Class Eleven 2nd Semester Sociology Suggestion 2026
Sociology Class 11 2nd Semester Model Question Paper PDF
উত্তর সহ একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান সাজেশন / Class XI 2nd Semester Sociology Model Question Paper–এর উপর ভিত্তি করে তৈরি এই নির্দেশিকায় শিক্ষার্থীরা পাবেন আসন্ন পরীক্ষার জন্য নির্ভুল ও পরীক্ষামুখী প্রস্তুতির উপকরণ। যারা উত্তর সহ একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান সাজেশন খুঁজছেন, তাঁদের জন্য এখানে সযত্নে সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, বিশ্লেষণমূলক ধারণাপত্র ও সম্ভাব্য প্রশ্ন তালিকা। একই সঙ্গে একাদশ শ্রেণীর সমাজবিদ্যা প্রশ্নপত্র ও Sociology Class 11 2nd Semester Model Question Paper PDF শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেবে পরীক্ষার সঠিক ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা। শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য Class XI Sociology Last Minute Suggestion 2026 অত্যন্ত সহায়ক হবে, যা পরীক্ষার আগে দ্রুত পুনরাবৃত্তিতে বিশেষভাবে সাহায্য করবে।
পশ্চিমবঙ্গ ক্লাস 11 সেমিস্টার 2 সমাজবিজ্ঞান মডেল পেপার 2026
Set - 1
TIME- 2 HOUR ।। F.M= 40
বিভাগ-ক
1) নিম্নলিখিত প্রশ্নগুলির কয়েকটি শব্দে উত্তর দাও ! (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) (2×5=10)
a.ইরাবতী কার্ভের মতে যৌথ পরিবারের সংজ্ঞা দাও !
Or. ভ্রাতৃত্ব মূলক বহুপতিত্ত্ব কাকে বলে? বহুপতিত্বের একটি কারণ লেখ!
b. কর্তৃত্বের দুটি বৈশিষ্ট্য লেখ !
Or. ক্ষমতা কাকে বলে ?
c. কোন কোন ল্যাটিন শব্দ থেকে এডুকেশন শব্দটি এসেছে?
d. অপরাধের দুটি বৈশিষ্ট্য লেখ!
Or. সন্ত্রাসবাদের দুটি বৈশিষ্ট্য লেখ !
e.সামাজিক অনুসরণ কাকে বলে ? বিচ্যুতি কাকে বলে ?
বিভাগ-খ
2) নিম্নলিখিত প্রশ্নগুলির সর্বাধিক আশি (80) শব্দের মধ্যে উত্তর দাও! (যে কোন চারটি প্রশ্নের উত্তর লিখবে ) (3×4=12)
a. আত্মীয়তার সম্পর্ক বিষয়ে ধারণা দাও ! 3
b. বিবাহ কি ? বিবাহের প্রকারভেদ গুলি লেখ ! 1+2
c. ধর্ম কি ? ধর্মের দুটি বৈশিষ্ট্য লেখ ! 1+2
d. শিক্ষা কাকে বলে ? শিক্ষার দুটি উদ্দেশ্য লেখ ! 1+2
e. জাতিপুঞ্জের দুটি গুরুত্ব লেখ। একচেটিয়া বাজার কি ? 2+1
f. গণতন্ত্র কি ? স্বাস্থ্যের ধারণা দাও ! 1+2
বিভাগ-গ
3) নিম্নলিখিত প্রশ্নগুলির সর্বাধিক দুশো (200) শব্দের মধ্যে উত্তর দাও। ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) (6×3=18)
a. পরিবারের তিনটি বৈশিষ্ট্য লেখ। পরিবারের তিনটি অপরিহার্য কাজ সম্পর্কে লেখ। 3+3
Or. যৌথ পরিবারের তিনটি বৈশিষ্ট্য লেখ ! যেকোনো তিন প্রকার সরকার সম্পর্কে লেখ ! 3+3
b. ধর্মের তিনটি মূল উপাদান সম্পর্কে লেখ। ধর্মের নেতিবাচক দিকগুলি কি তা লেখ ! 3+3
Or. পেশা কি ? বিভিন্ন প্রকার বাজারের নাম গুলি লেখ ! সরকার কি ? অনলাইন লেনদেনের দুটি সুবিধা লেখ ! 1+2+1+2
c. সামাজিক নিয়ন্ত্রণ ও সামাজিকীকরণের সম্পর্ক কি ? বিভিন্ন প্রকার অপরাধ সম্পর্কে লেখো ! 3+3
Or. সামাজিক অনুসরণ ও বিচ্যুতির তিনটি করে কারণ লেখ ! 3+3
একাদশ শ্রেণীর সমাজবিদ্যা ২য় সেমেস্টার প্রশ্নপত্র
Set - 2
TIME- 2 HOUR ।। F.M= 40
1. নিম্নলিখিত প্রশ্নগুলির কয়েকটি শব্দে উত্তর দাও: 2 × 5 = 10
a) ‘Kinship Organization in India’ গ্রন্থটি কার লেখা?
b) নব্য আবাসিক পরিবার কাকে বলে?
অথবা, অর্থনৈতিক প্রতিষ্ঠান হিসেবে বাজারের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখ।
c) রাষ্ট্রের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
অথবা, অসুস্থতার দুটি সামাজিক নির্দেশক শনাক্ত কর।
d) বিচ্যুতি কী?
e) সংগঠিত অপরাধের দুটি উদাহরণ দাও।
অথবা, বাবু অপরাধ বলতে কী বোঝ?
2. নিম্নলিখিত প্রশ্নগুলির আশি শব্দের মধ্যে উত্তর দাও (যে কোনো চারটি): 3 × 4 = 12
a) একচেটিয়া বাজার কাকে বলে? শপিং মল ও স্থানীয় বাজারের মধ্যে দুটি পার্থক্য নির্দেশ কর। (5 + 2)
b) সমাজতত্ত্বের আঙ্গিকে ‘কর্তৃত্ব’ বলতে কী বোঝায়? ম্যাক্স ওয়েবার আলোচিত কর্তৃত্বের বিভিন্ন প্রকারভেদগুলি উল্লেখ কর। (2 + 3)
c) সংস্কৃতির উপাদান হল ফ্যাশন – আলোচনা কর।
d) শহরাঞ্চলের প্রেক্ষাপটে একক অভিভাবক পরিবারের প্রকৃতি পর্যালোচনা কর।
e) মানসিক স্বাস্থ্য কী? একটি প্রগতিশীল সমাজে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা প্রয়োজন কেন? (1 + 2)
f) “অনলাইন লেনদেন জীবনকে আরও ব্যয়বহুল করে তুলেছে” – পক্ষে বা বিপক্ষে যুক্তিসহ আলোচনা কর।
3. নিম্নলিখিত প্রশ্নগুলির সর্বাধিক দুশো শব্দের মধ্যে উত্তর দাও: 6 × 3 = 18
a) সরকারের শ্রেণিবিভাগ হিসেবে একনায়কতন্ত্র ও গণতন্ত্রের মধ্যে দুটি উল্লেখযোগ্য পার্থক্য লেখ। অ-রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে জাতিসংঘের গুরুত্ব ব্যাখ্যা কর। (2 + 4)
অথবা,
স্বাস্থ্য ভীতি কী? ভারতবর্ষে কোভিড-১৯ এর সামাজিক প্রভাব আলোচনা কর।
b) সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে পরিবারের প্রকারভেদ বিশ্লেষণ কর।
অথবা,
সমাজের ওপর ধর্মের ইতিবাচক ভূমিকা বিষয়টি বিশদে তুলে ধর।
c) শিক্ষা কীভাবে সমাজে প্রভাব বিস্তার করে তা আলোচনা কর।
অথবা,
আনুগত্যহীনতা বলতে কী বোঝ তা সংক্ষেপে ব্যক্ত কর। আধুনিক সমাজজীবনে সাইবার অপরাধ কীভাবে দুর্বিসহ করে তুলেছে তার ব্যাখ্যা দাও।

.jpg)
Enter Your Comment