WBSSC SLST Philosophy 2016 XI - XII Previous Year Question Papers with Answers । WB SLST 2016 Philosophy XI-XII Answer Key

0

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দর্শন একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্র ২০১৬ 

WBSSC SLST Philosophy 2016 XI - XII Previous Year Question Papers with Answers । WB SLST 2016 Philosophy XI-XII Answer Key

সমস্ত WBSSC SLST Aspirants দের স্বাগত Info Educations ওয়েবসাইট এ। তোমাদের জন্য Info Educations নিয়ে এসেছে বিগত SLST 2016 এর সমস্ত বিষয়ের প্রশ্নপত্র বাংলা ও ইংরেজি উভয় ভাষায় একসাথে উত্তরসহ। 


WB SLST 2016 Philosophy XI XII Answer Key pdf Download

WBSSC-SLST (State Level Selection Test) হল পশ্চিমবঙ্গের একটি প্রতিযোগিতামূলক শিক্ষক নিয়োগ পরীক্ষা, যা West Bengal School Service Commission (WBSSC) কর্তৃক পরিচালিত হয়। এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের সরকার অনুমোদিত এবং সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক/শিক্ষিকা নিয়োগ করা হয়। পরীক্ষাটি রাজ্যজুড়ে সমন্বিতভাবে নেওয়া হয় এবং যোগ্য প্রার্থীদের মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়। 


WBSSC Philosophy SLST 2016 11 - 12 Question Paper

WB SLST Philosophy XI-XII Question Paper 2016 | WBSSC দর্শন একাদশ ও দ্বাদশ প্রশ্নপত্র (Pass/Hons) PDF সহ উত্তরসহ ডাউনলোড করুন। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) পরিচালিত State Level Selection Test (SLST) পরীক্ষার দর্শন (Philosophy) বিষয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রশ্নপত্র ২০১৬(WBSSC SLST 2016 Question Paper) সালের সংস্করণ এখানে প্রদান করা হলো। দর্শন প্রশ্নপত্রটি (SLST 2016 Question Paper Philosophy pdf Download)অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর দ্বারা যাচাই ও পরিমার্জিত হয়েছে এবং Pass ও Honours উভয় স্তরের জন্য উপযোগী। প্রশ্নের সঠিক উত্তর সহ নিচে দেওয়া রয়েছে। WB SLST Dorshon Proshno Ekadosh o Dwadosh Shrenir Proshno Uttorsoho।


West Bengal School Service Commission SLST 2016 Philosophy XI XII Question Paper with Answers


১. ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে?
(ক) মহর্ষি গৌতম
(খ) বাচস্পতি
(গ) গৌতম বুদ্ধ
(ঘ) শঙ্কর
উত্তর : - (ক) মহর্ষি গৌতম

২. বৈশেষিক মতে প্রমাণ কী কী?
(ক) প্রত্যক্ষ ও উপমান
(খ) প্রত্যক্ষ ও শব্দ
(গ) প্রত্যক্ষ ও অনুমান
(ঘ) প্রত্যক্ষ, অনুমান ও উপমান
উত্তর : - (গ) প্রত্যক্ষ ও অনুমান

৩. ন্যায় মতে কত প্রকার পদার্থ স্বীকৃত হয়েছে?
(ক) ১৪টি
(খ) ১৬টি
(গ) ১৮টি
(ঘ) ২৫টি
উত্তর : - (খ) ১৬টি

৪. সংখ্যা দর্শনে মোট তত্ত্ব কতগুলি?
(ক) ১৫ টি
(খ) ১২ টি
(গ) 25 টি
(ঘ) ২৬ টি
উত্তর : - (গ) 25 টি

৫. অদ্বৈত বেদান্ত মতে সত্ত্বার বিভিন্ন প্রকারগুলি কী কী?
(ক) ব্যবহারিক সত্ত্বা ও প্রাতিভাসিক সত্ত্বা
(খ) ব্যবহারিক সত্ত্বা ও পারমার্থিক সত্ত্বা
(গ) প্রাতিভাসিক সত্ত্বা ও পারমার্থিক সত্ত্বা
(ঘ) ব্যবহারিক সত্ত্বা, প্রাতিভাসিক সত্ত্বা ও পারমার্থিক সত্ত্বা
উত্তর : - (ঘ) ব্যবহারিক সত্ত্বা, প্রাতিভাসিক সত্ত্বা ও পারমার্থিক সত্ত্বা

৬. বাহ্যানুমেয়বাদী কারা?
(ক) সৌত্রান্ত্রিক সম্প্রদায়
(খ) বৈভাসিক সম্প্রদায়
(গ) জৈন সম্প্রদায়
(ঘ) মীমাংসক সম্প্রদায়
উত্তর : - (ক) সৌত্রান্ত্রিক সম্প্রদায়

৭. আরম্ভবাদের সমর্থক কোন দার্শনিক সম্প্রদায়?
(ক) মীমাংসক সম্প্রদায়
(খ) বেদান্ত দার্শনিক সম্প্রদায়
(গ) সাংখ্য দার্শনিক সম্প্রদায়
(ঘ) ন্যায় বৈশেষিক সম্প্রদায়
উত্তর : - (ঘ) ন্যায় বৈশেষিক সম্প্রদায়

৮. ব্রহ্মসূত্রের রচয়িতা কে?
(ক) কণাদ
(খ) মহর্ষি বাদরায়ণ
(গ) শঙ্কর
(ঘ) গৌতম
উত্তর : - (খ) মহর্ষি বাদরায়ণ

৯. স্বভাববাদের সমর্থক কারা?
(ক) বৌদ্ধ দার্শনিক সম্প্রদায়
(খ) ন্যায় বৈশেষিক সম্প্রদায়
(গ) চার্বাক সম্প্রদায়
(ঘ) অদ্বৈত বেদান্ত দার্শনিক সম্প্রদায়
উত্তর : - (গ) চার্বাক সম্প্রদায়

১০. নিম্নোক্তগুলির মধ্যে কোনটি নৈতিক বিচারের বিষয়বস্তু নয়?
(ক) সহজাত ক্রিয়া
(খ) ঐচ্ছিক ক্রিয়া
(গ) উদ্দেশ্য
(ঘ) কর্মের ফলাফল
উত্তর : - (ক) সহজাত ক্রিয়া

১১. অদ্বৈত্ববাদী বা একাত্মবাদী নিয়মভিত্তিক কর্তব্যমুখী মতবাদের একজন প্রবক্তা হলেন –
(ক) হবস
(খ) ইউয়িং
(গ) কান্ট
(ঘ) মিল
উত্তর : - (গ) কান্ট

১২. কর্মভিত্তিক উপযোগবাদের দুজন প্রবক্তার নাম হল –
(ক) ইউয়িং, রস
(খ) রস, কান্ট
(গ) ইউয়িং, ব্রান্ডট
(ঘ) ব্রান্ডট, কান্ট
উত্তর : - (ক) ইউয়িং, রস

১৩. এমন একজন উপযোগবাদ চিন্তাবিদ যিনি সুখবাদী নন, তিনি হলেন –
(ক) বেন্থাম
(খ) সিডউইক
(গ) মিল
(ঘ) মোর
উত্তর : - (ঘ) মোর

১৪. ফ্রাঙ্কেনার নিজস্ব নৈতিক মানদণ্ড বা বাধ্যতাবোধতা তত্ত্বের নাম কী?
(ক) মিশ্র কর্তব্যমুখী তত্ত্ব
(খ) কর্ম কর্তব্যবাদ
(গ) নীতি কর্তব্যবাদ
(ঘ) পরসুখবাদ
উত্তর : - (ক) মিশ্র কর্তব্যমুখী তত্ত্ব

১৫. "বাস্তব তথ্য বিষয়ক বাক্য থেকে নৈতিক আদর্শ বা ঔচিত্য বিষয়ক বাক্য অনুমান করলে নৈসর্গিকতার প্রকৃতিগত দোষ ঘটে" — এই কথা কে বলেছেন?
(ক) মিল
(খ) মোর
(গ) বেন্থাম
(ঘ) সিডউইক
উত্তর : - (খ) মোর

১৬. "তোমার করা উচিত সুতরাং তুমি করতে পার, করার স্বাধীনতা আছে" — এই কথা কে বলেছেন?
(ক) মিল
(খ) বেন্থাম
(গ) কান্ট
(ঘ) মোর
উত্তর : - (গ) কান্ট

১৭. "চরিত্র সংশোধনের জন্য অপরাধীর শাস্তি হওয়া উচিত" — এই মতবাদের নাম কী?
(ক) সংশোধনাত্মক মতবাদ
(খ) প্রতিশোধনাত্মক মতবাদ
(গ) প্রতিরোধাত্মক মতবাদ
(ঘ) লঘু প্রতিশোধনাত্মক মতবাদ
উত্তর : - (ক) সংশোধনাত্মক মতবাদ

১৮. প্লেটোর মতে প্রকৃত জ্ঞানের দুটি প্রধান বৈশিষ্ট্য কী?
(ক) সার্বজনীনতা ও নতুনত্ব
(খ) অভ্রান্ততা এবং তাই যা প্রকৃত সৎ, নিত্য ও শাশ্বত
(গ) সার্বজনীনতা ও অভ্রান্ততা
(ঘ) অভ্রান্ততা ও নতুনত্ব
উত্তর : - (খ) অভ্রান্ততা এবং তাই যা প্রকৃত সৎ, নিত্য ও শাশ্বত

১৯. সামান্য বা জাতিগুলির ক্রমোচ্চ পর্যায়ে বিন্যাসের ক্ষেত্রে সর্বোচ্চ আকারটি প্লেটোর মতে কী?
(ক) চরম সৌন্দর্য
(খ) চরম কল্যাণ
(গ) ন্যায়পরতা
(ঘ) জ্ঞানত্ব
উত্তর : - (খ) চরম কল্যাণ

২০. অ্যারিস্টটল স্বীকৃত কারণ কয় প্রকার?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ
উত্তর : - (গ) চার

২১. অ্যারিস্টটলের মতে জগত বিবর্তনের চরম কারণ কী?
(ক) ঈশ্বর
(খ) সত্ত্বা
(গ) চিন্তা
(ঘ) আকার
উত্তর : - (ক) ঈশ্বর

২২. দেকার্ত কয় প্রকার দ্রব্য স্বীকৃত করেন?
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার
উত্তর : - (গ) তিন

২৩. দেহ ও মনের সম্পর্ক ব্যাখ্যার ক্ষেত্রে দেকার্ত স্বীকৃত মতবাদটির নাম কী?
(ক) তাদাত্মবাদ
(খ) সমান্তরালবাদ
(গ) পুরুষবাদ
(ঘ) ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ
উত্তর : - (ঘ) ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ

২৪. জগতের স্বরূপ সম্পর্কে কার মতবাদ ‘সর্ব মানসবাদ’ নামে পরিচিত?
(ক) স্পিনোজা
(খ) দেকার্ত
(গ) লাইবনিজ
(ঘ) বার্কলে
উত্তর : - (গ) লাইবনিজ

PDF সংগ্রহ করতে চাইলে Payment করে ডাউনলোড করো 

💰 Price of This PDF : -  ₹20 only 

🛒 Get This PDF  Click Here👉 Access Now


২৫. আধুনিক পাশ্চাত্য দর্শনের ইতিহাসে ‘ঈশ্বর প্রেমে মত্ত মানুষটি’ কোন দার্শনিক?
(ক) দেকার্ত
(খ) স্পিনোজা
(গ) লাইবনিজ
(ঘ) বার্কলে
উত্তর : - (খ) স্পিনোজা

২৬. "বুদ্ধিতে কিছুই নেই যা পূর্বে ইন্দ্রিয়ে ছিল না" — এই উক্তিটি কার?
(ক) লক
(খ) বার্কলে
(গ) হিউম
(ঘ) দেকার্ত
উত্তর : - (ক) লক

২৭. বার্কলের মতে আত্মার প্রধান বৈশিষ্ট্য কী?
(ক) চিন্তা করা
(খ) প্রত্যক্ষ করা
(গ) কল্পনা করা
(ঘ) সংশয় করা
উত্তর : - (খ) প্রত্যক্ষ করা

২৮. কে বলেন যে, অভিজ্ঞতা থেকে কোনো ধারণা লাভের পূর্বে আমাদের মন থাকে একটি ‘সাদা ফলক’ (Tabula Rasa)?
(ক) বার্কলে
(খ) হিউম
(গ) লক
(ঘ) দেকার্ত
উত্তর : - (গ) লক

২৯. কোন দার্শনিক মুখ্য ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করে সকল গুণকেই মন-সাপেক্ষ বলেন?
(ক) লক
(খ) বার্কলে
(গ) হিউম
(ঘ) লাইবনিজ 
উত্তর : - (খ) বার্কলে

৩০. কোন দার্শনিক বলেন যে কারণ ও কার্যের মধ্যে কেবল সংযোগ আছে, কিন্তু আবশ্যিক সম্পর্ক নেই?
(ক) বার্কলে
(খ) হিউম
(গ) কান্ট
(ঘ) লক
উত্তর : - (খ) হিউম

৩১. সাপেক্ষ প্রতিবর্ত মতবাদের প্রবর্তন কে করেছিলেন?
(ক) থর্নডাইক
(খ) কোহলার
(গ) স্কিনার
(ঘ) প্যাভলভ
উত্তর : - (ঘ) প্যাভলভ

৩২. অনুষঙ্গের নিয়ম কতটি?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ
উত্তর : - (খ) তিন

৩৩. শিখন সংক্রান্ত প্রচেষ্টা ও ভ্রম সংশোধন মতবাদের প্রবক্তা কে?
(ক) প্যাভলভ
(খ) কফকা
(গ) থর্নডাইক
(ঘ) কোহলার
উত্তর : - (গ) থর্নডাইক

৩৪. অন্তর্দৃষ্টি বা পরিজ্ঞানমূলক মতবাদের প্রবর্তক কে?
(ক) গেস্টাল্ট মনোবিদ
(খ) থর্নডাইক
(গ) স্কিনার
(ঘ) প্যাভলভ
উত্তর : - (ক) গেস্টাল্ট মনোবিদ

৩৫. সম্প্রদায়ের ভিত্তি কোনগুলি?
(ক) অঞ্চল ও আমরা-বোধ
(খ) অঞ্চল ও ভূমিকাবোধ
(গ) অঞ্চল ও স্বাজাত্যবোধ
(ঘ) স্বাজাত্যবোধ ও নির্ভরতাবোধ
উত্তর : - (গ) অঞ্চল ও স্বাজাত্যবোধ

৩৬. মাধ্যমিক গোষ্ঠীর একটি উদাহরণ হল –
(ক) পরিবার
(খ) সঙ্গীত একাডেমি
(গ) রাষ্ট্র
(ঘ) ট্রেড ইউনিয়ন
উত্তর : - (ঘ) ট্রেড ইউনিয়ন

৩৭. দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রবর্তক কে?
(ক) হেগেল
(খ) মার্ক্স
(গ) ওয়েন
(ঘ) টমাস মোর
উত্তর : - (খ) মার্ক্স

৩৮. মাধ্যমিক দর্শনের প্রতিষ্ঠাতা কে?
(ক) নাগার্জুন
(খ) গৌতম
(গ) কণাদ
(ঘ) রামানুজ
উত্তর : - (ক) নাগার্জুন

৩৯. ভারতীয় দর্শন অনুযায়ী পুরুষার্থ কয় প্রকার?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ
উত্তর : - (গ) চার

৪০. জৈন মতে দ্রব্য কয় প্রকার?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) ছয়
উত্তর : - (ক) দুই

৪১. নৈতিক ক্রিয়ার কতটি স্তর রয়েছে?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ
উত্তর : - (খ) তিন

৪২. একটি "ই" বচনের বিবর্তিত বচনের আবর্তিত বচনটি কী হবে?
(ক) "A"
(খ) "E"
(গ) "I"
(ঘ) "O"
উত্তর : - (গ) "I"

৪৩. দুটি হেতুবাক্য যদি সামান্য বচন হয়, তবে সিদ্ধান্তটি বিশেষ বচন হবে না — নিরপেক্ষ ন্যায়ের বৈধতা-সংক্রান্ত এই নিয়মটি লঙ্ঘিত হলে কী দোষ ঘটে?
(ক) নঞর্থক হেতুবাক্য থেকে সদর্থক সিদ্ধান্ত গ্রহণের দোষ
(খ) অনুগ স্বীকারজনিত দোষ
(গ) অস্তিত্বসূচক দোষ
(ঘ) অবৈধ সাধ্য দোষ
উত্তর : - (গ) অস্তিত্বসূচক দোষ

৪৪. "I-O-I" প্রথম সংস্থানের "I-O-I" মূর্তিতে কী দোষ ঘটে?
(ক) নঞর্থক হেতুবাক্য থেকে সদর্থক সিদ্ধান্ত গ্রহণের দোষ
(খ) অনুগ স্বীকারজনিত দোষ
(গ) অস্তিত্বসূচক দোষ
(ঘ) অবৈধ সাধ্য দোষ 
উত্তর : - (ক) নঞর্থক হেতুবাক্য থেকে সদর্থক সিদ্ধান্ত গ্রহণের দোষ

৪৫. যোগ দর্শনের প্রতিষ্ঠতা কে? 
ক) কণাদ
খ) গৌতম
গ) পতঞ্জলি
ঘ) রামানুজ
উত্তর : -গ) পতঞ্জলি

৪৬. আদর্শ নিরপেক্ষ বচনে রূপান্তরিত করুনঃ- যারা গীর্জায় যায় তাদের সকলে সাধু নয়। 
ক) সকল মানুষ যারা গীর্জায় যায় হয় সাধু
খ) কোন সাধু নয় ব্যক্তি যারা গীর্জায় যায়।
গ) কোন কোন ব্যক্তি যারা গীর্জায় যায় নয় সাধু।
ঘ) কোন কোন ব্যক্তি যারা গীর্জায় যায় হয় সাধু।
উত্তর : -গ) কোন কোন ব্যক্তি যারা গীর্জায় যায় নয় সাধু।

৪৭. নিম্নলিখিত বচনে কোন পদ ব্যাপ্য? সকল মানুষ যারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে, হয় পুণ্যবান ব্যক্তি।
ক) উদ্দেশ্য
খ) বিধেয়
গ) সংযোজক
ঘ) মানক
উত্তর : -ক) উদ্দেশ্য

৪৮. যদি A ⊃ B, মিথ্যা হবে যদি এবং কেবলমাত্র যদি—
(ক) A এবং B সত্য হয়
(খ) A সত্য এবং B মিথ্যা হয়
(গ) A এবং B মিথ্যা হয়
(ঘ) A মিথ্যা এবং B সত্য হয়
উত্তর : - (খ) A সত্য এবং B মিথ্যা হয়

৪৯. আদর্শ আকারের ন্যায় অনুমানে হেতুপদ কোথায় থাকে?
(ক) কেবল সাধ্য আশ্রয়বাক্যে
(খ) কেবল পক্ষ আশ্রয়বাক্যে
(গ) সাধ্য এবং পক্ষ উভয় বাক্যেই
(ঘ) কেবল সিদ্ধান্তে
উত্তর : - (গ) সাধ্য এবং পক্ষ উভয় বাক্যেই

৫০. নিচের কোন বাক্যটি মিথ্যা?
(ক) A-র বিবর্তন A
(খ) E-র আবর্তন E
(গ) I-র বিবর্তন O
(ঘ) I-র আবর্তন I
উত্তর : - (ক) A-র বিবর্তন A

৫১. ফলিত নীতিবিদ্যার জগতে ‘ব্যবহারিক নীতিবিদ্যা’ গ্রন্থটির রচয়িতা কে?
(ক) উইলিয়াম লিলি
(খ) এ. জে. আয়ার
(গ) পিটার সিঙ্গার
(ঘ) বেন্থাম
উত্তর : - (গ) পিটার সিঙ্গার

৫২. "গণতান্ত্রিক সরকার হচ্ছে জনগণের কল্যাণে, জনগণের দ্বারা, জনগণের জন্য শাসন" — এই উক্তি কার?
(ক) আব্রাহাম লিঙ্কন
(খ) ম্যাকাইভার ও পেজ
(গ) থমাস মোর
(ঘ) জে. এস. মিল
উত্তর : - (ক) আব্রাহাম লিঙ্কন

৫৩. বুদ্ধি সম্পর্কে বহু-উপাদান তত্ত্বের প্রবক্তা কে?
(ক) থর্নডাইক
(খ) থার্স্টোন
(গ) স্কিনার
(ঘ) টারম্যান
উত্তর : - (ক) থর্নডাইক

৫৪. গেস্টাল্ট মনোবিদদের মতে নিচের কোনটি প্রত্যক্ষের ক্ষেত্রে সংগঠনের শর্ত নয়?
(ক) নৈকট্য
(খ) সাদৃশ্য
(গ) নিরবিচ্ছিন্নতা
(ঘ) সংবেদন
উত্তর : - (ঘ) সংবেদন

৫৫. মনোবিজ্ঞানের কোন পদ্ধতির মাধ্যমে অপরের মন সম্পর্কে জ্ঞান লাভ করা যায়?
(ক) অন্তর্দর্শন পদ্ধতি
(খ) পর্যবেক্ষণ পদ্ধতি
(গ) পরীক্ষণ পদ্ধতি
(ঘ) উৎপত্তি ও ক্রমবিকাশ পদ্ধতি
উত্তর : - (ক) অন্তর্দর্শন পদ্ধতি


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)