WBBSE Class 6 Science 3rd Unit Test Suggestion 2025
Class 6 Third Unit Test Question Paper 2025
এই অংশে দেওয়া হয়েছে Class 6 Third Unit Test Question Paper 2025, যা ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় পোড়াযায়ক্রমিক মূল্যায়ন এর জন্য বিশেষভাবে তৈরি। পশ্চিমবঙ্গের মাধ্যমিক বোর্ডের নির্দেশিকা অনুসারে Unit Test Paper for Class 6 Science শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এখানে অন্তর্ভুক্ত হয়েছে গুরুত্বপূর্ণ ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নপত্র, যেখানে প্রতিটি অধ্যায়ভিত্তিক প্রশ্ন ও সম্ভাব্য উত্তর দেওয়া আছে। এছাড়াও Class 6 Science Question and Answer বিভাগে শিক্ষার্থীরা পরীক্ষায় আসতে পারে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর অনুশীলন করতে পারবে। যারা ক্লাস সিক্স এর পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় ইউনিট টেস্ট এর প্রশ্ন খুঁজছেন, তাদের জন্য এটি একটি সম্পূর্ণ ও নির্ভরযোগ্য অধ্যয়ন উপকরণ।
📚✨ Final Exam 2025 – Prepare Yourself!
ছাত্রছাত্রীরা! 😃 এখনই সংগ্রহ করে নাও আমাদের 4 Set প্রশ্নপত্র বা অধ্যায় ভিত্তিক সাজেশন 💥।
বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, অঙ্ক, বিজ্ঞান
সব প্রশ্নই নতুন সিলেবাস অনুযায়ী তৈরি, যা তোমার পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে📝।
📱 সংগ্রহ করতে হলে Click করো: Click Here
ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র
ক—বিভাগ (মোট নম্বর—৩৫)
১। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্য সম্পূর্ণ করো : 1 x
4 = 4
(ক) (প্রথম শ্রেণির/দ্বিতীয় শ্রেণির/তৃতীয় শ্রেণির) লিভারে আলম্ব ও বল-এর মাঝামাঝি জায়গায় 'বাধা' থাকে।
Ans : - দ্বিতীয় শ্রেণির
(খ) তড়িৎ প্রবাহের একক হলো— (অ্যাম্পিয়ার/কেলভিন/মোল)।
Ans: - অ্যাম্পিয়ার
(গ) ফসফিনের সংকেত হলো— (CH₄ / H₂O / PH₃)।
Ans : - PH₃
(ঘ) Aurum হলো— (সোনা/রুপো/তামার) লাতিন নাম।
Ans: - সোনা
২। একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো চারটি) : 1×4=4
(ক) SI পদ্ধতিতে আয়তনের একক কী ?
Ans : - ঘন মিটার বা কিউবিক মিটার
(খ) কোন্
যন্ত্রের সাহায্যে 0.01 সেকেন্ড পর্যন্ত সময় সূক্ষ্মভাবে পরিমাপ করা যায় ?
Ans: - ডিজিটাল স্টপওয়াচ বা ইলেকট্রনিক স্টপওয়াচ ব্যবহার করা হয়।
(গ) SI পদ্ধতিতে ওজনের একক কী ?
Ans: - নিউটন (N)।
(ঘ) দ্রবণ থেকে কঠিন পদার্থের কেলাস তৈরির পদ্ধতিকে কী বলে ?
Ans: - কেলাসন বা স্ফটিকীকরণ বলে।
(ঙ) হাইড্রোজেন সালফাইডের অণুতে ‘H’ এবং
‘S’-এর ক-টি পরমাণু আছে ?
Ans: - H = 2, S = 1
৩। শব্দছক সাজিয়ে উত্তর খোঁজো :
1×2=2
(ক) পটাশিয়াম মৌলটির লাতিন নাম —
|
l |
m |
k |
u |
i |
a |
Ans : - kalium
(খ) তড়িত পরিবহণে সক্ষম অধাতু —
|
ই
|
ট |
ফা |
গ্রা |
Ans : - গ্রাফাইট
৪। ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মিলিয়ে দাও : 1 x 4 = 4
ক-স্তম্ভ খ-স্তম্ভ
(ক) জটিল যন্ত্র (অ) মই
(খ) আলোক তীব্রতা (আ) নিকেল
(গ) নততল (ই) ক্যান্ডেলা
(ঘ) চৌম্বক পদার্থ (ঈ) করাত
(উ) ভাইব্রেটিং মেশিন
Ans : -
(ক) জটিল যন্ত্র (ঈ) করাত
(খ) আলোক তীব্রতা (ই) ক্যান্ডেলা
(গ) নততল (অ) মই
(ঘ) চৌম্বক পদার্থ (আ) নিকেল
৫। সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো পাঁচটি) : 2×5=10
(ক) কোনো
মিশ্রণে লবণ এবং লোহার গুঁড়ো মিশে থাকলে কীভাবে লোহার গুঁড়ো ওই মিশ্রণ থেকে আলাদা করবে?
(খ) ‘নুন' এবং
‘পাথুরে চুন' কোন্ কোন্ মৌলের পরমাণু দিয়ে তৈরি ?
(গ) ‘আন্তর্জাতিক প্রমাণ মিটার' বলতে কী বোঝো ?
(ঘ) ম্যাগনেশিয়াম ধাতুর ফিতে আগুনে পোড়ালে কী উৎপন্ন হয় এবং কেন ?
(ঙ) সালফার ট্রাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড এবং কার্বন মনোঅক্সাইডের সংকেত লেখো।
(চ) ধাতুর যে-কোনো দুটি সাধারণ ধর্ম উল্লেখ করো এবং উদাহরণ দাও।
৬। সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো দুটি) : 3×2=6
(ক) ‘যন্ত্রের পরিচর্যা করার তিনটি উপায় বিবৃত করো।
(খ) উদাহরণসহ ‘অনবীকরণযোগ্য' ও ‘নবীকরণযোগ্য' শক্তি উৎসের ধারণা দাও।
(গ) কার্বনের তিনটি ধর্ম উল্লেখ করো।
৭। যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
5×1=5
(ক) কাদাগোলা জলকে কোন পদ্ধতিতে পৃথক করবে তা চিত্রসহ বুঝিয়ে দাও। ‘পরিস্রুত' এবং 'অবশেষ' বলতে
কী বোঝো ? ৩+২
(খ) ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত লেখো। একটি মিশ্র ধাতুর উদাহরণ দাও।যান্ত্রিক শক্তি তাপশক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও।উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন্ যন্ত্রের সাহায্যে?ফিলটার করার পর প্রাপ্ত তরলকে কি বলা
হয় ? 1 + 1 + 1+ 1 + 1
খ-বিভাগ (মোট নম্বর—৩৫)
১। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্য সম্পূর্ণ করো : 1 x
4 = 4
(ক) ছত্রাকদের রাজ্যকে বলে – (ফানজাই/প্রোটোজোয়া/অ্যানিমালিয়া)।
Ans : - ফানজাই
(খ) ‘মৌমাছির ভাষা' আবিষ্কার করেন — (ফ্যাবা/ফন ফ্রিশ/ল্যামার্ক)।
Ans : - ফন ফ্রিশ
(গ) ‘একাইনোডার্মাটা জাতের প্রাণী হলো— (তারামাছ/কেঁচো/চিংড়ি)।
Ans : - তারামাছ
(ঘ) (লাল/কালো/যাযাবর) পিঁপড়েরা যুদ্ধে বেশ পটু।
Ans : - লাল
২। একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো চারটি) : 1 × 4 = 4
(ক) মানুষের বৈজ্ঞানিক নাম কী ?
Ans : মানুষের বৈজ্ঞানিক নাম হল হোমো স্যাপিয়েন্স (Homo sapiens)। এই নামটি দুটি ল্যাটিন শব্দ থেকে এসেছে: 'হোমো' যার অর্থ 'মানুষ' এবং 'স্যাপিয়েন্স' যার অর্থ 'জ্ঞানী'।
(খ) ‘টেরিডোফাইটা’ জাতীয় উদ্ভিদের উদাহরণ দাও।
Ans : টেরিডোফাইটা জাতীয় উদ্ভিদের উদাহরণ হলো ফার্ন (যেমন: অ্যাডিয়েন্টাম), হর্সটেল (যেমন: ইকুইসেটাম), এবং লাইকোফাইটস (যেমন: সেলাজিনেলা)। এই উদ্ভিদগুলো বীজবিহীন এবং স্পোরের সাহায্যে বংশবৃদ্ধি করে।
(গ) ‘বাংলার কীটপতঙ্গ' গ্রন্থের রচয়িতা কে ?
Ans : 'বাংলার কীটপতঙ্গ' গ্রন্থের রচয়িতা হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য।
(ঘ) তেলাপিয়া মাছের বাচ্চারা কোথায় জন্ম নেয় ?
Ans : তেলাপিয়া মাছ “mouth-brooder” প্রজাতির মাছ। স্ত্রী তেলাপিয়া ডিম পাড়ার পর সেই ডিমগুলো মুখে নিয়ে রাখে এবং মুখের ভেতরেই ডিম ফোটে। বাচ্চারা কিছুদিন পর্যন্ত মায়ের মুখের ভেতর নিরাপদে থাকে যতক্ষণ না তারা স্বাধীনভাবে সাঁতার কাটতে সক্ষম হয়।
(ঙ) 'সালেম আলি' কী কারণে বিখ্যাত ?
Ans : ডাঃ সেলিম আলী, ভারতের পাখি মানব, একজন প্রখ্যাত পক্ষীবিদ এবং প্রকৃতিবিদ যিনি ভারতের পাখির প্রজাতি অধ্যয়ন ও সংরক্ষণের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন।
৩। শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও (যে-কোনো চারটি) : 1 × 4 = 4
(ক) ‘মোলাস্কা’ জাতীয় প্রাণীর উদাহরণ হলো ______।
Ans : শামুক, ঝিনুক, স্কুইড, অক্টোপাস ইত্যাদি।
(খ) বন্য
শিম্পাঞ্জিদের আচার-আচরণ সম্পর্কে ধারণা দেন ______।
Ans : জেন গুডঅল।
(গ) সব
ব্যাকটেরিয়ার রাজ্যের নাম হলো ______।
Ans : মনেরা।
(ঘ)_______ মশা
‘ডেঙ্গি’ রোগের জীবাণু বহন করে।
Ans : এডিস মশা
(ঙ) ______ সাপ সরাসরি বাচ্চা প্রসব করে।
Ans : চন্দ্রবোড়া সাপ
৪। বুঝে নিয়ে উত্তর দাও :
1 × 2 = 2
(ক) আমি
একজন বিজ্ঞানী। আমি ‘ট্রফিক লেভেলে শক্তি স্থানান্তরের “দশ শতাংশ সূত্র’ প্রণয়ন করি। আমি কে ?
Ans : বিজ্ঞানী জি. ই. লিন্ডেম্যান।
(খ) আমি
হিমালয় থেকে আসা পরিযায়ী পাখি। আমার চোখে কালো দাগ, পালক খয়েরি রঙের। আমার নাম কী ?
Ans : জলচিল
৫। সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো পাঁচটি) : 2 × 5 = 10
(ক) ‘জৈব
ভঙ্গুর' ও 'জৈব
অভঙ্গুর বর্জ্য পদার্থ বলতে কী বোঝো ?
(খ) টীকা
লেখ : জীববৈচিত্র্য সংরক্ষণ।
(গ) ‘বীরুৎ' ও
'গুল্ম' কাকে বলে ?
(ঘ) ‘উইপোকা' গাছের কাঠ অংশে থাকা কোন্ জিনিসকে কেন সহজে হজম করতে পারে ?
(ঙ) 'পাতিকাক' ও 'দাঁড়কাকের পার্থক্য কী ?
(চ) পুরুষ 'প্যারাডাইস' মাছেরা কীভাবে সন্তান প্রতিপালনে সাহায্য করে ?
৬। সংক্ষেপে উত্তর দাও (যে-কোনো দুটি) : 3 × 2 = 6
(ক) ‘খাদ্য পিরামিড' বলতে কী বোঝো? খাদ্য পিরামিডের বিভিন্ন পুষ্টিস্তরের জীবের প্রকৃতি উল্লেখ করো।
(খ) 'মৌমাছি'র সমাজ ও কর্ম বিভাজন সম্পর্কে ধারণা দাও। ১+২
(গ) সামুদ্রিক প্রাণী ‘তিমি'র উল্লেখিত তিনটি অঙ্গের কাজ লেখো — ব্ল্যাবার, ফ্লিপার, ব্লোহোল ।
৭। যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
5 × 1 = 5
(ক) হাতিদের ‘আচার-আচরণ' সম্পর্কে আলোচনা করো। হাতির শুঁড়ের গুরুত্ব উল্লেখ করো। ৩+২
(খ) ‘সন্তান পালনে' বাঘিনির ভূমিকা বিবৃত করো। বাঘেদের শিকার করার পদ্ধতি উল্লেখ করো।

.jpg)
Enter Your Comment