর্ষণধর্মী ও q2 বিকর্ষণধর্মী
d) q1 বিকর্ষণধর্মী ও q2 আকর্ষণধর্মী
উত্তর: - b) আকর্ষণধর্মী
12. A, B ও C তিনটি আহিত বস্তু। যদি A ও B পরস্পরকে বিকর্ষণ করে A , C কে আকর্ষণ করে তবে। B ও C এর মধ্যে কার্যকর বলের প্রকৃতি কিরূপ ?
a) বিকর্ষণধর্মী
b) আকর্ষণধর্মী
c) আকর্ষণধর্মী ও বিকর্ষণধর্মী
d) কোনোটি নয়
উত্তর: - b) আকর্ষণধর্মী।
13. একটি কাঁচদণ্ডকে সিল্ক দিয়ে ঘষার ফলে কাঁচদণ্ডটি +3.2 x 10-7 C আধান লাভ করলো। সিল্কে আধানের পরিমান –
a) 0
b) -3.2 x 10-7 C
c) +1.6 x 10-7 C
d) -4.8 x 10-7 C
উত্তর: - b) -3.2 x 10-7 C
14. একটি কাঁচদণ্ডকে সিল্ক দিয়ে ঘষার ফলে কাঁচদণ্ডটি +3.2 x 10-7 C আধান লাভ করলো। কাঁচদন্ড থেকে সিল্কে ভর স্থানান্তরের পরিমান –
a) 18 x 10-19
b) 1.8 x 10-19
c) 0.018 x 10-19
d) 180 x 10-19
উত্তর: - a) 18 x 10-19
15. দুটি 4 cm ও 8 cm ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আধান সমান। এদের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত নির্ণয় করো।
a) 2:1
b) 4:1
c) 1:2
d) 1:8
উত্তর: - b) 4:1
16. 3mm ব্যাসার্ধ্যবিশিষ্ট এবং একই আধানে আহিত 27 টি জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বোরো জলবিন্দু উৎপন্ন করল। উভয়ক্ষেত্রে জন্য তলমাত্রিক ঘনত্বের অনুপাত নির্ণয় করো।
a) 9:1
b) 27:1
c) 81:1
d) 3:1
উত্তর: - d) 3:1
17. 10cm ব্যাসার্ধের একটি অন্তরিত পরিবাহী গোলক 4π C ধনাত্মক আধানে আহিত আছে। এর পৃষ্টের সর্বত্র আধানের তলমাত্রিক ঘনত্ব কত ?
a) 4π
b) 1/25π
c) 25π
d) 1/4π
উত্তর: - a) 4π
18. A ও B দুটি ছোট ধাতব গোলক যাদের ব্যাসার্ধ যথাক্রমে ১ মিটার এবং ২ মিটার। উভয়ের আধান যথাক্রমে 10C এবং 30C । গোলকদুটি পরস্পর স্পর্শ করলে তাদের পৃথক হলে গোলকদুটির পৃষ্টের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত হবে –
a) 1:2
b) 2:1
c) 3:4
d) 4:1
উত্তর: - b) 2:1
19. একটি গোলককে সমান দুটি গোলকে বিভক্ত করা হলো। তবে প্রাথমিক গোলক এবং দুটি গোলকের মধ্যে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত হবে –
a) 1:2
b) 2:1
c) 1:4
d) 4:1
উত্তর: - c) 1:4
20. A ও B দুটি আহিত কণা এবং তাদের মধ্যকার আকর্ষণ বল 10N । তাদের দূরত্ব দ্বিগুন করলে আকর্ষণ বলের মান হবে –
a) 40N
b) 20N
c) 10N
d) 2.5N
উত্তর: - d) 2.5N
Result
মক টেস্ট দেওয়ার পর সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবে এবং যেগুলি ভুল হয়েছে তার সঠিক উত্তর পেয়ে যাবে। তোমাদের যদি মনে হয় কোথাও যে , কোনো প্রশ্নের উত্তর ভুল দেওয়া আছে তাহলে তোমরা অবশ্যই Contact Form অথবা কমেন্ট করে (Comment) প্রশ্ন নাম্বার এবং প্রশ্নটি টুকে সঠিক উত্তর সাবমিট (Submit) করবে। আশা করছি তোমাদের এই মক টেস্ট দেওয়ার ফলে অনেক বেশি উপকৃত হবে এবং মক টেস্টটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে।