Class 7 Mathematics Question Paper 2nd Unit Test 2025 | সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র

2

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অন্তৰ্গত সপ্তম শ্রেণী প্রশ্নপত্র গণিত 2025

Class 7 Mathematics Question Paper 2nd Unit Test 2025 | সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র

প্রিয় ছাত্রছাত্রীগণ তোমাদের সবাইকে স্বাগত Info Educations ওয়েবসাইট-এ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তার সাথে তোমরা পড়াশুনাও খুব ভালো করে করছো। তোমাদের জন্য Info Educations নিয়ে এসেছে সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত প্রশ্নপত্র। তোমাদের জন্য থাকছে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র( 2nd Unit Test All Subjects Question Paper 2025) এবং তার সাথে উত্তর ভিত্তিক আলোচনা। তোমরা তোমাদের বিভিন্ন বন্ধুদের সাথে এই পোস্টটি শেয়ার করো যাতে করে তারাও পরীক্ষার আগের মুহূর্ত পর্যন্ত ভালো প্রস্তুতি নিতে পারে। 


সপ্তম শ্রেণির গণিত পরীক্ষার প্রশ্ন 2025

সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আমরা নিয়ে এসেছি গণিত বিষয়ের মডেল প্রশ্নপত্র(Class 8 Mathematics 2nd Unit Test Model Question Paper 2025)। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত বিষয়ের (Wbbse Class 7 Mathematics Question Paper) মডেল প্রশ্ন পত্র (Model Question Paper) এখানে দেওয়া হয়েছে। আমরা এখানে 2টি মডেল সেট দিয়েছি। আশা করি ছাত্রছাত্রীরা গণিত বিষয়ের এই মডেল সেট গুলোর প্রশ্ন ও উত্তর(Class 7 Mathematics Second Unit Test Question 2025) পড়ে অনেক উপকৃত হবে এবং পরীক্ষা অনেক ভালো ফলাফল করবে। কারণ, ১০০ % পরীক্ষাই Common আসবে এখান থেকে।


WBBSE Class 7 Mathematics 2nd Unit Test Syllabus 2025 

অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন (Class 8 1st Unit Test Question Paper Onko) গণিত বিষয়ের অষ্টম অধ্যায় : ত্রিভুজ অঙ্কন। নবম অধ্যায় : সর্বসমতার ধারণা। দশম অধ্যায় : আসন্ন মান। একাদশ অধ্যায় : ভগ্নাংশের কাল। দ্বাদশ অধ্যায় : বীজগাণিতিক সূত্রাবলী। চতুর্দশ অধ্যায় : ত্রিভুজের ধর্ম। পশ্চাদশ অধ্যায় সময় ও দূরত্ব। পর্যন্ত পরীক্ষা হবে। তাই এই অধ্যায় গুলি থেকে গণিত প্রশ্ন পত্র(Ostom Shrenir Onko Proshnopotro Uttorsoho) তৈরী করা হয়েছে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন(Gonit Proshno 2025) 50 নম্বরের হবে যেখানে নির্ধারিত সময় 100 মিনিট। 


📂 File Name : - সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত প্রশ্নপত্র

📄 File Type : - PDF

💰 Price of This PDF : -  ₹20 only 

🛒 Get This PDF  Click Here👉 Click Here


Wbbse Class 7 Mathematics Second Unit Test Question

Class 7 Mathematics Second Unit Test Question 2025

Model Set – 1

2nd Summative Evaluation 2025 । দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025

বিষয় - গণিত । পূর্ণমান - 50। সময় -100 মিনিট   


১। সঠিক উত্তরটি বেছে চিহ্নিত করো: (1 × 5 = 5)

১) সর্বসমতার শর্ত নয় —

ক) বাহু–বাহু–বাহু

খ) বাহু–কোণ–বাহু

গ) কোণ–কোণ–কোণ

ঘ) সমকোণ–অভিলম্ব–অভিজ্যা

২) ক্ষেত্রফল 1০০ বর্গ সেমি হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য —

ক) 10 সেমি

খ) 50 সেমি

গ) 5 সেমি

ঘ) 20 সেমি

৩) (x + 7)² = x² + 14x + কত?

ক) 14

খ) 7

গ) 16

ঘ) 49

৪) (a + b)² = a² + 2a + 16 হলে b-এর ধনাত্মক মান —

ক) ১৪

খ) ৭৪

গ) ২

ঘ) ০

৫) m² + 6m/7 এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

ক) 9/49

খ) 6/7

গ) 1/7

ঘ) 8/7


1A. এক কথায় উত্তর দাও : 1 x 5 = 5 

1) 759846231 সংখ্যাটির লক্ষের স্থান পর্যন্ত আসন্নমান লেখো।

2) সূত্র ব্যবহার করে নির্ণয় করো: (3x-8y)²

3) একটি ত্রিভুজের কতটি শীর্ষবিন্দু থাকে?

4) ত্রিভুজের বাহু–কোণ–বাহু শর্তটি লিখে বোঝাও।

5) একটি ত্রিভুজের কয়টি মধ্যমা থাকে ?


২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: (২ × ৫ = ১০)

১) একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ নির্ণয় করো।

২) একটি বাস সকাল 7টা 30 মিনিটে রায়গঞ্জ থেকে রওনা হয়ে দুপুর 12টায় মালদায় পৌঁছাল। বাসটির গতিবেগ ঘণ্টায় 45 কিমি হলে রায়গঞ্জ থেকে মালদার দূরত্ব নির্ণয় করো।

৩) ঘণ্টায় 48 কিমি বেগে চলমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে একটি সুরঙ্গ পার হলো। সুরঙ্গের দৈর্ঘ্য কত?

৪) একটি আয়তক্ষেত্রাকার ঘরের দৈর্ঘ্য 30 মিটার ও প্রস্থ 18 মিটার। মেঝেতে ৩ ডেসিমিটার বাহু বিশিষ্ট বর্গ টালি লাগাতে হবে। মোট কতটি টালি লাগবে?

৫) একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এবং ক্ষেত্রফল 588 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য, প্রস্থ ও পরিসীমা নির্ণয় করো।


৩। নিচের প্রশ্নগুলির উত্তর দাও: (পাঁচটি) (3 × 5 = 15)

i) যদি (x + y) = 5 এবং (x – y) = 1 হয়, 8xy(x² + y)-এর মান লেখো,

ii) সূত্রের সাহায্যে মান নির্ণয় করো : (a + b + c) 2 – (a - b + c)2

iii) যদি a + b = √ab হয়, তবে দেখাও যে: a²/b + b²/a = ২√ab

iv) সূত্র ব্যবহার করে গুণফল প্রকাশ করো: 121x2 – 196y2

v) 4p2q2 + 28pqr + 49r2 কে পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো কখন, p = 2, q = -1 r = 3

vi) x কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো।


৪। নিচের প্রশ্নগুলির উত্তর দাও: 4 × 3 = 12 

i) একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান দুটি বাহুর দৈর্ঘ্য 8.4 সেমি এবং অন্তর্ভুক্ত কোণ 1200।

ii) একটি ত্রিভুজ আঁকো যার BC = 5 সেমি, ∠ABC = 35° এবং ∠ACB = 80°।

iii) একটি সমকোণী ত্রিভুজ আঁকো, যেখানে ∠BAC = 90°, BC = 8 সেমি এবং ∠ACB = 30°


৫।  যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : - 3 

(i)  নিচের তথ্য অনুযায়ী দ্বিস্তম্ভ চিত্র আঁকো: 

প্রিয় খেলা সপ্তম শ্রেণি অষ্টম শ্রেণি

ক্রিকেট ১২ ১৪

ফুটবল ১৪ ১৬

সাঁতার ১০

হকি ১১ ১২

(ii) নীচের পর্বত শৃঙ্গের উচ্চতা গুলি দেখি এবং ছক কাগজে 1 একক = 1000 মিটার উচ্চতা ধরে স্তম্ভলেখ তৈরি করি।

পর্বতশৃঙ্গের নাম গডউইন অস্টিন

কৈলাশ

নন্দাদেবী

অন্নপূর্ণা

উচ্চতা (মিটার প্রায়)

8610

6710

7825

8090



 সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের গণিত প্রশ্নপত্র

Class 7 Mathematics Second Unit Test Question 2025

Model Set – 2

2nd Summative Evaluation 2025 । দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025

বিষয় - গণিত । পূর্ণমান - 50। সময় -100 মিনিট   

1. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×3=3

(i) x2+49 এর সঙ্গে যে বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা মালা হবে সেটি হল- 

(a) 14

(b) 14x

(c) 14x বা - 14x

(d) 7x বা -7x

(ii) প্রদত্ত কোনটি ত্রিভুজের সর্ব সমতার শর্ত নয়-

(a) S-S-S

(b) S-S-A

(c) A A A

(d) R-H-S

(III) 3486749 এর শতক স্থান পর্যন্ত আসন্ন মান হবে

(a) 3486000

(b) 3487000 

(c) 3486700

(d) 3486800


2. সত্য / মিথ্যা নির্বাচন করো (পাঁচটি) : 1 x 5 = 5

1) 25 সংখ্যামালর বর্গমূল 5। 

ii) 8x ও 12x গাণিতিক পদ দুটি পরস্পর সদৃশ পদ।

ii) সমকোণ - অতিভুজ - বাহু ত্রিভুজের সবসমতার একটি শর্ত। 

iv) একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে বর্গক্ষেত্রের পরিসীমা 40 সেমি। 

v) 0.6548  এর দুই দশমিক পর্যন্ত্য আসন্নমান 0.65। 

vi) একটি সমবাহু ত্রিভুজের তিনটি উচ্চতা।


3. যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও : 5 x 3 = 15

i) দুটি ঋণাত্মক সংখ্যার গুনফল 14/15 এবং তাদের ভাগফল 35/24  হলে, সংখ্যা দুটি কী হবে তা নির্নয় করো।

ii) 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়। ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে।

iii) একটি বর্গাক্ষেত্রকার জমির ক্ষেত্রফল 6400 বর্গামিটার। প্রতি মিটারে 3.50 টাকা খরচ করে ওই জমির চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে। 

iv) কোন দশমিক সংখ্যাকে সেই দশমিক সংখ্যা দিয়ে গুন্ করলে গুনফল ১.1025 হবে তা নির্ণয় করো ?

v) 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান তা নির্ণয় করো ?

vi) 250 মিটার লম্বা একটি মালগাড়ি ঘণ্টায় 33 কিমি. বেগে এগিয়ে চলেছে। পিছন থেকে অন্য আর একটি লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘণ্টায় 60 কিমি. বেগে এসে মালগাড়িটিকে ধরার পর কত সময়ে সেটিকে অতিক্রম করবে হিসাব করি।


4. যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও : 3 × 5 = 15

i) বর্গ নির্নয় করো :  ab + xy

ii) a+  1/a = 8 হলে a2 + 1/a^2  = এর মান কত ?

iii) সূত্রে সাহায্যে গুন করো : (a2+b2)(a2-b2)(a4+b4) (a4- b4) 

iv) পূর্ণবর্গারে প্রকাশ করে ম্যান নির্ণয় করো : 64a2 + 64a + 1 যখন a = 1

v) 44 কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো।

vi) 5x +   1/x=6 হলে দেখাও যে ,25x2 +   1/x^2  = 26

vii) m -1/m = p -2  হলে দেখাও যে , m2 +   1/m^2  = p2 – 4p + 6


5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 4

(i) ABC একটি ত্রিভুজ আকো যার BC=5.5 সেমি, ∠ ABC =60° এবং ∠ ACB = 30° ।

(ii) একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.5 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভূক্ত কোন 100° ।


6. নিচের সংখ্যা গুলির দুই দশমিক স্থান  পর্যন্ত আসন্নমান নির্ণয় করো : 2 x 2 = 4 

i) √11   

ii) √15  


7. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও : - 2 x 2 = 4 

i) √(√(36/25)+√(81/100))   + √(27/9)   এর মান নির্ণয় করো ।

ii) √16+ √(36  )  এর চেয়ে  √25+ √81 কত বেশি হিসাব করি।

iii) কোন ক্ষুদ্রতম পূর্ণসংখ্যা দিয়ে ভাগ করলে ভগ্নাংশটি 320/121 পূর্ণ বর্গ হবে তা নির্ণয় করি।

 


একটি মন্তব্য পোস্ট করুন

2মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন