Class 12 History Semester 3 Suggestion with Answers 2025
Info Educations-এ তোমাদের সকলকে স্বাগত! WBCHSE দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Info Educations নিয়ে এসেছে প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ 2 Set প্রশ্নপত্র। তৃতীয় সেমেস্টার পরীক্ষা শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে। তাই এখনই সময় প্রস্তুতির! পরীক্ষার আগে এই 2 Set প্রশ্নপত্র ভালোভাবে দেখে নাও— না দেখলে পরে কিন্তু আফসোস করবে! নিজের প্রস্তুতিকে আরও মজবুত করতে এখনই চেক করো সবার আগে Info Educations-এর সেরা সংগ্রহ!
WBCHSE Class 12 History (3rd Semester) Question Paper – Complete Guide & MCQ Practice
দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য Info Educations নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন Class 12 History Text Book PDF New Syllabus অনুযায়ী সাজানো প্রস্তুতি। এখানে পাবে West Bengal Board HS Question Papers with Solutions PDF, CHS History Question Paper Answer 2025, এবং Class 12 History MCQs & Question Answer –সহ আরও অনেক কিছু। WBCHSE-এর নতুন নিয়ম অনুযায়ী Class 12 3rd Semester History Syllabus West Bengal Board অনুসরণ করে তৈরি হয়েছে প্রশ্ন ও উত্তর। দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ইতিহাস প্রশ্নপত্র 2025 এখনই ডাউনলোড করো ইতিহাস PDF Class 12 এবং উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস ডাউনলোড PDF Download। এছাড়াও পাওয়া যাবে WBCHSE Class 12 History Semester 3 Model Question Answer PDF ও HS Class 12 History 3rd Semester Suggestion।
দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার ইতিহাস প্রশ্নের উত্তর
West Bengal Board Class 12 3rd Semester History
Set - 1
Class - 12 | Semester - 3
F.M - 40 | Time - 80 Minutes
বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×40=40
১. ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন —
(a) আরব
(b) আফগানিস্তান
(c) ওমান
(d) মরক্কো
২. নিকলো মানুচি কার সময়ে ভারতে আসেন —
(a) বাবর
(b) হুমায়ুন
(c) আকবর
(d) শাহজাহান
৩. ফরাসী পর্যটক বানিয়ে পেশায় ছিলেন একজন —
(a) ডাক্তার
(b) উকিল
(c) নাবিক
(d) স্থপতিবিদ
৪. ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসাবে টমাস রো ভারতে আসেন —
(a) 1605 খ্রিস্টাব্দে
(b) 1610 খ্রিস্টাব্দে
(c) 1615 খ্রিস্টাব্দে
(d) 1620 খ্রিস্টাব্দে
৫. বাহমনী রাজ্যের প্রথম রাজধানী ছিল —
(a) হায়দ্রাবাদ
(b) গুলবর্গা
(c) কটক
(d) সুরাট
৬. কৃষ্ণদেব রায় যে বংশের সম্রাট ছিলেন —
(a) সঙ্গম
(b) সালুভ
(c) তুলুভ
(d) অরবিডু
৭. পঞ্চদশ শতকের শেষদিকে বাহমনী রাজ্য কয়টি ভাগে বিভক্ত হয় —
(a) তিনটি
(b) চারটি
(c) পাঁচটি
(d) ছয়টি
৮. দোঁহা কে রচনা করেন —
(a) আকবর
(b) রামানন্দ
(c) মীরাবাঈ
(d) কবীর
৯. ‘বিশিষ্টাদ্বৈত’ মতবাদের প্রচারক হলেন —
(a) রামানুজ
(b) কবীর
(c) শ্রীচৈতন্যদেব
(d) বল্লভাচার্য
১০. ভারতে চিস্তি সুফিবাদের প্রথম প্রচারক হলেন —
(a) সেলিম চিস্তি
(b) মইনউদ্দিন চিস্তি
(c) রুকনউদ্দিন চিস্তি
(d) পীর চিস্তি
১১. সুফি সাধকদের বিভিন্ন গোষ্ঠীগুলিকে কি বলা হত —
(a) সমা
(b) খানকাহ্
(c) ফণা
(d) সিলসিলা
১২. বিহারে কোন সুফিবাদ বিশেষভাবে প্রভাব বিস্তার করেছিল —
(a) চিস্তি
(b) সুহরাওয়ার্দি
(c) ফিরদৌসিয়া
(d) নকশবন্দী
১৩. কে নগরসংকীর্তন প্রথার প্রবর্তন করেন —
(a) বল্লভাচার্য
(b) রামানন্দ
(c) শ্রীচৈতন্যদেব
(d) রামানুজ
১৪. ভক্তিবাদী বল্লভাচার্য কার উপাসনা করতেন —
(a) শ্রীরামচন্দ্র
(b) শ্রীকৃষ্ণ
(c) দুর্গামাতা
(d) শ্রীরাধিকা
১৫. ‘চৈতন্যচরিতামৃত’ গ্রন্থটি রচনা করেন —
(a) কৃষ্ণদাস কবিরাজ
(b) তুলসিদাস
(c) রামপাল
(d) জয়দেব
১৬. বিজয়নগর রাজ কৃষ্ণদেব রায়ের রাজসভা অলঙ্কৃত করতেন —
(a) ত্রিরত্ন
(b) পঞ্চপাণ্ডব
(c) সপ্তঋষি
(d) অষ্টদিগ্গজ
১৭. বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন —
(a) কলিম শাহ
(b) আদীল শাহ
(c) বাহমন শাহ
(d) মহম্মদ বিন-তুঘলক
১৮. ‘অন্ধ্রকবিতার পিতামহ’ হলেন —
(a) মানুচি
(b) হরিহর
(c) পেড্ডান
(d) বুক্কা
১৯. বিজয়নগরে নাগলপুর নগরটি প্রতিষ্ঠা করেন —
(a) হরিহর
(b) বুক্কা
(c) পেড্ডান
(d) কৃষ্ণদেব রায়
২০. বিজয়নগর রাজ্যটির প্রতিষ্ঠা হয় —
(a) 1326 খ্রিস্টাব্দে
(b) 1336 খ্রিস্টাব্দে
(c) 1346 খ্রিস্টাব্দে
(d) 1356 খ্রিস্টাব্দে
২১. আমেরিকা মহাদেশটি প্রথম আবিষ্কৃত হয় —
(a) 1472 খ্রিস্টাব্দে
(b) 1482 খ্রিস্টাব্দে
(c) 1492 খ্রিস্টাব্দে
(d) 1498 খ্রিস্টাব্দে
২২. ‘রেড ইন্ডিয়ান’ নামে পরিচিত —
(a) ভারতের মানুষ
(b) কাশ্মীরের মানুষ
(c) আমেরিকার মানুষ
(d) আফ্রিকার মানুষ
২৩. অ্যাডাম স্মিথ ছিলেন যে দেশের —
(a) কানাডা
(b) ইংল্যান্ড
(c) ফ্রান্স
(d) রাশিয়া
২৪. ‘নতুন বিশ্ব’ বা ‘New World’ শব্দটি প্রথম ব্যবহার করেন —
(a) মার্কোপোলো
(b) কলম্বাস
(c) লিপম্যান
(d) আমেরিগো ভেসপুচি
২৫. ‘ইন্কা’ সভ্যতা কে ধ্বংস করেন —
(a) কলম্বাস
(b) হার্মান্দো কোর্টেস
(c) ফ্রান্সিসকো পিজারো
(d) ভেসপুচি
২৬. ‘Finance Capital’ গ্রন্থের লেখক কে —
(a) হিলফারডিং
(b) হবসন
(c) লেনিন
(d) কিপলিং
Read More : - WBCHSE Class 12 Semester 3 Bengali MCQ Question Paper PDF (2025) | দ্বাদশ শ্রেণীর বাংলা প্রশ্নপত্র
২৭. ‘যোগ্যতমের উদ্বর্তন’ তত্ত্বটি প্রচার করেন —
(a) ল্যামার্ক
(b) লেনিন
(c) অ্যারিস্টটল
(d) চার্লস ডারউইন
২৮. প্রথম ইঙ্গ-চীন যুদ্ধ হয় —
(a) 1829 খ্রিস্টাব্দে
(b) 1839 খ্রিস্টাব্দে
(c) 1849 খ্রিস্টাব্দে
(d) 1859 খ্রিস্টাব্দে
২৯. তিয়েনসিন-এর সন্ধি হয় —
(a) 1838 খ্রিস্টাব্দে
(b) 1848 খ্রিস্টাব্দে
(c) 1858 খ্রিস্টাব্দে
(d) 1868 খ্রিস্টাব্দে
৩০. ‘চীনা তরমুজের খণ্ডিকরণ’ শব্দটি ব্যবহার করেছেন —
(a) সুয়ান জিং
(b) ভিন্যাক
(c) জন হে
(d) ম্যাথু পেরি
৩১. নিজেদের টিউটনিক জাতির অংশ বলে মনে করত —
(a) ফরাসীরা
(b) জার্মানরা
(c) চীনারা
(d) তুরস্কবাসীরা
৩২. বন্দিবাসের যুদ্ধ হয়েছিল —
(a) 1750 খ্রিস্টাব্দে
(b) 1760 খ্রিস্টাব্দে
(c) 1770 খ্রিস্টাব্দে
(d) 1780 খ্রিস্টাব্দে
৩৩. আমিনী কমিশন কবে গঠিত হয় —
(a) 1774 খ্রিস্টাব্দে
(b) 1776 খ্রিস্টাব্দে
(c) 1778 খ্রিস্টাব্দে
(d) 1780 খ্রিস্টাব্দে
৩৪. ভারতে প্রথম রেগুলেটিং আইন কত সালে প্রণীত হয় —
(a) 1763 খ্রিস্টাব্দে
(b) 1767 খ্রিস্টাব্দে
(c) 1779 খ্রিস্টাব্দে
(d) 1773 খ্রিস্টাব্দে
৩৫. ভারতে প্রথম রেলপথ কত খ্রিস্টাব্দে প্রচলন হয় —
(a) 1853 খ্রিস্টাব্দে
(b) 1856 খ্রিস্টাব্দে
(c) 1858 খ্রিস্টাব্দে
(d) 1860 খ্রিস্টাব্দে
৩৬. 1813 সালের সনদ আইনে ভারতের শিক্ষাখাতে যে টাকা ব্যয়ের কথা বলা হয় সেই টাকা কবে প্রথম ব্যবহার হয় —
(a) 1815 খ্রিস্টাব্দে
(b) 1817 খ্রিস্টাব্দে
(c) 1819 খ্রিস্টাব্দে
(d) 1835 খ্রিস্টাব্দে
৩৭. কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয় —
(a) 1856 খ্রিস্টাব্দে
(b) 1858 খ্রিস্টাব্দে
(c) 1860 খ্রিস্টাব্দে
(d) 1862 খ্রিস্টাব্দে
৩৮. প্রথম ভারতীয় I.C.S হলেন —
(a) জগদীশচন্দ্র বসু
(b) লোকমান্য তিলক
(c) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(d) রানাডে
৩৯. বাংলার শেষ গভর্নর কে ছিলেন —
(a) লর্ড ক্লাইভ
(b) ওয়ারেন হেস্টিংস
(c) উইলিয়াম বেন্টিঙ্ক
(d) লর্ড হার্ডিঞ্জ
৪০. সূর্যাস্ত আইন কোন ঘটনার সঙ্গে যুক্ত —
(a) মহলওয়ারি ব্যবস্থা
(b) রায়তওয়ারি ব্যবস্থা
(c) চিরস্থায়ী ব্যবস্থা
(d) ভাইয়াচারী ব্যবস্থা
৪১. ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন —
(a) ওয়ারেন হেস্টিংস
(b) স্যার নর্থব্রুক
(c) স্যার মুলার
(d) স্যার এলিজা ইম্পে
ক্লাস 12 (HS) ইতিহাস 3য় সেমিস্টার সাজেশন 2025
Class XII 3rd Semester History Questions 2025
Set - 2
Class - 12 | Semester - 3
F.M - 40 | Time - 80 Minutes
বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×40=40
1. বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন –
(a) কৃষ্ণদেব রায়
(b) হরিহর ও বুক্কা
(c) তৃতীয় শ্রীরঙ্গ
(d) অচ্যুত দেবরায়
2. ‘নিকোলা কন্টি’ কোন দেশের পর্যটক ছিলেন? –
(a) ইংল্যান্ড
(b) ইতালি
(c) পর্তুগাল
(d) আমেরিকা
3. ‘হিন্দুস্থানের তোতাপাখি’ নামে পরিচিত ছিলেন –
(a) আমির খসরু
(b) বলবন
(c) আবুল ফজল
(d) চন্ডীদাস
4. ‘তহফক-ই-হিন্দ’ কার লেখা? –
(a) বদাউনি
(b) আলবিরুণি
(c) গুলবদন বেগম
(d) আবুল ফজল
5. ‘ইক্তা ব্যবস্থা’ চালু করেছিলেন –
(a) আলাউদ্দীন খলজি
(b) বলবন
(c) ইলতুৎমিস
(d) ফিরোজ শাহ তুঘলক
6. ‘মনসবদারি প্রথা’ প্রবর্তন করেন –
(a) আকবর
(b) বাবর
(c) শাহজাহান
(d) হুমায়ুন
7. ‘পেশোয়া’ শব্দের অর্থ কী? –
(a) মুখ্যমন্ত্রী
(b) প্রধানমন্ত্রী
(c) অর্থমন্ত্রী
(d) আইনমন্ত্রী
8. বাংলায় ‘কৌলিন্য প্রথা’ প্রবর্তন করেছিলেন –
(a) সামন্ত সেন
(b) লক্ষণ সেন
(c) রামপাল
(d) বল্লাল সেন
9. ‘দীন-ই-ইলাহি’ প্রবর্তন করেছিলেন –
(a) শেরশাহ
(b) বাবর
(c) আকবর
(d) ঔরঙ্গজেব
10. ‘কিরাতার্জুনীয়’ কাব্যটি কে রচনা করেছিলেন? –
(a) শুদ্রক
(b) ভারবী
(c) কৌটিল্য
(d) বিশাখ দত্ত
11. ‘মৌথিলী কোকিল’ নামে অভিহিত করা হয় কাকে? –
(a) বিদ্যাপতি
(b) চন্ডীদাস
(c) সন্ধ্যাকর নন্দী
(d) তুলসী দাস
12. কোন শাসকের রাজত্বকালে ‘বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়’ তৈরি হয়? –
(a) রামপাল
(b) ধর্মপাল
(c) লক্ষণ সেন
(d) চন্দ্রগুপ্ত মৌর্য
13. শূন্যস্থান পূরণ করো –
___________আমলে ‘রামায়ণ’ ও ‘মহাভারত’ বাংলায় অনুবাদ করা হয়।
(a) রাজা গণেশের
(b) নসরৎ শাহের
(c) মামেলুক সুলতানদের
(d) হোসেন শাহের
14. ‘নালন্দা’ শব্দটির অর্থ –
(a) জ্ঞান
(b) আলো
(c) অন্ধকার
(d) শিক্ষা
15. ‘ছোটো সোনা মসজিদ’ ও ‘বড়ো সোনা মসজিদ’ অবস্থিত –
(a) গৌড়ে
(b) নদীয়ায়
(c) মুর্শিদাবাদে
(d) বর্ধমানে
Read More : - Class 12 Sem 3 Political Science MCQ Paper 2025 – WBCHSE PDF Download | দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা 2025
16. ‘গ্রন্থসাহেব’ কোন ধর্মাবলম্বী মানুষের পবিত্র ধর্মগ্রন্থ? –
(a) বৌদ্ধ ধর্মাবলম্বীদের
(b) শিখ ধর্মাবলম্বীদের
(c) জৈন ধর্মাবলম্বীদের
(d) আজীবক ধর্মাবলম্বীদের
17. ‘বক্তিয়ার খিলজি’ ছিলেন একজন –
(a) ভক্তিবাদী সাধক
(b) সুফি সাধক
(c) জৈন সাধক
(d) শিখ ধর্ম প্রচারক
18. বিখ্যাত ‘চার মিনার’ তৈরি করেছিলেন কোন বংশের রাজত্বকালে? –
(a) ইলিয়াস শাহী
(b) হুসেন শাহী
(c) কুতুব শাহী
(d) মুঘল আমল
19. ‘চৌথ’ ও ‘সরদেশমুখি’ কর আদায় করতেন –
(a) সুলতানি শাসকরা
(b) মুঘলরা
(c) বাংলার শাসকরা
(d) মারাঠারা
20. ‘হাম্পি’ কোন রাজাদের রাজধানী ছিল? –
(a) বিজয়নগর
(b) বাহমনী সাম্রাজ্য
(c) পাল রাজাদের
(d) পল্লব রাজাদের
21. পর্তুগিজরা কোন মশলাকে ‘ব্ল্যাক গোল্ড’ বলত? –
(a) লবঙ্গ
(b) এলাচ
(c) গোলমরিচ
(d) দারুচিনি
22. ‘ভাস্কো-ডা-গামা’ কত সালে কালিকট বন্দরে পৌঁছান? –
(a) 1497 খ্রিস্টাব্দে
(b) 1498 খ্রিস্টাব্দে
(c) 1496 খ্রিস্টাব্দে
(d) 1499 খ্রিস্টাব্দে
23. “সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের সর্ব্বোচ্চ স্তর” কথাটির প্রবক্তা কে? –
(a) স্তালিন
(b) ক্রুশ্চেভ
(c) লেনিন
(d) চার্চিল
24. ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ বলা হয় –
(a) এশিয়াকে
(b) ইউরোপকে
(c) আফ্রিকাকে
(d) আমেরিকাকে
25. ‘দূর প্রাচ্য’ বলতে সাধারনত বোঝায় –
(a) চীন ও জাপানকে
(b) জাপান ও রাশিয়াকে
(c) চীন ও নেপালকে
(d) নেপাল ও ভুটানকে
26. ‘পিকিং চুক্তি’ কত সালে স্বাক্ষরিত হয়? –
(a) 1760 খ্রিস্টাব্দে
(b) 1860 খ্রিস্টাব্দে
(c) 1758 খ্রিস্টাব্দে
(d) 1862 খ্রিস্টাব্দে
27. ‘নতুন বিশ্ব’ কথাটি প্রথম ব্যবহার করেছিলেন –
(a) আমেরিগো ভেসপুচি
(b) বার্থোলোমিউ ডিয়াজ
(c) মার্কোপোলো
(d) নিকোলো কান্টি
28. ‘ওয়েলথ অফ নেশন’ গ্রন্থটি কার লেখা? –
(a) ব্রুকস অ্যাডামস
(b) অ্যাডাম স্মিথ
(c) ডঃ বিপানচন্দ্র
(d) মারশ ডবসন মরিশ
29. ভারতের ‘আধুনিক পুলিশ ব্যবস্থার জনক’ বলা হয় –
(a) রবার্ট ক্লাইভ
(b) লর্ড ওয়েলেসলি
(c) ওয়ারেন হেস্টিংস
(d) লর্ড কর্ণওয়ালিস
30. বাংলায় ‘দ্বৈত শাসন ব্যবস্থা’র প্রবর্তক হলেন –
(a) ওয়ারেন হেস্টিংস
(b) চার্লস মেটকাফ
(c) লর্ড ক্যানিং
(d) রবার্ট ক্লাইভ
31. ভারতের ‘প্রথম রেলপথ’ গড়ে উঠে –
(a) বোম্বে থেকে থানে পর্যন্ত
(b) বোম্বে থেকে গোয়া পর্যন্ত
(c) বোম্বে থেকে ঢাকা পর্যন্ত
(d) বোম্বে থেকে কলকাতা পর্যন্ত
32. ‘মশলা দ্বীপপুঞ্জ’ নামে পরিচিত –
(a) ইন্দোনেশিয়া এবং মালাক্কা
(b) আন্দামান ও নিকোবার
(c) মালয়
(d) সিংহল
33. ‘বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস’ কোম্পানি প্রতিষ্ঠা করেন –
(a) মহেন্দ্রলাল সরকার
(b) আচার্য প্রফুল্লচন্দ্র রায়
(c) জগদীশচন্দ্র বসু
(d) ডাঃ নীলরতন সরকার
34. ‘এলিজা ইম্পে’ ছিলেন –
(a) পুলিশ বিভাগের প্রধান
(b) সেনা প্রধান
(c) সমাজ সংস্কারক
(d) প্রধান বিচারপতি
35. ‘সশস্ত্র সাম্রাজ্যবাদের যুগ’ কোন সময়কালকে বলা হয়? –
(a) 1870 থেকে 1914 পর্যন্ত
(b) 1770 থেকে 1870 পর্যন্ত
(c) 1875 থেকে 1920 পর্যন্ত
(d) 1757 থেকে 1857 পর্যন্ত
শূন্যস্থান পূরণ করো (যে কোন চারটি)
36. ‘শ্বেতাঙ্গদের বোঝা’ তত্ত্বটির প্রবক্তা হলেন –
(a) কিপলিং
(b) চার্চিল
(c) ডালহৌসি
(d) নেপোলিয়ন
37. উন্মুক্ত দ্বার নীতি ঘোষিত হয়েছিল — দেশে।
(a) জাপান
(b) ভারত
(c) চীন
(d) কোরিয়া
38. কে মারাঠা রাজনীতির ম্যাকিয়াভেলি বলা হয়? –
(a) বালাজি বাজিরাও
(b) নানা ফড়নবিশ
(c) নানা সাহেব
39. সিংহল — দের উপনিবেশ ছিল।
(a) ডাচ্
(b) ইংরেজ
(c) ফরাসি
(d) পর্তুগীজ
40. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন –
(a) ওয়ারেন হেস্টিংস
(b) লর্ড ক্লাইভ
(c) লর্ড কর্নওয়ালিস
(d) লর্ড ওয়েলেসলি
Enter Your Comment