Class 6 Poribesh O Biggan First Unit Test Model Question Paper WBBSE । পরিবেশ ও বিজ্ঞান সাজেশান 2026

0

WB Class 6 পরিবেশ ও বিজ্ঞান 1st Unit Test Question Answer & Suggestion 2026

Class 6 Poribesh O Biggan First Unit Test Model Question Paper WBBSE । পরিবেশ ও বিজ্ঞান সাজেশান 2026


সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত Info Educations ওয়েবসাইট এ। আজ ষষ্ট শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬ -এর ২ সেট নমুনা প্রশ্নপত্র। বিজ্ঞান বিষয়ের উপর তৈরি এই কনটেন্টটি বিশেষভাবে উপযোগী WB Class 6 পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নের নমুনা খুঁজছেন এমন শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য। এখানে আপনি পাবেন WBBSE Class 6 1st Unit Test Poribesh o Bigyan Question Paper 2026, West Bengal Class 6 পরিবেশ ও বিজ্ঞান 1st Unit Test, এবং Class VI Science 1st Unit Test Question Paper 2026 সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও প্রশ্নপত্র।


ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | First Unit Test 2026


এই পোস্টে আরও অন্তর্ভুক্ত রয়েছে ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন উত্তর 2026, ষষ্ঠ শ্রেণী পরিবেশে ও বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2025, এবং ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf, যা পরীক্ষার প্রস্তুতিতে অত্যন্ত সহায়ক। পাশাপাশি শিক্ষার্থীরা পাবে Class VI পরিবেশ ও বিজ্ঞান, Class Six History 1st Unit Test Question Answer, Class VI পরিবেশ ও বিজ্ঞান Suggestion 2026, এবং Class 6 Poribesh O Biggan First Unit Test Model Question Paper—সবকিছু এক জায়গায় সহজ ও নির্ভরযোগ্যভাবে।


ষষ্ঠ শ্রেণী পরিবেশে ও বিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র 2026


Set - 1 

বিষয় : পরিবেশ বিজ্ঞান ||  পূর্ণমান : ৩০ || সময় - ঘন্টা


. শূণ্যস্থান পূরণ করো :– × =

(i) ফিল্টার করার পর পাওয়া নীচের তরলকে বলে ________

(ii) ________ ধাতু হলেও তরল।

(iii) তুলো গাছের আর এক নাম ________

(iv) ম্যালেরিয়ার ওষুধ তৈরী হয় ________ থেকে।

(v) ________ অক্সিজেন দিয়ে জল তৈরী হয়।


. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :– × =

(i) ফসফরাসের চিহ্ন হল

(a) H  (b) P  (c) Fe  (d) N

(ii) উকুন একটি

(a) স্বভোজী (b) মিথোজীবী (c) পরজীবী (d) মৃতজীবী

(iii) ফুসফুসের যে রোগের জীবাণু বাসা বাঁধে

(a) যক্ষ্মা (b) আমাশা (c) ম্যালেরিয়া (d) খিঁচুনি

(iv) ইস্ট একটি এককোষী

(a) শৈবাল (b) ভাইরাস (c) প্রোটোজোয়া (d) ছত্রাক

(v) অ্যামোনিয়ার সংকেত

(a) NH₃ (b) HCl (c) H₂O (d) PH₃


. এক কথায় উত্তর দাও :– (যে কোনো ৫টি) × =

(i) একটি রাসায়নিক সারের নাম লেখ।

(ii) পালিশ করার জন্য কী লাগে?

(iii) চোখ ভালো রাখতে সাহায্য করে কোন ভিটামিন?

(iv) দ্রবণের দুটি অংশ কী কী?

(v) দই তৈরী করতে কোন ব্যাকটেরিয়া লাগে?

(vi) পানীয় জলে ব্যবহৃত একটি জীবাণুনাশক মৌলের নাম লেখ।


. সংক্ষিপ্ত উত্তর দাও :– (যে কোনো টি) × = ১৫

(i) ভৌত রাসায়নিক পরিবর্তনের তিনটি পার্থক্য লেখ।

(ii) ধাতু অধাতুর তিনটি পার্থক্য লেখ।

(iii) উদাহরণ দাও

(a) পর্যাবৃত্ত ঘটনা

(b) প্রাকৃতিক ঘটনা

(c) একমুখী ঘটনা

(iv) চুম্বকের সাহায্যে মিশ্র পদার্থ কীভাবে পৃথক করা যায় লেখ।

(v) হানিডিউ কী? খাদ্যের জন্য আমরা কীভাবে প্রাণীদের ওপর নির্ভর করি? ( + )

(vi) পরমাণু কাকে বলে? দুটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখ। ( + )

 

WBBSE Class 6 1st Unit Test Poribesh o Bigyan Question Paper 2026 PDF Download

Set - 2


1. সঠিক উত্তরটি বেছে লেখো :– × =

i) স্বর্ণলতা একটি

(a) মিথোজীবী (b) স্বভোজী (c) পরজীবী উদ্ভিদ

ii) বায়ু একটি

(a) মৌলিক (b) যৌগিক (c) মিশ্র পদার্থ

iii) কড মাছের লিভারে থাকে ভিটামিন

(a) A (b) B (c) C

iv) পর্যাবৃত্ত ঘটনা নয়

(a) ঋতু পরিবর্তন (b) সুনামি (c) জোয়ার-ভাটা

v) গাজরের কোন অংশ আমরা খাই

(a) মূল (b) কাণ্ড (c) পাতা


2. নীচে প্রদত্ত শব্দগুলির সাহায্যে শূন্যস্থান পূরণ করো :– × =

[ সিঙ্কোনা, ইস্ট, Na, রেশম মথ, ভৌত পরিবর্তন ]

i) সোডিয়ামের চিহ্নটি হল ________

ii) সিল্ক পাওয়া যায় ________ থেকে।

iii) ম্যালেরিয়ার ওষুধ তৈরী হয় ________ থেকে।

iv) বদ্ধ পাত্রে ন্যাপথলিনের বাষ্প হওয়া একটি ________ পরিবর্তন।

v) পাউরুটি তৈরীতে সাহায্যকারী ছত্রাক হল ________


3. এক কথায় উত্তর দাও :– × ১০ = ১০

i) পরিবহনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম লেখো।

ii) একটি রাসায়নিক সারের নাম লেখো।

iii) দুধ থেকে দইতে পরিবর্তন করে যে ব্যাকটেরিয়া তার নাম কী?

iv) একটি দ্রুত ঘটনার উদাহরণ দাও।

v) একটি তরল ধাতুর নাম লেখো।

vi) স্বচ্ছ চুনজলকে বাতাসের কোন্ গ্যাস ঘোলা করে?

vii) একটি নিষ্ক্রিয় মৌলের নাম লেখো।

viii) কোন্ পাখিকে ঝাড়ুদার পাখি বলে?

ix) আমরা শ্বাস গ্রহণের সময় কোন্ গ্যাস গ্রহণ করি?

x) কার্বনের চিহ্নটি লেখো।


4. সংক্ষিপ্ত উত্তর দাও :– (যে কোনো টি) × = ১০

i) রেল লাইনের জোড়ের মুখে ফাঁক রাখা হয় কেন?

ii) গোরু গো-বকের মিথোজীবী সম্পর্কটি লেখ।

iii) ধাতুর দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

iv) অভিপ্রেত অনভিপ্রেত ঘটনা কাকে বলে লেখ।

v) অক্সিজেনের দুটি ধর্ম উল্লেখ কর।

vi) মৌলগুলির চিহ্ন লেখো

কোবাল্ট, বেরিয়াম, বোরন, লোহা।


ষষ্ট শ্রেণীর সব বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র / সাজেশান উত্তরসহ পাওয়ার জন্য এক্ষুনি যোগাযোগ করুন - Click Here




একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন (0)