Class 11 Political Science Second Semester Question Paper with Answers 2026 । ক্লাস ১১ রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর

0

Class XI 2nd Sem Pol Science Question Answer

Class 11 Political Science Second Semester Question Paper with Answers 2026 । ক্লাস ১১ রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর


Class 11 Political Science Question Paper with Answers 2nd Semester প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের কাছে নির্ভরযোগ্য উপকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখানে তুলে ধরা হলো একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৬, Class 11 Political Science 2nd Semester Question 2026, এবং Class 11 Political Science Question Answer in Bengali Medium – 2026–এর ওপর ভিত্তি করে সম্পূর্ণ সহায়ক তথ্য। যারা একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন ও উত্তর কিংবা Class Eleven Political Science Semester 2 Question খুঁজছেন, তাদের জন্য এটি একটি আদর্শ নির্দেশিকা, যেখানে নমুনা প্রশ্নপত্র থেকে সম্ভাব্য প্রশ্ন পর্যন্ত সবকিছুই সাজানো রয়েছে।


Class 11 Political Science Semester 2 Suggestion 2026 


West Bengal Board Class 11 Political Science Question Answer Semester 2 প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা এখন সহজেই পেয়ে যেতে পারেন সবচেয়ে নির্ভুল ও পরীক্ষাভিত্তিক তথ্য। পাশাপাশি একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় সেমিস্টার সাজেশন–এর সঙ্গে মিল রেখে এখানে তুলে ধরা হয়েছে সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও ব্যাখ্যাসহ উত্তর। যাঁরা Class XI 2nd Sem Pol Science Question Answer বা Class 11 Political Science Semester 2 Suggestion 2026 খুঁজছেন, তাঁদের জন্য এই নির্দেশিকা অত্যন্ত উপযোগী। একই সঙ্গে একাদশ শ্রেণির ইতিহাস দ্বিতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর খোঁজা শিক্ষার্থীরাও এখানে পাবেন দ্বাদশ শ্রেণির প্রস্তুতির মতোই শক্ত ভিত্তির সহায়িকা।


WBCHSE Class 11 Political Science Semester 2 Model Question Paper 2026


Set - 1 

TIME- 2 HOUR ।।  F.M= 40                           


ক -বিভাগ

A. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :(বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) (2×5=10)


1)  সাম্যের দুটি রূপ লেখ ?

অথবা,

 'Spirit of the Law's 'গ্রন্থের রচয়িতা কে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে একটি যুক্তি দাও।

2)  জাতীয় জন সমাজ গঠনের বাহ্যিক উপাদান গুলির নাম লেখ । 

অথবা, 

জাতীয়তাবাদের সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের অভিমত কি ছিল ?

3)  সামরিক একনায়ক তন্ত্র কাকে বলে ?

4)  ভারতীয় সংবিধানে উল্লিখিত দুটি মৌলিক কর্তব্য উল্লেখ কর ?

5)  ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা বলা আছে । ভারতের প্রথম মুখ্য  নির্বাচন কমিশনারের নাম কি ?

অথবা, 

First past the post System -এর দুটি সুবিধা উল্লেখ কর ।


বিভাগ - খ

B. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ,(বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়). (4×3=12)


1)  জাতীয়তাবাদ কাকে বলে  ? জাতীয়তাবাদের স্বপক্ষে দুটি যুক্তি দাও ।

অথবা, 

জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বপক্ষে ও বিপক্ষে দুটি করে যুক্তি দাও ।

2) ভারতীয় সংবিধানের উল্লিখিত ১৭ নম্বর ধারাটি ও ১৯ নম্বর ধারাটি আলোচনা কর । 

অথবা,

ভারতীয় সংবিধানে উল্লিখিত ৩২ নম্বর ধারাটি বর্ণনা কর ।

3)  নির্বাচন কমিশনের চারটি প্রধান কাজ উল্লেখ করো।


বিভাগ - গ

C. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)।  ( 6×3=18)


1)  আইনের উৎস গুলি আলোচনা করো । 

অথবা,

স্বাধীনতার রক্ষাকবচ সম্পর্কে আলোচনা কর ।

2)  গণতন্ত্রের সাফল্যের শর্ত গুলি আলোচনা করো ।

3)  গান্ধীজীর সত্যাগ্রহের বিভিন্ন দিকগুলি আলোচনা কর ।

অথবা, 

পরাধীন ভারতের জনমানষে জাতীয়তাবোধ জাগরনে ও সামাজিক সংস্কারক হিসাবে স্বামী বিবেকানন্দের অবদানটি আলোচনা কর ।


একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় সেমিস্টার সাজেশন


Set - 2

TIME- 2 HOUR ।।  F.M= 40  


1. সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ 2 × 5 = 10


a) সাংবিধানিক আইন কী? এই আইন কয় প্রকার ও কী কী?

অথবা, ‘এক জাতি এক রাষ্ট্র’ নীতির বিপক্ষ্যে দুটি যুক্তি দাও।


b) গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

অথবা, ‘গণভোট’ সম্পর্কে সংক্ষেপে লেখো।


c) পৌর অধিকার কাকে বলে?

অথবা, জাতীয় জনসমাজ কাকে বলে?


d) ‘পরমাদেশ’ বলতে কী বোঝো?


e) মৌলিক কর্তব্য কাকে বলে?


2. বিশ্লেষণাত্মক প্রশ্নগুলির উত্তর দাওঃ 4 × 3 = 12


a) জাতি ও জাতীয় জনসমাজের মধ্যে পার্থক্য লেখো।

অথবা, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা আলোচনা করো।


b) ভারতের সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকারটি আলোচনা করো।

অথবা, ভারতের শাসনতন্ত্রে প্রদত্ত মৌলিক অধিকারসমূহের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো।


c) নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলি লেখো।

অথবা, ভারতীয় নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 


3. রচনা–ধর্মী প্রশ্নগুলির উত্তর দাওঃ 6 × 3 = 18


a) স্বাধীনতার রক্ষাকবচগুলি সম্পর্কে আলোচনা করো।

অথবা, ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্বটি সংক্ষেপে আলোচনা করো। 


b)প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে? এরূপ গণতন্ত্রের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।


c) গান্ধিজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো।

অথবা, স্বামী বিবেকানন্দের সামাজিক সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো।




একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)