Higher Secondary Education Suggestion 2025 for 3rd Semester Exams
Info Educations-এ তোমাদের সকলকে স্বাগত! WBCHSE দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Info Educations নিয়ে এসেছে প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ 3 Set প্রশ্নপত্র। তৃতীয় সেমেস্টার পরীক্ষা শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে। তাই এখনই সময় প্রস্তুতির! পরীক্ষার আগে এই 3 Set প্রশ্নপত্র ভালোভাবে দেখে নাও— না দেখলে পরে কিন্তু আফসোস করবে! নিজের প্রস্তুতিকে আরও মজবুত করতে এখনই চেক করো সবার আগে Info Educations-এর সেরা সংগ্রহ!HS Class 12 Education Semester 3 Suggestion 2025 – Download Question Paper PDF
দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য Info Educations নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন Class 12 Education Text Book PDF New Syllabus অনুযায়ী সাজানো প্রস্তুতি। এখানে পাবে Class 12 Semester 3 Bengali Question Paper, Education mcq questions for class 12 semester 3 west bengal board, এবং Education mcq questions for class 12 semester 3 pdf–সহ আরও অনেক কিছু। WBCHSE-এর নতুন নিয়ম অনুযায়ী WBCHSE Class 12 Education Semester 3 Model Question অনুসরণ করে তৈরি হয়েছে প্রশ্ন ও উত্তর। দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র 2025 এখনই ডাউনলোড করো শিক্ষা বিজ্ঞান PDF Class 12 এবং উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার শিক্ষা বিজ্ঞান ডাউনলোড PDF Download। এছাড়াও পাওয়া যাবে Class 12 Semester 3 Education Question PDF ও Class 12 Semester 3 Education Syllabus।
দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর
Education MCQ Questions for Class 12 Semester 3
Set - 1
Class - 12 | Semester - 3
F.M - 40 | Time - 80 Minutes
A. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1 x 40 = 40
1. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি? –
(a) কোঠারি কমিশন
(b) রাধাকৃষ্ণন কমিশন
(c) মুদালিয়র কমিশন
(d) হান্টার কমিশন
2. মাধ্যমিক শিক্ষা কমিশনের একজন বিদেশি শিক্ষাবিদের নাম –
(a) এম টি ব্যাস
(b) কে জি সায়েদিন
(c) জন ক্রিস্টি
(d) কে এল শ্রীমালি
3. ভারতীয় শিক্ষা কমিশনের Working Group ছিল –
(a) 6টি
(b) 4টি
(c) 7টি
(d) 7টি
4. ‘কাসা-দাই-বামবিনি’-র অর্থ কি? –
(a) শিশু উদ্যান
(b) শিশু নিকেতন
(c) শিশু মন্দির
(d) শিশু আশ্রম
5. ‘শ্রীনিকেতন’ প্রতিষ্ঠা করেছিলেন –
(a) রামমোহন রায়
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) বিদ্যাসাগর
(d) বিবেকানন্দ
6. পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হল –
(a) কলিকাতা বিশ্ববিদ্যালয়
(b) যাদবপুর বিশ্ববিদ্যালয়
(c) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
(d) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
7. ত্রি-ভাষা সূত্রের সুপারিশ কোন কমিশন করেছিল? –
(a) স্যাডলার কমিশন
(b) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন
(c) ভারতীয় শিক্ষা কমিশন
(d) মাধ্যমিক শিক্ষা কমিশন
8. বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত একটি সংস্থা হল –
(a) CABE
(b) UGC
(c) VEC
(d) AICTE
9. ‘মন্তেসরি বিদ্যালয়’ কোন শিক্ষার সঙ্গে যুক্ত –
(a) প্রাথমিক শিক্ষা
(b) প্রাক্-প্রাথমিক শিক্ষা
(c) মাধ্যমিক শিক্ষা
(d) উচ্চ শিক্ষা
10. রুশো ছিলেন একজন –
(a) প্রকৃতিবাদী
(b) ভাববাদী
(c) প্রয়োগবাদী
(d) কোনোটি নয়
11. বুনিয়াদি শিক্ষার প্রবর্তক ছিলেন –
(a) রুশো
(b) ডিউই
(c) গান্ধীজি
(d) বিদ্যাসাগর
12. রবীন্দ্রনাথ ‘শান্তিনিকেতন’ প্রতিষ্ঠা করেন –
(a) ১৯০০ সালে
(b) ১৯০১ সালে
(c) ১৮৯৯ সালে
(d) ১৯০২ সালে
13. ‘বর্তমান ভারত’ গ্রন্থের রচয়িতা –
(a) বিবেকানন্দ
(b) বিদ্যাসাগর
(c) অরবিন্দ
(d) শরৎচন্দ্র
14. ‘ভক্তবৎসলম্’ কমিটি গঠিত হয় –
(a) ১৯৬১ খ্রিস্টাব্দে
(b) ১৯৬৩ খ্রিস্টাব্দে
(c) ১৯৬২ খ্রিস্টাব্দে
(d) ১৯৬৯ খ্রিস্টাব্দে
15. সংখ্যালঘুদের স্বাধিকার রক্ষার উল্লেখ আছে ভারতবর্ষের সংবিধানের কত নং ধারায় –
(a) ৪৫নং ধারা
(b) ২৯নং ধারা
(c) ২২ নং ধারা
(d) ১৬নং ধারা
16. ‘Exterior caste’ কাদের বলা হয়? –
(a) OBC-A
(b) ST
(c) SC
(d) General Cast
17. ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় –
(a) ১৯৪৮ সালে
(b) ১৯৫২ সালে
(c) ১৯৬৪ সালে
(d) ১৯৯০ সালে
18. স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তর দাও বেছে নাও –
বাম স্তম্ভ: - ডান স্তম্ভ:
(a) নারীশিক্ষার প্রসার - (i) কোঠারি কমিশন
(b) বিদ্যালয় গুচ্ছ গঠন - (ii) রাধাকৃষ্ণন, মুদালিয়র, কোঠারি কমিশন
(c) পাঠ্যক্রমে ৭টি প্রবাহ - (iii) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন
(d) ড. তারাচাঁদ - (iv) মুদালিয়র কমিশন
(A) a–ii, b–i, c–iv, d–iii
(B) a–i, b–ii, c–iv, d–iii
(C) a–iii, b–ii, c–i, d–iv
(D) a–iv, b–iii, c–ii, d–i
19. বিবৃতি:
(i) মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার্থীদের দৈনন্দিন বাড়ির কাজ (Home work)-এর উপর গুরুত্ব দিয়েছেন।
(ii) কিন্ডারগার্ডেন কথার অর্থ হল শিশু নিকেতন।
(A) (i) সত্য কিন্তু (ii) মিথ্যা
(B) (i) এবং (ii) উভয়ই সত্য
(C) (i) মিথ্যা কিন্তু (ii) সত্য
(D) (i) এবং (ii) উভয়ই মিথ্যা
20. জাতীয় শিক্ষানীতি ২০২০-তে যে মূল পাঁচটি প্রধান স্তম্ভের কথা বলা হয়েছে তা একটি বৃত্তে দেখানো হয়েছে, বৃত্তের ফাঁকা স্থানটি পূরণ করো –
(a) ন্যায্যতা
(b) উৎকর্ষতা
(c) মৈত্রিতা
(d) সামাজিকতা
Read More : - Geography 3rd Semester Question Paper 2025 for Class 12 WB Board | দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্নপত্র Sem - 3
21. ‘মেন্টাল ম্যাপ’ কোন শিক্ষার্থীদের জন্য ব্যবহার হয়? –
(a) বধিরদের
(b) দৃষ্টিহীনদের
(c) মূকদের
(d) অটিজমদের
22. মূক ও বধির শিশুদের শিক্ষাদানের মৌখিক পদ্ধতির প্রবর্তক –
(a) লুই ব্রেইল
(b) পেরিয়ার
(c) অ্যালকর্ন
(d) জুয়ান পাবলো বনে
23. অডিয়োমিটার নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় –
(a) অন্ধত্ব
(b) বধিরত্ব
(c) বায়ুর চাপ
(d) দেহের তাপ
24. বিবৃতি:
(A) ১৮৯০ খ্রিস্টাব্দে সর্বপ্রথম মূক-বধিরদের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে চেন্নাইয়ে।
(B) ১৮৯০ খ্রিস্টাব্দে কলকাতায় সর্বপ্রথম মূক ও বধিরদের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে।
(a) A–সত্য, B–মিথ্যা
(b) B–সত্য, A–মিথ্যা
(c) উভয়ই মিথ্যা
(d) উভয়ই সত্য
25. বিবৃতি: (A) অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হল সকলের জন্য শিক্ষা
কারণ (R) অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হল তপসিলি জাতির জন্য শিক্ষা।
(a) A এবং R উভয়ই সঠিক
(b) R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(c) A সঠিক কিন্তু R ভুল
(d) A ভুল কিন্তু R সঠিক
26. স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তর দাও –
বাম স্তম্ভ: - ডান স্তম্ভ:
(a) IQ 50–69 - (i) মধ্যম মাত্রায় প্রতিবন্ধকতা
(b) IQ 25–44 - (ii) মৃদু মাত্রার প্রতিবন্ধকতা
(c) IQ 35–49 - (iii) শিক্ষাদান যোগ্য মানসিক প্রতিবন্ধকতা
(d) IQ 45–75 - (iv) প্রশিক্ষণ যোগ্য মানসিক প্রতিবন্ধকতা
(A) a–ii, b–i, c–iii, d–iv
(B) a–iii, b–ii, c–iv, d–i
(C) a–i, b–iv, c–iii, d–ii
(D) a–iv, b–i, c–ii, d–iii
27. প্রদত্ত ছক থেকে ‘M’ কে শনাক্ত করো –
(a) মানসিক প্রতিবন্ধকতা
(b) পঠনগত প্রতিবন্ধকতা
(c) শ্রবণগত প্রতিবন্ধকতা
(d) শিক্ষন অক্ষমতা
28. ? চিহ্নিত অংশটি শনাক্ত করো –
(a) হাঁটতে অক্ষম
(b) দৃষ্টি প্রতিবন্ধকতা
(c) মূক
(d) বধির প্রতিবন্ধকতা
29. NCC এবং NSS হল এক ধরনের –
(a) শিক্ষা সংস্থা
(b) ধর্মীয় সংস্থা
(c) সামাজিক সেবামূলক সংস্থা
(d) স্বাস্থ্য সংস্থা
30.অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণের প্রয়োজন –
(a) পরিকাঠামো
(b) সুযোগের বৈষম্য
(c) অংশগ্রহণের বাধা
(d) বৈষম্যহীন পরিকাঠামো
31. ‘UNESCO’ শব্দের ‘E’ বর্ণটির দ্বারা কী বোঝানো হয়েছে –
(a) Equal
(b) Elementory
(c) Education
(d) Economics
32. শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তা –
(a) কোঠারি কমিশন
(b) ডেলরস কমিশন
(c) স্যাডলার কমিশন
(d) হার্টগ কমিশন
33. শিক্ষার অধিকার আইনটি পাশ হয় –
(a) 2009 খ্রিস্টাব্দে
(b) 2001 খ্রিস্টাব্দে
(c) 2002 খ্রিস্টাব্দে
(d) 2003 খ্রিস্টাব্দে
34. “Education for complete living” – কে বলেছেন? –
(a) ডিউই
(b) স্পেনসার
(c) ডেলরস
(d) রুশো
35. শ্রেণিকক্ষে ইতিবাচক মনোবিদ্যার মাধ্যম –
(a) প্রেষণা সঞ্চার করা
(b) বৃত্তি প্রদান করা
(c) স্বাস্থ্য পরীক্ষা করা
(d) সবগুলি ঠিক
36. সর্বজনীন প্রাথমিক শিক্ষায় প্রধানত কয়টি স্তর –
(a) 3টি
(b) 4টি
(c) 5টি
(d) 6টি
37. ভারতীয় সংবিধানে কত নং ধারায় 6–14 বছরের সমস্ত শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? –
(a) 45নং
(b) 46নং
(c) 47নং
(d) 48নং
38. অ্যাবাকাস – বিষয়ের শিক্ষার উপকরণ –
(a) গণিত
(b) ভূগোল
(c) ইংরেজি
(d) বিজ্ঞান
39. অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান প্রতিবন্ধকতা কী? –
(a) শিক্ষকের অভাব
(b) শিক্ষার্থীদের আগ্রহের অভাব
(c) পর্যাপ্ত শিক্ষার উপকরণ না থাকা
(d) আর্থিক সমস্যা
40. বিবৃতি:
(A) 2020 খ্রিস্টাব্দের মধ্যে 6–14 বছর বয়সি সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি করার ব্যবস্থা করা
(B) 2003 খ্রিস্টাব্দের মধ্যে 8–14 বছর বয়সি সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা।
(a) A সত্য, B মিথ্যা
(b) B সত্য, A মিথ্যা
(c) উভয়ই সত্য
(d) উভয়ই মিথ্যা
HS Education Semester 3 Question Paper 2025 | Class 12 Education Exam
HS Education 3rd Semester Question Paper 2025
Set - 2
Class - 12 | Semester - 3
F.M - 40 | Time - 80 Minutes
সঠিক উত্তরটি বাছাই কর : - 1 x 40 = 40
1. ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম হল—
(a) মুদালিয়র কমিশন
(b) রাধাকৃষ্ণাণ কমিশন
(c) কোঠারি কমিশন
(d) হান্টার কমিশন
2. NCRHE-এর সম্পূর্ণ নাম কী?
(a) National Central for Rural Higher Education
(b) National Council for Rural Heard Education
(c) National Council for Rural Higher Education
(d) National Council for Realized Higher Education
3. মুদালিয়র কমিশন ঐচ্ছিক পাঠ্যক্রমের বিভিন্ন পাঠ্যবিষয়গুলিকে — মূল প্রবাহে ভাগ করেছেন—
(a) নয়টি
(b) ছয়টি
(c) চারটি
(d) সাতটি
4. নীচের স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো—
A-স্তম্ভ - B-স্তম্ভ
I. কোঠারি কমিশন - (a) 1948-49
II. বিশ্ববিদ্যালয় কমিশন - (b) 1952-53
III. মুদালিয়র কমিশন - (c) 1956
IV. গ্রামীণ উচ্চশিক্ষা জাতীয় পর্ষদ - (d) 1964-66
(A) 1(d), 2(c), 3(a), 4(b)
(B) 1(d), 2(a), 3(b), 4(c)
(C) 1(a), 2(b), 3(c), 4(d)
(D) 1(b), 2(a), 3(c), 4(d)
5. AI-এর সম্পূর্ণ নাম কী?
(a) Artificial Intelleet
(b) Artificial Intettignice
(c) Art and Intelleet
(d) Artical and Intelligence
6. ‘নবোদয় বিদ্যালয়’ কোন শিক্ষা স্তরের উন্নয়ণ প্রকল্প?
(a) প্রাক্-প্রাথমিক শিক্ষাস্তর
(b) উচ্চশিক্ষাস্তর
(c) মাধ্যমিক শিক্ষাস্তর
(d) প্রাথমিক শিক্ষাস্তর
7. নীচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও—
প্রতি পাঁচ বছর অন্তর শিক্ষানীতির কতটা বাস্তবায়ন ঘটলো তার ফলাফল খতিয়ে দেখা। তাছাড়া স্বল্পসময়ের ব্যবধানে গুণাগুণ বিচার করার ব্যবস্থা গ্রহণ।
ওপরের ঘটনাবলীর সঙ্গে নিম্নের কোটির সম্পর্ক রয়েছে?
(a) শিক্ষা ব্যবস্থা
(b) সম্পদ ও পুনঃপরীক্ষা
(c) পর্যালোচনা
(d) ভবিষ্যৎ
8. গণতন্ত্রের একটি শক্তিশালী স্তম্ভ হল—
(a) স্বাধীনতা
(b) অর্থ
(c) বিচলন
(d) সাম্য
9. কত খ্রিস্টাব্দে নারীশিক্ষার জাতীয় কমিটি গঠিত হয়?
(a) 1958
(b) 1963
(c) 1960
(d) 1961
10. কে বলেছেন তপশিলি উপজাতি হল স্থানীয় জনগোষ্ঠী যারা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে?
(a) ডি. এন. মজুমদার
(b) গিলিন
(c) ডিউই
(d) অ্যাডসন
11. শিক্ষাবিদদের জন্ম খ্রিস্টাব্দ অনুযায়ী ক্রমানুসারে নীচের কোনটি সঠিক?
(a) গান্ধীজি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রুশো
(b) বিবেকানন্দ, রুশো, গান্ধীজি, রবীন্দ্রনাথ
(c) রুশো, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, গান্ধীজি
(d) রুশো, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, গান্ধীজি
12. রবীন্দ্রনাথ ঠাকুর ‘পরমগুরু’ উপাধি পান কোথা থেকে?
(a) সংস্কৃত কলেজ
(b) হিন্দু বিশ্ববিদ্যালয়
(c) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
(d) সুইডিস বিজ্ঞান অ্যাকাডেমি
13. “ওঠো, জাগো এবং লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না” — একথা বলেন—
(a) রবীন্দ্রনাথ
(b) বিদ্যাসাগর
(c) বিবেকানন্দ
(d) গান্ধীজি
14. যুবদিবস পালন করা হয়—
(a) 11 জানুয়ারি
(b) 12 জানুয়ারি
(c) 13 জানুয়ারি
(d) 14 জানুয়ারি
15. কার মতে “দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশই হল শিক্ষা”?
(a) বিবেকানন্দ
(b) বিদ্যাসাগর
(c) রবীন্দ্রনাথ
(d) গান্ধীজি
16. গান্ধীজিকে ‘মহাত্মা’ উপাধি দিয়েছিলেন—
(a) বিবেকানন্দ
(b) অরবিন্দ
(c) বিদ্যাসাগর
(d) রবীন্দ্রনাথ
17. শিশু শিক্ষার ‘জনক’ বলা হয়—
(a) বিদ্যাসাগরকে
(b) রবীন্দ্রনাথকে
(c) রুশোকে
(d) ডিউইকে
Read More : - WBCHSE Class 12 History 3rd Semester Questions & Answers – WBCHSE PDF Download | দ্বাদশ শ্রেণী ইতিহাস সাজেশান
18. রুশোর মতে, শিক্ষাজগতে শিক্ষকের স্থান কেমন?
(a) শূন্য
(b) গৌণ
(c) পিতার ন্যায়
(d) ভগবানের মতো
19. বিবৃতিগুলি সত্য ও মিথ্যা হিসেবে নির্বাচন করো—
(A) জন ডিউইর মতে, বিদ্যালয় হল একটি সরল, মার্জিত, সুষম সমাজ।
(B) রুশোর প্রকৃতিবাদ দর্শনের মূল কথা হল স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা।
(C) গান্ধীজি সর্বোদয় সমাজ গঠনের মাধ্যমে রামরাজ্য গড়ে তুলতে চেয়েছিলেন।
(D) বিবেকানন্দের মতে সর্বশিক্ষা ও প্রশিক্ষণের চূড়ান্ত লক্ষ্য হল মানুষ তৈরি করা।
(a) সত্য, মিথ্যা, সত্য, মিথ্যা
(b) মিথ্যা, সত্য, মিথ্যা, সত্য
(c) সত্য, সত্য, মিথ্যা, মিথ্যা
(d) সত্য, সত্য, সত্য, সত্য
20. জন ডিউই'র শিক্ষাচিন্তার মূল কথা কী?
(a) উপযোগিতা
(b) চিন্তা
(c) কর্ম
(d) চিন্তা ও কর্ম
21. ইংল্যান্ডে কোন খ্রিস্টাব্দে ‘Mental Deficiency Act’ হয়?
(a) 1927
(b) 1928
(c) 1935
(d) 1949
22. ভিন্নতরভাবে সক্ষম শিশুদের শিক্ষা সহায়ক উপকরণ হল—
(a) চক
(b) ব্ল্যাকবোর্ড
(c) PPT
(d) Talking Book
23. কোন মনোবিজ্ঞানীর মতে, যে সমস্ত শিশুর বুদ্ধ্যাঙ্ক (IQ) 137 বা তার বেশি তাদের বলা হয় বুদ্ধিদীপ্ত শিশু?
(a) ব্রিটিশ
(b) ফরাসি
(c) আমেরিকার
(d) ভারতীয়
24. নীচের স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো—
স্তম্ভ-A স্তম্ভ-B
(a) জুয়ান প্যাবলো বে - (1) শারীরবৃত্তীয় পদ্ধতি
(b) পিরিয়ার - (2) কম্পন ও স্পর্শ পদ্ধতি
(c) কেটি অলকর্ণ ও সেফিয়া অলকর্ণ - (3) মৌখিক পদ্ধতি
(d) সেগুইন -(4) সঞ্চালনমূলক পদ্ধতি
(a) 1(a), 2(b), 3(c), 4(d)
(b) 1(b), 2(c), 3(d), 4(a)
(c) 1(c), 2(d), 3(b), 4(a)
(d) 1(d), 2(b), 3(a), 4(c)
25. ব্রেইল পদ্ধতি চালু হয় কত খ্রিস্টাব্দে?
(a) 1920
(b) 1820
(c) 1810
(d) 1829
26. ‘অক্টেভ ব্যান্ড’ নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়?
(a) বধিরত্ব
(b) অন্ধত্ব
(c) তোতলামি
(d) বিকলাঙ্গত্ব
27. শিখন অক্ষম শিক্ষার্থীদের শিক্ষাদানের দ্বিতীয় ধাপ হল—
(a) শনাক্তকরণ
(b) শিশুর মূল্যায়ন
(c) যোগ্যতা নির্ণয়
(d) সভার রিপোর্ট প্রদান
28. সকল জনগণকে একত্রে নিয়ে কাজ করা যার দ্বারা সকলেই উপকৃত হতে পারে এবং সকলের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা গড়ে ওঠে—
(a) অন্তর্ভুক্তিকরণ
(b) সংহতিবোধ জাগরণ
(c) অহংবোধ জাগরণ
(d) কোনোটিই নয়
29. IEDC-এর সম্পূর্ণ নাম কী?
(a) Integrated Educational for Disable Children
(b) Integrated Education for Disable Children
(c) Integrated Education for Disabled Children
(d) Integrated Education for Disable Child
30. কত খ্রিস্টাব্দ থেকে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়?
(a) 1986
(b) 1990
(c) 1985
(d) 1992
31. UNESCO কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
(a) 1945, 5 জুন
(b) 1945, 13 জুন
(c) 1945, 16 নভেম্বর
(d) 1945, 15 আগস্ট
32. “জীবিত ও মৃতের মধ্যে যা তফাত, শিক্ষিত ও অশিক্ষিতের মধ্যে তাই তফাত”— উক্তিটি করেন—
(a) রবীন্দ্রনাথ
(b) বিবেকানন্দ
(c) জন ডিউই
(d) অ্যারিস্টটল
33. স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো—
A-স্তম্ভ B-স্তম্ভ
(i) জানার জন্য শিক্ষা - (a) বিবেক ও মনুষত্বের বিকাশ
(ii) কর্মের জন্য শিক্ষা - (b) ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগরণ
(iii) একত্রে বসবাসের জন্য শিক্ষা - (c) কর্মদক্ষতার বিকাশ
(iv) মানুষ হওয়ার জন্য শিক্ষা - (d) বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে জানা
(A) i-a, ii-b, iii-c, iv-d
(B) i-b, ii-c, iii-d, iv-a
(C) i-d, ii-c, iii-b, iv-a
(D) i-c, ii-d, iii-a, iv-b
34. পরিবেশ শিক্ষা সম্পর্কে ‘বেলগ্রেড সম্মেলন’ কোন ধরনের সম্মেলন?
(a) আন্তর্জাতিক সম্মেলন
(b) জাতীয় সম্মেলন
(c) রাজ্য সম্মেলন
(d) আঞ্চলিক সম্মেলন
35. সর্বজনীন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটি বড়ো বাধা হল—
(a) তপশিলি জনসংখ্যা
(b) তপশিলি উপজাতি
(c) অপচয় ও অনুন্নয়ন
(d) কোনোটিই নয়
36. ‘শিক্ষার অধিকার’ কার্যকরী হয়—
(a) 2008
(b) 2011
(c) 2009
(d) 2010
37. কোনো রাষ্ট্রের শিক্ষার মূল ভিত্তি কোনটি?
(a) প্রাক্-প্রাথমিক শিক্ষা
(b) প্রাথমিক শিক্ষা
(c) মাধ্যমিক শিক্ষা
(d) উচ্চশিক্ষা
38. সকলের জন্য শিক্ষার নীতি কোনটি?
(a) শিক্ষার গুণগত মানোন্নয়ন
(b) লিঙ্গ বৈষম্য দূর
(c) অবৈতনিক শিক্ষা
(d) সবকটি
39. ইতিবাচক মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয়?
(a) অ্যারিস্টটল
(b) আব্রাহাম মাসলো
(c) মার্টিন সেলিগম্যান
(d) ফ্রয়েবেল
40. মানুষের উন্নতি ও সুস্থতার বৈজ্ঞানিক অধ্যায়নকে কী বলা হয়?
(a) মনোবিজ্ঞান
(b) শিক্ষা মনোবিজ্ঞান
(c) ইতিবাচক মনোবিজ্ঞান
(d) শিশু মনোবিজ্ঞান
Enter Your Comment