পশ্চিমবঙ্গ পর্ষদ নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র সাজেশান 2025
WBBSE Class 9 Physical Sceince Second Unit Test Question Paper 2025
পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা August মাসে শুরু হতে চলেছে সব বিদ্যালয়ে। তাই Info Educations ছাত্রছাত্রীদের প্রস্তুতিকে আরও সহজ করে তুলতে নিয়ে চলে এসেছে Sample Question Paper for Class 9 WBBSE pdf bengali।
Class 9 Physical Sceince Second Unit Test Sample Question Paper
তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে 40 Marks যার জন্য সময় বরাদ্দ থাকবে 80 Minutes। তোমাদের জন্য নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান (Class Nine Vouto Bigyan Question Paper) প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাড়িতে বসে তোমরা নবম শ্রেণী ভৌতবিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশনটি (Nobom Shrenir Vouto Bigyan Dwitiyo Porjai Kromik Mulyaon Proshnopotro) ভালো করে প্রাকটিস করো। WBBSE Class 9 Physical Sceince Question Paper টি অনেক অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকাদের মাধ্যম্যে তৈরী করা হয়েছে।
West Bengal Board Class 9 Physical Sceince2nd Unit Test Syllabus
WBBSE Class 9 Physical Sceince 2nd Unit Test / নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ এর সিলেবাস এ থাকছে তোমাদের তৃতীয় অধ্যায় : পদার্থ : গঠন ও ধর্ম। চতুর্থ অধ্যায় : পরমাণুর গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ : মোলের ধারণা, দ্রবণ। অ্যাসিড ক্ষার ও লবণ । পঞ্চম অধ্যায় : শক্তির ক্রিয়া। কার্য, ক্ষমতা ও শক্তি । Class 9 গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫ পূর্ণমান - ৪০ লিখিত। যার জন্য সময় ১ ঘন্টা ৩০ মিনিট বরাদ্দ করে হয়েছে।
West Bengal Board Physical Sceince Class 9 Second Summative Evaluation
WB Class 9 Physical Sceince Question Paper 2025
Set- 1
Class: IX, Subject: Physical Sceince
Full Marks : 40 Time : 1.20 Hrs.
নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র ২০২৫
১। সঠিক উত্তরটি নির্বাচন করো: (১x৭ = ৭)
ক) ক্ষুদ্র বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ হল –
(ক) পৃষ্ঠটান
(খ) সান্দ্রতা
(গ) বায়ুমণ্ডলীয় চাপ
(ঘ) ত্বরণ
খ) বার্ণোলির নীতিটি যে সংরক্ষণ সূত্র মেনে চলে –
(ক) শক্তির
(খ) ভরের
(গ) ভরবেগের
(ঘ) উপরের সবগুলি
গ) বলের S.I একক হল –
(ক) ডাইন
(খ) ডাইন-সেন্টিমিটার
(গ) নিউটন
(ঘ) নিউটন-মিটার
ঘ) অ্যান্টাসিড হিসাবে ব্যবহৃত হয় –
(ক) ক্যালসিয়াম হাইড্রক্সাইড
(খ) ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড
(গ) জিঙ্ক অক্সাইড
(ঘ) সোডিয়াম হাইড্রক্সাইড
ঙ) উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে চুনের দ্রাব্যতা –
(ক) বৃদ্ধি পায়
(খ) প্রথমে বৃদ্ধি পায় ও পরে হ্রাস পায়
(গ) হ্রাস পায়
(ঘ) একই থাকে
চ) একটি তরল এরোসলের উদাহরণ হল –
(ক) দুধ
(খ) ধোঁয়া
(গ) মেঘ
(ঘ) কাশি নিরাময়ের ওষুধ স্প্রে
ছ) সোডিয়াম বাইকার্বনেট হল –
(ক) শমিত লবণ
(খ) ক্ষারকীয় লবণ
(গ) অম্লীয় লবণ
(ঘ) কোনটিই নয়
২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও: (১x৭ = ৭)
i) ব্যারোমিটারের পারদের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে আবহাওয়ার কেমন পূর্বাভাস পাওয়া যায়?
ii) আর্কিমিডিসের নীতিটি কোন্ ক্ষেত্রে প্রযোজ্য নয়?
iii) ঘাত = চাপ × ________(শূন্যস্থান পূরণ করো)
iv) একটি ধাতব অক্সাইডের উদাহরণ দাও যা আল্মিক ধর্ম প্রদর্শন করে।
v) একটি সোদক কেলাসের উদাহরণ দাও।
vi) কোনো জলীয় দ্রবণের pH যদি ৪ হয়, তবে তার প্রকৃতি কীরূপ?
vii) বলয় পরীক্ষায় বাদামী বলয়ের সংকেত কী?
৩। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোনো পাঁচটি): (২x৫ = ১০)
i) সাইফন প্রক্রিয়ায় ব্যবহৃত নলের দুটি বাহুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান না হলে সাইফন প্রক্রিয়া কি চলবে? যুক্তিসহ লেখো।
ii) আর্কিমিডিসের নীতিটি বিবৃত করো।
iii) বার্নৌলির উপপাদ্যটি লেখো।
iv) অতি শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ম্যাগনেশিয়ামের বিক্রিয়ার সমীকরণসহ ব্যাখ্যা করো।
v) দৈনন্দিন জীবনে pH এর গুরুত্ব লেখো।
vi) ইমালসন কাকে বলে? একটি উদাহরণ দাও।
৪। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো পাঁচটি): (৩x৫ = ১৫)
i) প্লবতা কাকে বলে? প্লবতার এস.আই. একক কী?
ii) পৃষ্ঠটান কাকে বলে? জলে একখণ্ড কর্পূর ফেললে তাকে নড়াচড়া করতে দেখা যায় কেন?
iii) অম্লরাজ কাকে বলে? প্লাটিনাম ও সোনা অম্লরাজে দ্রবীভূত হয় কেন?
iv) প্রবাহীর কোনো একটি বিন্দুতে চাপের পরিমাণ নির্ণয় করো।
v) অ্যাসিড বৃষ্টি কাকে বলে? অ্যাসিড বৃষ্টির দুটি ক্ষতিকর প্রভাব লেখো।
vi) হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কীভাবে শনাক্ত করা যায়? অ্যাকোয়া ফার্টিস কাকে বলে?
vii) ২৫° সেলসিয়াস উষ্ণতায় একটি KNO₃ এর সম্পৃক্ত দ্রবণে 50 গ্রামে 21 গ্রাম লবণ দ্রবীভূত আছে। ওই উষ্ণতায় KNO₃ এর দ্রাব্যতা নির্ণয় করো।
WBBSE Class 9 Physical Science 2nd Unit Test Question Paper
WB Class 9 Physical Science Question Paper 2025
Set- 2
Class: IX, Subject: Physical Sceince
Full Marks : 40 Time : 1.20 Hrs.
Class Nine Vouto Bigyan Question Paper
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তর দাও (১×৮ = ৮)
ক) স্টেথোস্কোপ কোন ঘটনার ব্যবহারিক প্রয়োগ –
(ক) শব্দের প্রতিফলন
(খ) শব্দের প্রতিসরণ
(গ) শব্দের অনুরণন
(ঘ) প্রতিধ্বনি
খ) শব্দ হল এক প্রকার –
(ক) শক্তি
(খ) পদার্থ
(গ) তথ্য
(ঘ) অনুভূতি
গ) যে যন্ত্রে তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে বলে –
(ক) ক্যালোরিমিটার
(খ) থার্মোমিটার
(গ) ব্যারোমিটার
(ঘ) আমমিটার
ঘ) লোহা, পারদ, জল ও বায়ুর মধ্যে কার আপেক্ষিক তাপধারণ ক্ষমতা সর্বাধিক –
(ক) জল
(খ) লোহা
(গ) পারদ
(ঘ) বায়ু
ঙ) নিচের কোনটি স্কেলার রাশি –
(ক) সরণ
(খ) বেগ
(গ) ভর
(ঘ) বল
চ) কর্ম ও শক্তির এককের মধ্যে সম্পর্ক হল –
(ক) ১ জুল = ১০ আর্গ
(খ) ১ জুল = ১০⁷ আর্গ
(গ) ১ আর্গ = ১০ জুল
(ঘ) ১ আর্গ = ১০⁷ জুল
ছ) চাপের মাত্রার সংকেত কী?
(ক) MLT⁻²
(খ) MLT⁻³
(গ) MLT²
(ঘ) MILT
জ) কম্পাঙ্কের একক কী?
(ক) হার্জ
(খ) বেগ
(গ) তরঙ্গ
(ঘ) সুর
২। সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও (১×১২ = ১২)
ক) চাপের এস.আই. একক কী?
খ) বায়ুর চাপ কোন যন্ত্র দিয়ে পরিমাপ করা হয়?
গ) সাইফন প্রক্রিয়ার একটি ব্যবহার লেখো।
ঘ) আর্কিমিডিসের নীতিটি লেখো।
ঙ) কর্মের মাত্রার সংকেত লেখো।
চ) বলের একক কী?
ছ) একটি কার্যহীন বলের উদাহরণ লেখো।
জ) শক্তির ব্যবহারিক একক কী?
ঝ) গতিশক্তি কাকে বলে? একটি উদাহরণ দাও।
ঞ) কত ডিগ্রি তাপমাত্রায় জলের ব্যতিক্রমধর্মী প্রসারণ ঘটে?
ট) ক্যালোরিমিতির মূল নীতি কী?
ঠ) আল্ট্রাসোনোগ্রাফিতে কোন ধরণের শব্দ তরঙ্গ ব্যবহৃত হয়?
ড) স্বরের গুন্ বা জ্যাতি কাকে বলে?
ঢ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শব্দের নিরাপদ তীব্রতার মাত্রা কত?
ণ) শব্দের তীব্রতা মাপার একক কী?
৩। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (২×৫ = ১০)
ক) অনুরণন কাকে বলে? শ্রুতিগোচর শব্দ কী?
খ) শব্দের প্রতিফলনের একটি ব্যবহারিক প্রয়োগ লেখো।
গ) লীনতাপ কাকে বলে? বরফ গলনের লীনতাপ ৮০ ক্যালরি/গ্রাম অর্থ কী?
ঘ) বলের বিপরীতে কার্য কাকে বলে? একটি উদাহরণ দাও।
ঙ) সমোচ্চশীলতার ধর্ম কাকে বলে? একটি বাস্তব উদাহরণ দাও।
চ) প্লবতার বৈশিষ্ট্য লেখো।
৪। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও (3 নম্বর)
ক) সাইফন প্রক্রিয়ার কার্যপদ্ধতি ব্যাখ্যা করো।
অথবা,
খ) তরলের চাপের বৈশিষ্ট্য লেখো।
৫। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও (3 নম্বর)
ক) জলজ বা সামুদ্রিক জীবের উপর জলের ব্যতিক্রমধর্মী প্রসারণের প্রভাব লেখো (লেখচিত্রসহ)।
অথবা,
খ) কুয়াশা কিভাবে সৃষ্টি হয়?
৬। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : - (4 নম্বর)
ক) কানের মধ্য দিয়ে শব্দের বিস্তারের প্রক্রিয়া ব্যাখ্যা করো।
১০ কেজি ভরের একটি বস্তুকে ১০ মিটার উচ্চতায় তুলতে কৃত কার্যের মান নির্ণয় করো।
অথবা,
গ) গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক লেখো। স্থিতিস্থাপক শক্তি কাকে বলে? একটি উদাহরণ দাও।
Get Your Required PDF Now – Pay & Download
📂 File Name : - নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র
📄 File Type : - PDF
💰 Price of This PDF : - ₹20 only
🛒 Buy This PDF — Click Here: 👉 Click Here
🟢 Note: After Successful Payment, Your PDF will be sent within 24 Hours via Email / WhatsApp.
Enter Your Comment