নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়: তাপ - প্রশ্ন ও উত্তর
নবম শ্রেণির ভৌতবিজ্ঞান বিভাগের অধ্যায় – তাপ (Heat)
শিক্ষার্থীরা সহজভাবে তাপ class 9 question answer এর মাধ্যমে অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ ধারণা জানতে পারে। আমাদের সংকলনে রয়েছে নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান তাপ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য ও ব্যাখ্যা, যা পড়াশোনাকে আরও সহজ ও কার্যকর করে তোলে। এই সংকলনে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান অধ্যায় 6 - তাপ এর প্রশ্ন উত্তর সহ Class 9 Physical Science Chapter 6 তাপ অভিনব ভৌত বিজ্ঞান ও পরিবেশ বিষয়ের সঙ্গে সম্পর্কিত উদাহরণ ও ব্যাখ্যা দেওয়া হয়েছে। এছাড়াও, শিক্ষার্থীরা তাপ- নবম শ্রেণি ভৌত বিজ্ঞান- অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর দেখে নিজেদের প্রস্তুতি আরও মজবুত করতে পারবে এবং পরীক্ষায় সফলতার সম্ভাবনা বাড়াতে পারবে।
WB Class Nine Chapter 6 Heat Question Answer in Bengali
1. সঠিক উত্তরটি নির্বাচন কর (MCQ)
1. CGS পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান — A)
4.2 J/cal B) 4.2×10⁷ erg/cal C) 4.2×10⁶ erg/cal D) 4.2×10⁵ erg/cal
Ans: B
2. নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের
পরিমাণ নির্দেশক ভৌত রাশিটি হল — A) আর্দ্রতা B) উয়তা C)
শিশিরাঙ্ক
D) জলসম
Ans: A
3. ঘরের তাপমাত্রা শিশিরাঙ্কের সমান হলে আপেক্ষিক
আর্দ্রতার মান হবে — A) 100% B) 0% C) 70% D) 85%
Ans: A
4. নীচের কোনটি উচ্চ অবস্থান্তর? — A) কঠিনীভবন
B) ঘনীভবন C) বাষ্পীভবন D) কোনোটিই নয়
Ans: C
5. CGS পদ্ধতিতে সিসার আপেক্ষিক তাপ 0.03
cal·g⁻¹·°C⁻¹ | SI-তে এর মান কত? — A) 1260 J·kg⁻¹·K⁻¹ B)
126 J·kg⁻¹·K⁻¹ C) 252 J·kg⁻¹·K⁻¹ D) 12.6 J·kg⁻¹·K⁻¹
Ans: B
6. নীচের কোনটি নিম্ন অবস্থান্তর? — A) গলন
B) ঘনীভবন C) বাষ্পীভবন D) কোনোটিই নয়
Ans: B
7. জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় কোন উয়তা
পাল্লার মধ্যে? — A) 4°C থেকে 8°C B) 0°C থেকে 10°C
C) 0°C থেকে 4°C D) 0°C থেকে 2°C
Ans: C
8. শীতপ্রধান দেশে কোনো জলাশয়ের উপরিতলে বরফ জমে
গেলে হ্রদের তলদেশে জলের তাপমাত্রা হয় — A) 0°C B) 4°C C) 3°C D) 2°C
Ans: B
9. উচ্চ অবস্থান্তরের সময় — A) তাপ
নিষ্কাশন করতে হয় B) তাপ প্রয়োগ করতে হয় C) তাপমাত্রার
বৃদ্ধি হয় D) তাপের গ্রহণ বা বর্জন কিছুই হয় না
Ans: B
10. কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ প্রদত্ত
কোনটির ওপর নির্ভরশীল নয়?
a) বস্তুর ঘনত্ব b) বস্তুর ভর c)
আপেক্ষিক
তাপ d) তাপমাত্রার পরিবর্তন।
Ans: c) আপেক্ষিক তাপ
11. জলের আপেক্ষিক তাপের মান হল _____
J.kg⁻¹.K⁻¹ - a) 4200 b) 420 c) 126 d) 1260.
Ans: a) 4200
12. বাষ্পীভবনের লীন তাপ হল — A) 537 cal/g
B) 80 cal/g C) 22.68×10⁵ cal/g D) কোনোটিই নয়
Ans: A (537 cal/g)
13. বরফ যখন গলে তখন তার উষ্ণতা- a) কমে b)
বাড়ে c)
পরিবর্তিত
হয় d) একই থাকে।
Ans: d) একই থাকে।
14. 1 জুল = কত ক্যালোরি? a) 4.2 b) 2.4 c)
0.42 d) 0.24
Ans: a) 4.2
15. SI-তে J এর মান হল – a)
4.2×10⁷ J.cal⁻¹ b) 4.2×10⁶ J.cal⁻¹ c) 4.2 J.cal⁻¹ d) কোনোটিই নয়
Ans: 4.2 J.cal⁻¹
16. আপেক্ষিক তাপের মাত্রীয় সংকেত — A)
LT⁻²K⁻¹ B) L²T⁻¹K⁻¹ C) L²T⁻²K⁻¹ D) L³T⁻²K⁻¹
Ans: C (L²T⁻²K⁻¹)
17. কোন সম্পর্কটি সঠিক? (চিহ্নগুলি
প্রচলিত অর্থ বহন করে)। a) J=WH b) W=JH c) J=H/W d)
H=J/W
Ans: b) W=JH
18. 420 J কার্য তাপে পরিণত হলে উৎপন্ন তাপ হবে- a) 50 cal b) 200 cal c) 100 cal d) 80 cal
Ans: c) 100 cal (ব্যাখ্যা: H = W/J = (420/4.2)
cal = 100 cal)
19. 0°C জলের কঠিনীভবনের লীন তাপ — A) 80 cal/g
B) 537 cal/g C) 80 J/g D) 537 J/g
Ans: A (80 cal/g)
20. 50 cal তাপ উৎপন্ন করতে কত পরিমাণ কার্য করতে হবে?
— A) 210 J B) 11.90 J C) 100 J D) 4.2 J
Ans: A (210 J)
21. বাষ্প তরলে ঘনীভূত হলে - a) তাপ
শোষণ করে b) তাপ বর্জন করে c) উষ্ণতা কমে d)
উষ্ণতা
বাড়ে
Ans: b) তাপ বর্জন করে
22. SI পদ্ধতিতে J এর মান হলো — A)
4.2×10⁷ J/cal B) 4.2×10⁶ J/cal C) 4.2 J/cal D) কোনোটিই নয়
Ans: C (4.2 J/cal)
23. 0°C থেকে 4 °C তাপমাত্রার
মধ্যে জলের আয়তন- a) কমে b) বাড়ে c) একই
থাকে d) নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
Ans: a) কমে
24. 4 °C উষ্ণতায় জলের আপেক্ষিক ঘনত্ব- a) 1 b) 1000 c) 4200 d) 80
Ans: a) 1
25. জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় — A) 4°C উষ্ণতায়
B) 0°C উষ্ণতায় C) 100°C উষ্ণতায় D) –4°C উষ্ণতায়
Ans: A (4°C উষ্ণতায়)
2. সত্য বা মিথ্যা নির্ণয় করো :
1. কঠিনীভবন গলনের ঠিক বিপরীত প্রক্রিয়া।
উত্তর : সত্য
2. তাপ প্রয়োগ করে বরফকে গোলানো হলে আয়তন বাড়ে।
উত্তর : মিথ্যা। বরফ গলে জলে পরিণত হলে তার
আয়তন হ্রাস পায়
3. লীনতাপকে থার্মোমিটারে পরিমাপ করা যায় না।
উত্তর : সত্য
4. বদ্ধ পাত্রে রাখা কোনো তরলের উপরিতলে সম্পৃক্ত
বাষ্প থাকে।
উত্তর : সত্য
5. কোনো বস্তুর উষ্ণতা 1°C বৃদ্ধি করতে
প্রয়োজনীয় তাপই হল বস্তুটির তাপগ্রাহিতা।
উত্তর : সত্য
3. অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী :
1. CGS পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি?
উত্তর: CGS পদ্ধতিতে
আপেক্ষিক তাপের একক: ক্যালরি / গ্রাম °C
2. জলের আপেক্ষিক তাপ কত?
উত্তর: জলের আপেক্ষিক তাপ:1
ক্যালরি/গ্রাম°C
3. জুল তুল্যাঙ্কের SI পদ্ধতিতে মান কত?
উত্তর: জুল তুল্যাঙ্কের SI পদ্ধতিতে
মান:4.2 জুল / ক্যালোরি
4.. বরফ গলনের লীন তাপ কত?
উত্তর: বরফ গলনের লীন তাপ:80
ক্যালরি / গ্রাম
5. জলের বাষ্পীভবনের লীন তাপ কত?
উত্তর: জলের বাষ্পীভবনের লীন তাপ:537
ক্যালরি / গ্রাম
6. 0-4°C উষ্ণতায় জলের আয়তন বাড়ে না কমে?
উত্তর: 0 - 4 °C উষ্ণতায় জলের
আয়তন কমে
7. গ্রামাঞ্চলে না শহরাঞ্চলে বেশি কুয়াশা দেখা
যায়?
উত্তর: বেশি কুয়াশা দেখা যায়: গ্রামাঞ্চলে
8. সম্পৃক্ত না অসম্পৃক্ত বাষ্প বয়েলের ও
চার্লসের সূত্র মেনে চলে?
উত্তর:
অসম্পৃক্ত বাষ্প বয়েলের ও চার্লসের সূত্র মেনে চলে:
9. জলের ব্যতিক্রান্ত প্রসারণের একটি উদাহরণ দাও।
উত্তর: শীতকালে পুকুরের জল উপরের দিকে জমে বরফে
পরিণত হয় ।
10. SI পদ্ধতিতে জলীয় বাষ্পের ঘনীভবনের লীন তাপ কত?
উত্তর: SI পদ্ধতিতে জলীয়
বাষ্পের ঘনীভবনের লীন তাপ:2260 ক্যালরি / গ্রাম
11. ঊর্ধ্বপাতন কি?
উত্তর: তাপ প্রয়োগে কঠিন পদার্থের সরাসরি
গ্যাসীয় অবস্থায় পৌঁছে যাওয়ার ঘটনাকে ঊর্ধ্বপাতন বলে।
12. বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণায়ক যন্ত্রটির
নাম কি?
উত্তর: বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণায়ক
যন্ত্রটির নাম হল হাইগ্রোমিটার।
13. CGS পদ্ধতিতে তাপের একক কি?
উত্তর: CGS পদ্ধতিতে তাপের
একক ক্যালোরি (Cal)।
14. SI পদ্ধতিতে তাপের একক কি?
উত্তর: SI পদ্ধতিতে তাপের
একক জুল (J)।
15. বরফের গলনের লীন তাপ কত?
উত্তর: বরফের গলনের লীন তাপ 80 cal/g।
16. জল খুব ভালো কুল্যান্ট হিসেবে কাজ করে কোন
ধর্মের প্রভাবে?
উত্তর: জল খুব ভালো কুল্যান্ট হিসেবে কাজ করে
জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ার প্রভাবে।
17. সম্পৃক্ত বাষ্প কি চার্লস ও বয়েলের সূত্র মেনে
চলে?
উত্তর: না, সম্পৃক্ত বাষ্প
চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে না।
18. লীন তাপ একটি পদার্থের তাপমাত্রার কিরূপ
পরিবর্তন ঘটায়?
উত্তর: লীন তাপ একটি পদার্থের তাপমাত্রার
কোনোরূপ পরিবর্তন ঘটায় না।
19. কোনো বস্তুর তাপগ্রাহিতা বা আপেক্ষিক তাপ
ধারকত্ব বলতে কি বোঝ?
উত্তর: কোনো বস্তুর তাপগ্রাহিতা বা আপেক্ষিক
তাপ ধারকত্ব বলতে বোঝায় কোনো বস্তুর একক উষ্ণতা (1 K বা 1°C) বৃদ্ধি
করতে প্রয়োজনীয় তাপ।
20. 1 kcal তাপ কি পরিমাণ কার্যের বিনিময়ে উৎপন্ন হবে?
উত্তর: 1 kcal তাপ উৎপন্ন করতে
কৃতকার্য = 1000 x 4.2 J = 42
21. তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা
উত্তর : - তাপীয় শক্তির একক যান্ত্রিক শক্তিতে
রূপান্তরের পরিমাণকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়। অর্থাৎ, ১
ক্যালরি তাপীয় শক্তি যান্ত্রিক শক্তিতে কতো কাজের সমান তা তাপের যান্ত্রিক
তুল্যাঙ্ক দ্বারা নির্ধারিত হয়। এর মান ৪.১৮ জুল।
22. অসম্পৃক্ত বাষ্পকে কীভাবে সম্পৃক্ত করা যায়?
উত্তর : - অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত করার
জন্য তাকে ঠান্ডা করা হয় যতক্ষণ না তার সাথে জলকণার সংমিশ্রণ হয় এবং বাষ্প
আর্দ্র হয়ে যায়। অর্থাৎ, বাষ্পের তাপমাত্রা কমিয়ে দিলে বাষ্পের
কিছু পানি বিন্দুতে পরিণত হয়, যাকে সম্পৃক্ত বাষ্প বলা হয়।
23. শিশিরাঙ্ক কাকে বলে?
উত্তর : - বায়ুমণ্ডলে উপস্থিত বায়ুর
তাপমাত্রাকে যখন তাই নিচে নেমে আসে যে, বায়ুর আর্দ্রতা সম্পূর্ণ পরিমাণে
জলবাষ্প থেকে তরল অবস্থায় পরিণত হয়, তখন সেই তাপমাত্রাকে শিশিরাঙ্ক (Dew
Point) বলে।
24. আর্দ্রতাকে কতরকমভাবে প্রকাশ করা যায়?
উত্তর : - আর্দ্রতা প্রধানত ৩ রকম ভাবে প্রকাশ
করা যায়-
আপেক্ষিক আর্দ্রতা (Relative Humidity)
আর্দ্রতা অনুপাত (Humidity Ratio)
আর্দ্রতা শতাংশ (Percentage Humidity)
25. অবস্থার পরিবর্তনের জন্য যে তাপের প্রয়োজন হয়
তাকে কী বলা হয়?
উত্তর : - অবস্থার পরিবর্তনের জন্য যে তাপের
প্রয়োজন হয় তাকে বলা হয় লীনতাপ (Latent Heat)।
26. কোন্ অবস্থায় জলের ঘনত্ব সর্বাধিক?
উত্তর : - জলের ঘনত্ব সর্বাধিক হয় ৪ ডিগ্রি
সেলসিয়াস তাপমাত্রায়।
27. Q = mst এই সমীকরণে ms
রাশিটির
দ্বারা কী নির্দেশিত হয়?
উত্তর : - এখানে, Q = তাপ (Heat),
m = ভরের পরিমাণ,
s = পদার্থের নির্দিষ্ট তাপ ক্ষমতা (Specific
Heat Capacity),
t = তাপমাত্রার পরিবর্তন।
সুতরাং, ms দ্বারা
নির্দেশিত হয় ভরের পরিমাণ এবং নির্দিষ্ট তাপ ক্ষমতার গুণফল। অর্থাৎ, একটি
নির্দিষ্ট ভর এবং পদার্থের নির্দিষ্ট তাপ ক্ষমতার গুণফল।
28. জলের ব্যতিক্রান্ত প্রসারণের একটি উপযোগিতা
লেখো।
উত্তর : -জলের ব্যতিক্রান্ত প্রসারণের ফলে
শীতের দেশে শীতকালে জলজ জীব বা সামুদ্রিক জীব বেঁচে থাকে।
29. তাপ একটি ……. রাশি। (শুন্যস্থান পূরণ করো)
উত্তর : - স্কেলার
30. জল ফুটে বাষ্পে পরিণত হওয়ার সময় আপেক্ষিক তাপ
কত হয়?
উত্তর : - 537 cal/gm
31. একটি বদ্ধ ঘরের উষ্ণতা হ্রাস করা হলে আপেক্ষিক
আদ্রতার কিরূপ পরিবর্তন ঘটে ?
উত্তর : একটি বদ্ধ ঘরের তাপমাত্রা হ্রাস করলে
আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়। কারণ, ঠান্ডা বায়ুর জলীয়বাষ্প ধারণ করার
ক্ষমতা কমে যায়। ফলে, বায়ুতে থাকা জলীয়বাষ্পের পরিমাণ অপরিবর্তিত
থাকলেও, একই পরিমাণ জলীয়বাষ্পের জন্য আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়।
32. বায়ুমণ্ডলের তাপমাত্রা শিশিরাঙ্কের সমান হলে
আপেক্ষিক আদ্রতার মান কত হবে ?
উত্তর : বায়ুমণ্ডলের তাপমাত্রা যখন
শিশিরাঙ্কের সমান হয়, তখন আপেক্ষিক আর্দ্রতার মান হয় ১০০%। এই
অবস্থায়, বাতাস জলীয় বাষ্পে সম্পূর্ণভাবে সম্পৃক্ত থাকে এবং জলীয় বাষ্প
ঘনীভূত হয়ে শিশির, কুয়াশা বা বৃষ্টি তৈরি হতে শুরু করে।
4. সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্নাবলী :
1. ক্যালরিমিতির মূল নীতিটি লেখ।
উত্তর: ভিন্ন তাপমাত্রার দুটি বস্তুকে তাপীয়
সংস্পর্শে আনা হলে তাদের মধ্যে তাপের আদান-প্রদান হয়।
যে বস্তুর তাপমাত্রা বেশি, সে
তাপ বর্জন করে, আর যে বস্তুর তাপমাত্রা কম, সে
তাপ গ্রহণ করে।
তাপের এই গ্রহণ-বর্জন চলতে থাকে যতক্ষণ না উভয়
বস্তুর তাপমাত্রা সমান (তাপীয় সাম্যাবস্থা) হয়।
যদি এই প্রক্রিয়ায় কোনো তাপ বাহিরে নষ্ট না
হয়, তবে —
বেশি
তাপমাত্রার বস্তু যে পরিমাণ তাপ বর্জন করে = কম তাপমাত্রার বস্তু সেই পরিমাণ তাপ
গ্রহণ করে।
অর্থাৎ,
মোট বর্জিত তাপ = মোট গৃহীত তাপ
এই নীতিকেই তাপ পরিমাপের মূলনীতি বা
ক্যালোরিমিতির মূলনীতি বলা হয়।
2. কোন অবস্থায় শিশির পড়ে না ?
উত্তর: আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কারণ মেঘ
তাপ বিকিরণকে বাধা দেয়, যার ফলে ভূপৃষ্ঠ ঠান্ডা হতে পারে না এবং বায়ুর
জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় তাপমাত্রা হ্রাস পায় না। এছাড়াও, যদি
বায়ুর তাপমাত্রা শিশির বিন্দুর উপরে থাকে বা বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ খুব
কম থাকে, তাহলেও শিশির পড়ে না।
3. লীন তাপ কাকে বলে? এর এককগুলি
লেখো।
উত্তর: লীন তাপ হলো সেই পরিমাণ তাপ যা বস্তুর
অবস্থার পরিবর্তন ঘটায় কিন্তু উষ্ণতার পরিবর্তন ঘটায় না।
লীন তাপের SI পদ্ধতিতে একক
হলো - জুল/কেজি
লীন তাপের CGS পদ্ধতিতে একক
হলো - ক্যালোরি/গ্রাম
4. শিশির ও কুয়াশার পার্থক্য লেখো।
উত্তর: i. সংজ্ঞা
শিশির (Dew) : - শীতের রাতে
ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করায় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে পড়ে। ফলে,
বায়ুস্থিত
জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোটো ছোটো জলবিন্দু তৈরি হয়। একে শিশির বলে।
কুয়াশা(Fog) : - শীতলতার কারণে
ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্পযুক্ত বায়ু ঘনীভূত হয়ে ছোটো ছোটো জলকণায় পরিণত
হয় এবং ধোঁয়ার মতো ভাসতে থাকে, একে কুয়াশা বলে।
ii. অবস্থান
শিশির সাধারণত ঘাস, ছোটো গাছের পাতা,
ঘরের
চাল ইত্যাদির ওপর জমা হয় ।
কুয়াশা ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুস্তরে ধোঁয়ার
মতো ভাসতে থাকে।
iii. তাপমাত্রা
কুয়াশার তুলনায় কম তাপমাত্রায় ঘনীভূত হয়।
শিশিরের তুলনায় বেশি তাপমাত্রায় ঘনীভূত হয়।
5. পরম আদ্রতা এবং আপেক্ষিক আদ্রতার মধ্যে দুটি
পার্থক্য লেখো।
উত্তর : i. পরম আর্দ্রতা
হলো বর্তমান জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণ, যেখানে আপেক্ষিক আর্দ্রতা হলো সর্বাধিক
জলীয় পরিমাণের সাথে সম্পর্কিত জলীয় পরিমাণের বর্তমান অনুপাত।
ii. পরম আর্দ্রতা g/m3 তে প্রকাশ করা
হয় এবং আপেক্ষিক আর্দ্রতা % তে উপস্থিত থাকে।
iii. আপেক্ষিক আর্দ্রতা তাপমাত্রা-নির্ভর, যেখানে
পরম আর্দ্রতা তাপমাত্রা-নির্ভর।
iv. পরম আর্দ্রতা পৃথিবীতে ভূমি ও জলের বন্টন এবং
ঋতু পরিবর্তনের দ্বারা প্রভাবিত হয়, যেখানে আপেক্ষিক আর্দ্রতা ভৌগোলিক
অবস্থান এবং তাপমাত্রার দ্বারা প্রভাবিত হয়।
6. গলনের লীন তাপ কাকে বলে? বরফ গলনের
লীনতাপ কত ?
উত্তর: গলনের লীন তাপ হলো কঠিন পদার্থকে একই
তাপমাত্রায় তরলে পরিণত করার জন্য প্রয়োজনীয় তাপের পরিমাণ।
বরফ গলনের লীনতাপ 80 ক্যালোরি/গ্রাম
7. কঠিনই ভবনের লীন তাপ কাকে বলে?
উত্তর: কঠিনীভবনের লীন তাপ হলো তরল পদার্থকে
একই তাপমাত্রায় কঠিনে পরিণত করার জন্য প্রয়োজনীয় তাপের পরিমাণ।
8. বাষ্পীভবনের লীন তাপ কাকে বলে?
উত্তর: একক ভরের কোন তরলের উষ্ণতার পরিবর্তন না
ঘটিয়ে, তরল অবস্থা থেকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপের
প্রয়োজন হয়, সেই তাপকে ওই তরলের বাষ্পীভবনের লীন তাপ বলা
হয়।
9. ঘনীভবনের লীন তাপ কাকে বলে?
ঘনীভবনের সময় মুক্ত তাপকে কী বলা হয়?
উত্তর: ঘনীভবনের লীন তাপ হলো বাষ্পকে একই
তাপমাত্রায় তরলে পরিণত করার জন্য প্রয়োজনীয় তাপের পরিমাণ।
ঘনীভবনের সময় নির্গত তাপকে লীনতাপ বলা হয়।
10. সম্পৃক্ত বাষ্প কাকে বলে?
উত্তর: কোনো নির্দিষ্ট উন্নতায়, কোনো
নির্দিষ্ট আয়তন বায়ুর মধ্যে সর্বাধিক পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকলে সেই
বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলে।
11. অসম্পৃক্ত বাষ্প কাকে বলে?
উত্তর: কোনো নির্দিষ্ট উন্নতায়, কোনো
নির্দিষ্ট আয়তন বায়ুর মধ্যে সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে, যদি
বায়ুতে তার চেয়ে কম জলীয় বাষ্প থাকে তাহলে ওই বাষ্পকে অসম্পৃক্ত বাষ্প বলে।
12. শিশিরাঙ্ক কাকে বলে?
উত্তর: সাধারণত বায়ুতে উপস্থিত জলীয়বাষ্প
দ্বারা বায়ু সম্পৃক্ত হয় না। কিন্তু যখন বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% অতিক্রম
করে, তখন বায়ু সম্পৃক্ত হয় এবং অতিরিক্ত জলীয়বাষ্প শিশিরে পরিণত হয়।
অর্থাৎ সে অবস্থায় বায়ু আর অতিরিক্ত জলীয়বাষ্প ধারণ করতে পারে না এবং তা শিশির
আকারে জমা হয়। এই নির্দিষ্ট তাপমাত্রাকেই শিশিরাঙ্ক বলে।
উদাহরণ: 1000
মিলিবার বায়ুচাপে 30°C তাপমাত্রায় বায়ু সর্বাধিক 27.69 গ্রাম/কেজি
জলীয়বাষ্প ধারণ করতে পারে। এই অবস্থায় যদি আর্দ্রতা 100% হয়, তবে
শিশিরাঙ্ক 30°C — অর্থাৎ এর নিচে তাপমাত্রা নামলে বায়ুর
জলীয়বাষ্প শিশিরে রূপান্তরিত হবে।
13. 100°C এর ফুটন্ত জল এবং স্টিম কোনটিতে হাত বেশি পুড়বে
এবং কেন ?
উত্তর : 100°C তাপমাত্রার
স্টিমে (বাষ্পে) হাত বেশি পুড়বে। কারণ: স্টিম যখন ত্বকে স্পর্শ করে, তখন
এটি ঘনীভবনের সময় অতিরিক্ত লীন তাপ (latent heat of vaporization) ত্যাগ
করে। এই অতিরিক্ত তাপ ত্বকে স্থানান্তরিত হয়, ফলে ফুটন্ত জলের
তুলনায় অনেক বেশি তাপশক্তি ত্বকে পৌঁছায় এবং হাত বেশি পুড়ে যায়।
14. শিশির জমার উপযোগী শর্তগুলি লেখো।
উত্তর : শিশির জমার জন্য চারটি প্রধান শর্ত
হলো: ১. তাপমাত্রা: শিশির জমার জন্য তাপমাত্রা ০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে
হবে। ২. আর্দ্রতা: বাতাসে আর্দ্রতা বেশি থাকতে হবে, সাধারণত ৭০% বা
তার বেশি। ৩. স্থল: শিশির জমার জন্য স্থল বা পৃষ্ঠের তাপমাত্রা বাতাসের তাপমাত্রার
চেয়ে কম হতে হবে। ৪. রাতের সময়: শিশির সাধারণত রাতে জমে, যখন সূর্যের তাপ
নেই এবং বাতাস ঠান্ডা হয়।
15. 0°C উষ্ণতায় বরফের গর্তে জল রাখলে সেই জল বরফে
রূপান্তরিত হয় না কেন ?
উত্তর :0°C উষ্ণতায় বরফ ও
জল সমঅবস্থায় (equilibrium state) থাকে। এই অবস্থায় জল থেকে বরফ তৈরি
করতে হলে অতিরিক্ত তাপ বর্জন (latent heat of fusion) করতে হয়।
কিন্তু বরফের গর্তে থাকা জল আশপাশের পরিবেশে
তাপ বর্জন করতে পারে না, কারণ আশপাশের বরফও 0°C তাপমাত্রায়
থাকে। ফলে জল তার লীন তাপ হারাতে পারে না এবং বরফে রূপান্তরিত হয় না।
5. ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তর ধর্মী
প্রশ্নাবলী।
1. কার্যের তাপে রূপান্তরিত হওয়ার একটি ঘটনা
উদাহরণসহ ব্যাখ্যা কর।
উত্তর: যখন কোনো বস্তুতে আমরা কার্য (work)
করি,
তখন
সেই শক্তি সরাসরি তাপ উৎপাদনে রূপ নিতে পারে। অর্থাৎ, কার্য করার সময়
শক্তি সম্পূর্ণ বা আংশিকভাবে তাপের আকারে রূপান্তরিত হয়। এটি দৈনন্দিন জীবনে
সহজেই লক্ষ্য করা যায়।
উদাহরণ: ধরা যাক, একটি রাবার ব্লক
বা কাঠের টুকরা হাতে ঘষা হচ্ছে। হাতের দ্বারা ঘষার সময় শক্তি ব্লকের কণাগুলোর ওপর কাজ করে। এই কাজের
ফলে কণাগুলোতে ছোট ছোট কম্পন ও অনিয়মিত আন্দোলন তৈরি হয়। এই কম্পন শক্তিই তাপে
রূপান্তরিত হয় এবং ব্লক গরম হয়ে ওঠে।
2. 0°C উষ্ণতার জল অপেক্ষা 0°C উষ্ণতার
বরফ বেশি শীতল কেন ?
উত্তর : 0°C উষ্ণতার বরফ 0°C
উষ্ণতার
জলের তুলনায় বেশি শীতল মনে হয় কারণ বরফের উষ্ণতা কম। একই তাপমাত্রা হলেও বরফের
উষ্ণতা (heat content) জলের তুলনায় কম। জলে 0°C তাপমাত্রায়
কণাগুলো স্বাধীনভাবে কম্পিত থাকে, কিন্তু বরফে 0°C তাপমাত্রায়
কণাগুলো স্থির এবং শক্তভাবে সজ্জিত থাকে, ফলে তাপশক্তি কম থাকে। তাই আমাদের
স্পর্শে বরফ বেশি ঠান্ডা অনুভূত হয়, যদিও তাপমাত্রা সমান।
3. তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্রটি বিবৃত কর
ও তার গাণিতিক রূপ প্রতিষ্ঠা কর।
উত্তর: কার্য ও তাপের তুল্যতা সংক্রান্ত সূত্র
– কার্যকে সম্পূর্ণভাবে তাপে রূপান্তরিত করা হলে কৃতকার্য ও রূপান্তরিত তাপ
পরস্পরের সমানুপাতিক হয়। সূত্রটিকে অনেকসময় তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলে
চিহ্নিত করা হয়।
ধরাযাক, W পরিমাণ কার্য
সম্পূর্ণভাবে রূপান্তরিত হয়ে H পরিমাণ তাপ উৎপন্ন করে।
জুলের সূত্রানুযায়ী,
W ∝ H
বা, W = JH
এখানে, J একটি সমানুপাতিক
ধ্রুবক। J-কে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক (Mechanical equivalent of
heat) বা তাপের জুল তুল্যাঙ্ক (Joule’s equivalent of heat) বলে।
4. 0°C থেকে 10°C পর্যন্ত উষ্ণতা
মাপার জন্য থার্মোমিটারে পারদের পরিবর্তে জল ব্যবহার করা যায় না কেন?
উত্তর : - উষ্ণতার পরিবর্তনের সঙ্গে পারদের
আয়তন পরিবর্তন নিয়মানুগ ও একমুখী হওয়ায় উষ্ণতামাপক পদার্থ হিসেবে থার্মোমিটারে
পারদ ব্যবহার করা হয়। কিন্তু উষ্ণতা পরিবর্তন সাপেক্ষে জলের আয়তন পরিবর্তন
নিয়মানুগ হলেও একমুখী নয়। ব্যতিক্রান্ত প্রসারণের জন্য জলের ক্ষেত্রে 0°C
– 4°C
পাল্লায়
উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি না পেয়ে হ্রাস পায় এবং 4°C -এ তা সর্বনিম্ন
হয়। 4°C -এর উপরে অন্যান্য তরলের মতো উষ্ণতা বাড়লে জলেরও আয়তন বাড়ে। এ
ছাড়াও দেখা যায় যে, 0°C ও 10°C উষ্ণতায়
নির্দিষ্ট পরিমাণ জলের আয়তন প্রায় সমান। সুতরাং জল থার্মোমিটার 0°C উষ্ণতায়
যে পাঠ দেয় তা 10°C উষ্ণতায় প্রদর্শিত পাঠের সমান হবে। বলা
বাহুল্য যে, এর ফলে প্রাপ্ত পাঠ নির্ভুল হবে না। তাই,
এক্ষেত্রে
পারদের পরিবর্তে জল ব্যবহার করা যায় না।
5. শিশির কিভাবে উৎপন্ন হয়?
উত্তর: শিশির উৎপন্ন হয় যখন বাতাসের তাপমাত্রা
শিশিরাঙ্কে পৌঁছায় এবং বাতাসে থাকা জলীয় বাষ্প তরলে পরিণত হয়। সাধারণত রাতে,
যখন
বাতাসের তাপমাত্রা কমে যায়, তখন বাতাসে উপস্থিত জলীয় বাষ্প ঠাণ্ডা
পৃষ্ঠের সংস্পর্শে এসে জমা হয় এবং ছোট ছোট জলকণায় রূপান্তরিত হয়। এই
জলকণাগুলোকে শিশির বলা হয়। এটি প্রধানত পরিষ্কার আকাশের রাতে ঘটে, কারণ
ভূমি ও অন্যান্য পৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠাণ্ডা হয়ে যায়।
6. জলের ব্যতিক্রান্ত প্রসারণ ব্যাখ্যা করো।
উত্তর: সাধারণত কোনো তরলকে উত্তপ্ত করলে তার
আয়তন বাড়ে ও ঘনত্ব কমে। কিন্তু জলের ক্ষেত্রে নির্দিষ্ট একটি উষ্ণতার পাল্লায় এই
সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায়। এক্ষেত্রে 4℃ থেকে উষ্ণতা বাড়ালে জলের আয়তন 4℃ পর্যন্ত কমতে থাকে এবং 4℃ উষ্ণতায় আয়তন সর্বনিম্ন ও ঘনত্ব সর্বোচ্চ হয়। এরপর উষ্ণতা আরও
বৃদ্ধি করলে অন্যান্য তরলের মতোই জলের আয়তন বাড়ে ও ঘনত্ব কমে। আবার, কিছু পরিমাণ গরম জলকে ধীরে ধীরে ঠান্ডা
করলে অন্যান্য তরলের মতোই জলের আয়তনও কমতে থাকে যতক্ষণ পর্যন্ত না উষ্ণতা 4℃ তে পৌঁছায়। কিন্তু 4℃ থেকে 0℃ পর্যন্ত ঠান্ডা করলে জলের আয়তন না কমে বৃদ্ধি পায় ও ঘনত্ব হ্রাস পায়।
সুতরাং 0℃ থেকে 4℃ পর্যন্ত উষ্ণতার ব্যবধানে জলের আয়তন প্রসারণ অন্যান্য তরলের থেকে ভিন্ন ও ঋণাত্মক,
একেই
জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলে।
7. জলজ জীবের বা সামুদ্রিক জীবের ওপর জলের ব্যতিক্রান্ত প্রসারণের প্রভাব আলোচনা করো।
অথবা, শীতপ্রধান দেশে
পরিবেশের উষ্ণতা 0°C -এর নীচে নেমে গেলেও পুকুরের জীবেরা কীভাবে
বেঁচে থাকে?
উত্তর : জলের ব্যতিক্রান্ত প্রসারণের কারণে
শীতপ্রধান দেশে ঠান্ডা দিনেও জলচর প্রাণীরা বেঁচে থাকতে পারে। শীতকালে যখন বায়ুর
তাপমাত্রা 0°C-এর নিচে নেমে যায়, তখন জলাশয়ের
উপরের জল ঠান্ডা হয়ে ভারী হয়ে নীচে নেমে যায় এবং তুলনামূলকভাবে তলদেশের
অপেক্ষাকৃত উষ্ণ ও হালকা জল উপরের দিকে ওঠে। এই পরিচলনের ফলে তলদেশের জলের
তাপমাত্রা ক্রমশ 4°C-এ পৌঁছায়।
4°C-এ জলের ঘনত্ব সর্বাধিক হওয়ায়, তলদেশের
জল আর উপরের দিকে ওঠে না। তবে উপরের জলের তাপমাত্রা 4°C-এর নিচে নামলে
তা হালকা হয়ে উপরে থাকে। অবশেষে, উপরের স্তরের জল ক্রমশ শীতের প্রভাবে
জমে বরফে পরিণত হয়। বরফ স্তর তাপের দুর্বল পরিবাহক হওয়ায় এটি নীচের জলকে বাইরের
ঠান্ডা বাতাস থেকে রক্ষা করে।
ফলস্বরূপ, বরফের নীচের জল 0°C-এর
নিচে না নামে এবং তলদেশের জল সর্বদা প্রায় 4°C থাকে। এই কারণে
মাছ এবং অন্যান্য জলচর প্রাণীরা শীতকালে জলাশয়ে নিরাপদে বেঁচে থাকতে পারে,
যদিও
উপরের অংশ বরফে ঢেকে যায়।
8. ক্যালোরিমিতির মূল নীতি লেখো। কোন ক্ষেত্রে এটি
প্রযোজ্য হয় না?
উঃ- ক্যালোরিমিতির মূল নীতিঃ ভিন্ন উষ্ণতায়
থাকা দুটি বস্তুকে পরস্পরের তাপীয় সংস্পর্শে রাখলে বেশি উষ্ণতার বস্তু থেকে কম
উষ্ণতার বস্তুতে তাপের প্রবাহ হয়। এই প্রবাহ চলতে থাকে ততক্ষণ, যতক্ষণ
না বস্তুদুটির উষ্ণতা সমান হয়, বস্তুসংস্থা এবং পরিপার্শিকের মধ্যে
তাপের আদান-প্রদান না হলে উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ এবং শীতল বস্তু দ্বারা
গৃহীত তাপ সমান হয়।
যেসব ক্ষেত্রে ক্যালোরিমিতির মূল নীতি প্রযোজ্য
হয় নাঃ
১) বস্তুসংস্থা এবং পারিপার্শিকের মধ্যে তাপের
আদান-প্রদান হলে।
২) বস্তুসংস্থায় থাকা পদার্থের মধ্যে কোনো
রাসায়নিক হলে।
৩) বস্তুসংস্থায় কঠিন এবং তরল পদার্থ থাকলে
কঠিনটি তরলে দ্রবীভূত হলে।
ক্লাস ৯ ভৌত বিজ্ঞান ষষ্ট অধ্যায় তাপ - এর গাণিতিক প্রশ্নাবলী
1. সমভরের দুটি তরলের উষ্ণতা যথাক্রমে 10°C
ও 40°C। তরলদুটিকে মিশ্রিত করলে মিশ্রণের
উষ্ণতা হয় 22°C। তরলদুটির আপেক্ষিক তাপের অনুপাত কত?
2. 100 W এর উত্তাপন কুণ্ডলীকে 5 min চালু
রাখার ফলে দেখা গেল 90 g বরফ গলা জল জমা হয়েছে। P × t =
mL সমীকরণটি
ব্যবহার করে বরফ গলনের লীণ তাপ নির্ণয় করো। (সমীকরণে P = উত্তাপন
কুণ্ডলীর ক্ষমতা, t = সময়, m = জলের ভর,
L = জলের
লীন তাপ) বরফ গলনের লীন তাপের স্বীকৃত মান 340 J/g-এর সঙ্গে তোমার
উত্তর মিলছে কি?
3. 100 g জলের উষ্ণতা 42°C বৃদ্ধি করতে
প্রয়োজনীয় তাপ দ্বারা 1 kg তার্পিন তেলের তাপমাত্রা 10°C বৃদ্ধি
পায়। জলের আপেক্ষিক তাপ 1 cal·g⁻¹·°C⁻¹ হলে, তার্পিন তেলের
আপেক্ষিক তাপ কত?
4. 100 g ভরের একটি তামার বলের উষ্ণতা 100°C। বলটিকে 10°C - 200 g জলে
নিমজ্জিত করলে অন্তিম উষ্ণতা কত হবে? তামার আপেক্ষিক তাপ 0.09
cal·g⁻¹·°C⁻¹।
5. সমভরের জল ও 0°C উষ্ণতার বরফ
মিশিয়ে সমস্ত বরফ গলে গেলে জলের প্রাথমিক উষ্ণতা কত? (বরফের গলনের লীন
তাপ = 80 cal/g)
6. 0°C উষ্ণতার 100 g বরফকে 100°C
উষ্ণতার
জলে পরিণত করতে হলে কত কার্য করতে হবে?
7. তিনটি তরলের ভর যথাক্রমে m₁, m₂ ও m₃;
উষ্ণতা
যথাক্রমে t₁, t₂, t₃ (t₁ > t₂ > t₃) এবং আপেক্ষিক তাপ যথাক্রমে c₁,
c₂, c₃। তিনটিকে একসঙ্গে মেশালে মিশ্রণের
উষ্ণতা কত হবে?
8. সমভরের তিনটি তরল A, B ও C-এর
উষ্ণতা যথাক্রমে 10°C, 30°C ও 40°C।A ও B কে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হয় 15°C। আবার B ও C
কে
মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হয় 34°C।তরল
তিনটির আপেক্ষিক তাপের অনুপাত কত?
9. 60 গ্রাম ভরের একটি লোহার খন্ড 200°C থেকে
100°C - এ আনলে কত তাপ বর্জিত হবে নির্ণয় করো।
10. 12 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 50.4
জুল কার্য সম্পন্ন করতে হয়। জুল তুল্যাঙ্কের মান কত?
11. 0°C উষ্ণতায় 5 কেজি বরফকে 0°C
উষ্ণতায়
জলে পরিনত করতে কত তাপের প্রয়োজন?
12. 0°C উষ্ণতায় 20 গ্রাম বরফকে 1200
ক্যালোরি তাপ দিলে কি ঘটবে?
Enter Your Comment