অষ্টম শ্রেণির গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্ন ২০২৫
পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণির গণিত প্রশ্নপত্র ২০২৫
২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রকাশিত হয়েছে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং পূর্ণাঙ্গ Class Eight Mathematics Model Question Paper। এই প্রশ্নপত্রটি অষ্টম শ্রেণির গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্ন 2025 হিসেবে তৈরি করা হয়েছে সর্বশেষ পাঠ্যক্রম অনুযায়ী। যারা WB Class 8 Mathematics 3rd summative test question paper pdf খুঁজছেন, তাদের জন্য এটি একটি উপযুক্ত সংকলন। পরীক্ষার আগে অনুশীলনের জন্য এই ৮ম শ্রেণির বার্ষিক পরীক্ষা গণিত প্রশ্ন ২০২৫ ও Class 8 Mathematics 3rd Unit Test Question 2025 অত্যন্ত সহায়ক হবে। পাশাপাশি, শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে দিশা দিতে আমরা সংযোজন করেছি অষ্টম শ্রেণির গণিত নমুনা প্রশ্ন-2025, যা বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ ধারণা প্রদান করবে এবং ভালো ফলাফল অর্জনে সাহায্য করবে।
Class Eight Mathematics Model Question Paper PDF
1. নীচের সকল প্রশ্নের উত্তর দাও : (1×6=6)
(i) 85 গ্রাম, 17 কিলোগ্রামের শতকরা কত লেখো।
(ii) একটি কৌটোয় আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত 5 : 2; কৌটোর মিশ্র চায়ে আসাম চায়ের পরিমাণের আনুপাতিক ভাগ হার কত ?
(iii) সমাধান করো : 10 + 3x = 25 – 2x
(iv) সরল করো : :
(v) শূন্যস্থান পূরণ করো : ত্রিভুজের যে-কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা _________
(vi) চতুর্ভুজের চারটি অন্তঃকোণের সমষ্টি কত ?
2. নীচের সকল প্রশ্নের উত্তর দাও : (2×4=8)
(i) জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2 : 1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে লেখো।
(ii) লঘিষ্ঠ আকারে প্রকাশ করো : :
(iii) যে সুষম বহুভুজের বাহু সংখ্যা 12 টি, সেই বহুভুজটির অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি এবং প্রতিটি অন্তঃকোণের পরিমাপ নির্ণয় করো।
(iv) নীচের চিত্রে AB = AC হলে, ∠ABC ও ∠ACB এর পরিমাপ লেখো।
3. যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : (5×3=15)
(i) বকুলতলা গ্রাম পঞ্চায়েতের 250 জনের স্বেচ্ছাশ্রম বাহিনী 24 দিনে একটি বাঁধের অর্ধেক সারাই করেছেন। বাকি অর্ধেক 20 দিনে সারাই করতে স্বেচ্ছাশ্রম বাহিনীতে আর কতজন লোক নিতে হবে ?
(ii) দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশে ফলের রস ছিল। পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে নির্ণয় করো।
(iii) অলোক, কালাম ও জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10, 12 ও 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করল। 3 দিন পরে কালামকে চলে যেতে হলো। বাকি কাজটি অলোক ও জোসেফ কত দিনে শেষ করতে পারবে নির্ণয় করো।
(iv) একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের ৪০% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন নির্ণয় করো।
(v) একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা নীচে দেওয়া হলো। তথ্যটির একটি পাইচিত্র তৈরি করো।
চিত্রশিল্পীর নাম পছন্দের দর্শক সংখ্যা
যামিনী রায় 150
নন্দলাল বসু 120
চিন্তামণি কর 80
গণেশ পাইন 100
4. (a) সমাধান করো (যে-কোনো একটি): (4×1=4)
i.
ii. 5x + (4x-7) (3x - 5) = 6 - 3(4x-9) (x-1)
(b) সরলতম আকারে প্রকাশ করো (যে-কোনো একটি): (5×1=5)
i.
ii.
(c) উৎপাদকে বিশ্লেষণ করো (যে-কোনো একটি): 4 x 1 = 4
i.
ii.
(d) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : (4×1=4)
(i) মানস একটি ভগ্নাংশ লিখেছে যার হর লবের দ্বিগুণ অপেক্ষা 1 বেশি। যদি লব ও হরের সঙ্গে 4 যোগ করি, তাহলে ভগ্নাংশটি হয়। ভগ্নাংশটি নির্ণয় করো।
(ii) একটি দণ্ডের 1/5 অংশ কাদায়,3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের ওপর আছে। দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো।
(e) নীচের ছকের তথ্যগুলির লেখচিত্র অঙ্কন করো (যে-কোনো একটি): (5×1=5)
(i)
বইয়ের সংখ্যা বইয়ের দাম (টাকায়)
2 50
3 75
5 125
8 200
(ii) ওভার সংখ্যা রান সংখ্যা
1 4
3 12
5 20
7 24
5. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : (5×2=10)
(i) প্রমাণ করো যে, একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ বা 180°।
(ii) প্রমাণ করো যে, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাণ অপেক্ষা বৃহত্তর হবে।
(iii) প্রমাণ করো যে, একটি সরলরেখার বহিঃস্থ যে-কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যেসব সরলরেখাংশ অঙ্কন করা যায়, তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম।
6. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : (3×1=3)
(i) প্রমাণ করো যে, যে-কোনো চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা বৃহত্তর।
(ii) প্রমাণ করো যে, ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করে যে তিনটি বহিঃকোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি চার সমকোণ।
7. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : (5×1=5)
(i) একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি. ও 6 সেমি. এবং 6 সেমি. দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ 45°। (অঙ্কন প্রণালী লিখতে হবে না।)
(ii) 10 সেমি. দৈর্ঘ্যের একটি সরলরেখা অঙ্কন করে তাকে সমান 4 ভাগে ভাগ করো এবং প্রতিটি অংশের পরিমাপ নির্ণয় করো। (অঙ্কন প্রণালী লিখতে হবে না।)
📚✨ Final Exam 2025 – Prepare Yourself!
ছাত্রছাত্রীরা! 😃 এখনই সংগ্রহ করে নাও আমাদের 4 Set প্রশ্নপত্র বা অধ্যায় ভিত্তিক সাজেশন 💥।
বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, অঙ্ক, বিজ্ঞান
সব প্রশ্নই নতুন সিলেবাস অনুযায়ী তৈরি, যা তোমার পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে📝।
📱 সংগ্রহ করতে হলে Click করো: Click Here

.jpg)
Enter Your Comment