Higher Secondary Philosophy Semester 3 Question Paper 2025 free Download । উচ্চমাধ্যমিক দর্শন প্রশ্নপত্র সাজেশান 2025

3

Best HS Philosophy Suggestion 2025 for WBCHSE Students

Higher Secondary Philosophy Semester 3 Question Paper 2025 free Download । উচ্চমাধ্যমিক দর্শন প্রশ্নপত্র সাজেশান 2025

Info Educations-এ তোমাদের সকলকে স্বাগত! WBCHSE দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Info Educations নিয়ে এসেছে প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ 3 Set প্রশ্নপত্র। তৃতীয় সেমেস্টার পরীক্ষা শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে। তাই এখনই সময় প্রস্তুতির! পরীক্ষার আগে এই 3 Set প্রশ্নপত্র ভালোভাবে দেখে নাও— না দেখলে পরে কিন্তু আফসোস করবে! নিজের প্রস্তুতিকে আরও মজবুত করতে এখনই চেক করো সবার আগে Info Educations-এর সেরা সংগ্রহ!


Class 12 WBCHSE Philosophy Sem 3 MCQ Question Answer (2025)

দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য Info Educations নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন Class 12 Philosophy Text Book PDF New Syllabus অনুযায়ী সাজানো প্রস্তুতি। এখানে পাবে WB HS Philosophy Suggestion 2025 PDF FREE Download,Hs 2025 philosophy question paper semester 3 west bengal board, এবংHs philosophy suggestion 2025 pdf download–সহ আরও অনেক কিছু। WBCHSE-এর নতুন নিয়ম অনুযায়ী WBCHSE Class 12 Education Semester 3 Model Question অনুসরণ করে তৈরি হয়েছে প্রশ্ন ও উত্তর। দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার দর্শন প্রশ্নপত্র 2025 এখনই ডাউনলোড করো দর্শন PDF Class 12 এবং উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন ডাউনলোড PDF Download। এছাড়াও পাওয়া যাবে Class 12 Semester 3 Philosophy Question PDF ও Class 12 Semester 3 Philosophy Syllabus। 


উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন বিষয়ের সাজেশন প্রশ্ন ও উত্তর

WB HS Class 12 Philosophy 3rd Semester Suggestion 2025

Set - 1

Class - 12 | Semester - 3 

F.M - 40 | Time - 80 Minutes


1. “দ্রব্য হল সামান্য বিশেষ এর সমন্বয়” – একথা বলেছেন–

(i) প্লেটো

(ii) অ্যারিস্টটল

(iii) ডেকার্ট

(iv) লাইবনিজ


2. দেকার্তের মতে দ্রব্য –

(i) একটি

(ii) দুটি

(iii) তিনটি

(iv) কোনোটি নয়


3. “ঈশ্বরই একমাত্র দ্রব্য” একথা বলেছেন–

(i) দেকার্ত

(ii) স্পিনোজা

(iii) লাইবনিজ

(iv) কান্ট


4. ‘অস্তিত্ব প্রত্যক্ষনির্ভর’ – একথা বলেছেন–

(i) লক

(ii) বার্কলে

(iii) হিউম

(iv) দেকার্ত


5. আত্মার অস্তিত্বকে অস্বীকার করেছেন–

(i) দেকার্ত

(ii) হিউম

(iii) লাইবনিজ

(iv) এদের কোনোটি নয়


6. কার্যকরণ সম্পর্কে প্রসক্তি তত্ত্বের প্রবক্তা–

(i) ইউয়িং

(ii) হসপার্স

(iii) লক

(iv) কান্ট


7. বিবৃতি (A) এবং কারণ (R) এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো।

বিবৃতি (A): প্রসক্তিবাদীদের মতে, কারণ থেকে কার্যকে অনুমান করা যায়।

কারণ (R): প্রসক্তিবাদীরা বলেন, কারণ ও কার্যের মধ্যে আপতিক সম্পর্ক আছে।

(i) (A) এবং (R) উভয়ই সত্য এবং (R) হল (A)-এর সঠিক ব্যাখ্যা।

(ii) (A) এবং (R) উভয়ই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।

(iii) (A) মিথ্যা কিন্তু (R) সত্য।

(iv) (A) সত্য কিন্তু (R) মিথ্যা।


8. ‘কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ নেই’ – কে বলেছেন?

(i) লক

(ii) বার্কলে

(iii) হিউম

(iv) কান্ট


9. ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবর্তন হলেন–

(i) দেকার্ত

(ii) স্পিনোজা

(iii) লক

(iv) হিউম


10. ‘দেহ-মনের সম্পর্ককে কেন্দ্র করে’ লাইবনিজের মতবাদের নাম হল–

(i) পূর্বপ্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ

(ii) ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ

(iii) কর্মবাদ

(iv) উপলক্ষ্যবাদ


11. ‘Concept of Mind’ গ্রন্থটির রচয়িতা–

(i) প্লেটো

(ii) অ্যারিস্টটল

(iii) কান্ট

(iv) রাইল (Ryle)


12. নিচের কোন চিত্রটি ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে নির্দেশ করে?

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন বিষয়ের সাজেশন প্রশ্ন ও উত্তর


13. অদ্বৈত বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা–

(i) শঙ্করাচার্য

(ii) গৌড়পাদ

(iii) মহর্ষি বাদরায়ন

(iv) রামানুজ


14. ‘তত্ত্বমসি’ শব্দের অর্থ হল–

(i) তুমিই ব্রহ্ম

(ii) তুমিই মায়া

(iii) তুমি নয় ব্রহ্ম

(iv) কোনোটি নয়


15. ‘জীব ও ব্রহ্ম অভিন্ন’ – একথা বলেছেন–

(i) রামানুজ

(ii) শঙ্করাচার্য

(iii) মহর্ষি গৌতম

(iv) গৌতম বুদ্ধ


16. শঙ্করাচার্য কয় প্রকার সত্তা স্বীকার করেন–

(i) এক

(ii) দুই

(iii) তিন

(iv) চার


17. তালিকা I এবং তালিকা II মেলাও–

তালিকা-I                     তালিকা-II

(a) কেবলাদ্বৈতবাদ   -      (i) নিম্বার্ক

(b) বিশিষ্টাদ্বৈতবাদ    -  (ii) শঙ্করাচার্য

(c) দ্বৈতাদ্বৈতবাদ   -   (iii) মাধ্ব

(d) দ্বৈতবাদ   -  (iv) রামানুজ

সংকেত:

(a) (ii), (iv), (i), (iii)

(b) (ii), (iii), (iv), (i)

(c) (iii), (i), (ii), (iv)

(d) (iv), (iii), (i), (ii)


18. শঙ্করের মতে মায়া হল–

(i) সৎ

(ii) অসৎ

(iii) সদাসৎ

(iv) অনির্বচনীয়


19. অদ্বৈত মতে জগতের স্বরূপ হল–

(i) জগত ব্রহ্মের বিবর্ত

(ii) জগৎ ব্রহ্মের পরিণাম

(iii) জগৎ ব্রহ্মের আবর্ত

(iv) জগৎ ব্রহ্মের অপরিণামী


20. অদ্বৈত বেদান্ত মতে মায়া হলো ব্রহ্মের–

(i) ধর্ম

(ii) গুণ

(iii) শক্তি

(iv) বৈশিষ্ট্য


21. ‘Practical Ethics’ গ্রন্থটি কার লেখা?

(i) জেমস মিল

(ii) পিটার সিঙ্গার

(iii) আল্ডো লিওপোল্ড

(iv) আর্নে নেস


22. ‘Suicide’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

(i) পিটার সিঙ্গার

(ii) আর্নে নেস

(iii) থমাস ব্রাউন

(iv) ইমানুয়েল কান্ট


23. যুদ্ধক্ষেত্রে কোন সৈনিকের মৃত্যুকে কি বলা হয়?

(i) আত্মহত্যা

(ii) আত্মবলিদান

(iii) কৃপাহত্যা

(iv) এদের কোনোটি নয়


24. বিবৃতিগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো–

(i) ‘Euthanasia’ শব্দটির অর্থ নিরাপদে মৃত্যু।

(ii) American Medical Association-এর বিবৃতিতে Euthanasia-কে চিকিৎসা শাস্ত্রসম্মত বলা হয়েছে।

(iii) ইচ্ছা নিরপেক্ষ কৃপাহত্যার ক্ষেত্রে রোগীর জীবন-মৃত্যু সম্পর্কে কোনো বোধ থাকে না।

(iv) সক্রিয় কৃপাহত্যা হল একধরনের হত্যা।

সংকেত:

(a) (i) T (ii) F (iii) T (iv) F

(b) (i) T (ii) T (iii) F (iv) F

(c) (i) F (ii) T (iii) F (iv) T

(d) (i) F (ii) F (iii) T (iv) T


25. কৃপাহত্যায় রোগীর সম্মতিক্রমে এবং তার অনুরোধে কৃপাহত্যা করা হয়–

(i) ঐচ্ছিক

(ii) অনৈচ্ছিক

(iii) ইচ্ছানিরপেক্ষ

(iv) কোনোটি নয়


26. আধুনিক পরিবেশ নীতিবিদ্যার প্রবক্তা কে?

(i) পিটার সিঙ্গার

(ii) র‍্যাচেলেস

(iii) রলস্টন

(iv) আর্নেস্ট হেকেল


27. সর্বপ্রথম ‘Ecology’ শব্দটি ব্যবহার করেন–

(i) বিল ম্যাককিবেন (Mckibben)

(ii) রলস্টন

(iii) আর্নেস্ট হেকেল

(iv) র‍্যাচেলস


Read More : - Class 12 Sem 3 Political Science MCQ Paper 2025 – WBCHSE PDF Download | দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা 2025


28. ‘Respect for Nature’ গ্রন্থটির রচয়িতা কে?

(i) কান্ট

(ii) রলস্টন

(iii) পল টেলর

(iv) লিওপোল্ড


29. পরিবেশ নীতিবিদ্যার ধারণাটি স্বীকৃতি পেয়েছে–

(i) 1970

(ii) 1972

(iii) 1973

(iv) 1974


30. ‘Environment’ শব্দটি এসেছে কোন ফারসি শব্দ থেকে?

(i) Environ

(ii) Envs

(iii) Envirus

(iv) Enviras


31. কোন দার্শনিক সর্বপ্রথম ‘Sociology’ শব্দটি ব্যবহার করেন?

(i) কার্ল মার্কস

(ii) অগাস্ট কোঁৎ

(iii) প্লেটো

(iv) পি. গিসবাট


32. ‘Society’ গ্রন্থটির লেখক–

(i) ম্যাকাইভার ও পেজ

(ii) অ্যারিস্টটল

(iii) প্লেটো

(iv) কোঁৎ


33. কোন সম্প্রদায়ের ব্যক্তিরা নিজেদের জমির সঙ্গে বাঁধা পড়ে যায়?

(i) মেষপালক

(ii) কৃষক

(iii) শিকারি

(iv) এদের সব কটি


34. শিক্ষক সংগঠন হল–

(i) সমিতি

(ii) সমাজ

(iii) সম্প্রদায়

(iv) প্রতিষ্ঠান


35. সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে সঙ্কীর্ণ অর্থে কে প্রতিষ্ঠান বলা হয়?

(i) বিবাহ

(ii) বিদ্যালয়

(iii) পরিবার

(iv) রাষ্ট্র


36. দার্শনিক প্লেটো কোন গ্রন্থে আদর্শ রাষ্ট্রব্যবস্থার কথা বলেছেন?

(i) Republic

(ii) Theaetetus

(iii) Phaedo

(iv) Protagoras


37. রাষ্ট্রদর্শনের কাজ প্রধানত কয় প্রকার?

(i) এক

(ii) দুই

(iii) তিন

(iv) চার


38. “রাষ্ট্র হল শ্রেণিশোষণের যন্ত্র” – একথা কে বলেছেন?

(i) কার্ল মার্কস

(ii) লেনিন

(iii) রবার্ট ওয়েন

(iv) জন অস্টিন


39. প্রাকৃতিক আইনকে ঐশ্বরিক আইন বলে অভিহিত করেছেন–

(i) খ্রিস্টান ধর্মযাজকরা

(ii) গিনিকরা

(iii) সোফিস্টরা

(iv) রোমানরা


40. তালিকা-I এর সঙ্গে তালিকা-II এর মিলিয়ে সঠিক জোড় নির্ণয় করো–

তালিকা-I       -   তালিকা-II

(a) রাষ্ট্র  -  (i) সম্প্রদায়

(b) গ্রাম  -  (ii) প্রথা

(c) আইন  -  (iii) সংঘ-সমিতি

(d) নমস্কার  -  (iv) অনুষ্ঠান

সংকেত:

(A) (a)-(i), (b)-(iii), (c)-(iv), (d)-(ii)

(B) (a)-(iv), (b)-(ii), (c)-(i), (d)-(iii)

(C) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)

(D) (a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(ii) 



WBCHSE ক্লাস 12 দর্শন সেমিস্টার 3 মডেল প্রশ্নপত্র 2025

WB HS Philosophy Suggestion 2025 PDF FREE Download

Set - 2

Class - 12 | Semester - 3 

F.M - 40 | Time - 80 Minutes

1. ডেকাতের মতে দ্রব্যকে জানা যায় –

(a) গুণের মাধ্যমে

(b) ওজনের মাধ্যমে

(c) আকারের মাধ্যমে

(d) বর্ণের মাধ্যমে


2. মনাড এক প্রকার দ্রব্য – একথা বলেছেন

(a) ডেকাত

(b) লাইবনিজ

(c) স্পিনোজা

(d) লক


3. জড়দ্রব্য নেই, আত্মা নেই, ইশ্বর নেই – একথা বলেছেন

(a) লক

(b) বার্কলে

(c) হিউম

(d) ডেকাত


4. কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে – একথা বলেছেন

(a) লক

(b) হিউম

(c) ইউয়িং

(d) বার্কলে


5. কাদের মতে কার্য ও কারণের মধ্যে আবশ্যিক সম্পর্ক আছে –

(a) অভিজ্ঞতাবাদী

(b) বুদ্ধিবাদী

(c) বিচারবাদীদের

(d) স্বজ্ঞাবাদী


6. কার্যকারণ সমন্ধের ধারণাটি পূর্বত সিদ্ধ জ্ঞানাকার – একথা বলেছেন

(a) কান্ট

(b) লক

(c) বার্কলে

(d) হিউম


7. নিচের মধ্যে কোনটি সত্য/মিথ্যা?

(A) ইউয়িং সতত সংযোগবাদের প্রবর্তক।

(B) হিউম প্রসক্তিতত্ত্ব সমর্থন করেন না।

(C) প্রসক্তি একপ্রকার যৌক্তিক অনিবার্যতার সম্বন্ধ।

(D) অভিজ্ঞতাবাদীরা বলেন কারণ ও কার্যের মধ্যে অবশ্যম্ভব সমন্ধ আছে।

(a) T F F T

(b) F F T T

(c) F T T F

(d) T T F F


8. বুদ্ধিবাদীদের মতে কারণ ও কার্যের সম্পর্ক হল –

(a) অভিজ্ঞতালব্ধ

(b) বুদ্ধিলব্ধ

(c) ক ও খ উভয়ই

(d) আবশ্যিক


9. দেহ ও মন সম্পর্কিত দার্শনিক মতবাদ হল –

(a) ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ

(b) সমান্তরালবাদ

(c) অভিন্নতাবাদ

(d) সবগুলি


10. লাইবনিজের মতে বিশুদ্ধচিৎ পরমাণু হল –

(a) জড়দ্রব্য

(b) দেহ

(c) ঈশ্বর

(d) মন


11. ডেকাতের মতে দ্রব্য হল –

(a) অবয়ব

(b) আকার

(c) মন

(d) কোনটিই না


12. স্তম্ভ I-এর সঙ্গে স্তম্ভ II-এর মিল করো:

(a) মিথক্রিয়বাদ → (i) সমান্তরালবাদ

(b) বহুত্ববাদ → (ii) স্পিনোজা

(c) অদ্বৈতবাদ → (iii) লাইবনিজ

(d) দ্বিপার্শ্ববাদ → (iv) রেনে ডেকাত

(A) (a)-(i), (b)-(iii), (c)-(iv), (d)-(ii)

(B) (a)-(iv), (b)-(ii), (c)-(i), (d)-(iii)

(C) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)

(D) (a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(ii) 


13. ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা কে?

(a) রামানুজ

(b) গৌড়পাদ

(c) মহর্ষি বাদরায়ন

(d) শঙ্করাচার্য


14. অদ্বৈত বেদান্তে কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে –

(a) দুইটি

(b) চারটি

(c) পাঁচটি

(d) ছয়টি


15. অদ্বৈত মতে ব্রহ্ম হল –

(i) পারমার্থিক মিথ্যা

(ii) পারমার্থিক সৎ

(iii) ব্যবহারিক মিথ্যা

(iv) প্রাতিভাসিক সৎ


16. শঙ্কারাচার্যর মতে সগুণ ব্রহ্ম হল –

(a) মায়া উপস্থিত

(b) মায়া সৃষ্ট

(c) জগৎ সৃষ্ট

(d) জীব উপস্থিত


17. রামানুজ জীবের কোন মুক্তি স্বীকার করেন –

(a) জীবমুক্তি

(b) বিদেহমুক্তি

(c) ক ও খ উভয়ই

(d) মায়া মুক্তি


18. ‘তত্ত্বমসি’ মহাবাক্যের দ্বারা বেদান্তে প্রমাণ করা হয় –

(a) জীব ও জগৎ অভিন্ন

(b) জীব ও ব্রহ্ম অভিন্ন

(c) জীব ও ব্রহ্ম ভিন্ন

(d) জীব ও জগৎ ভিন্ন


19. নিচের মধ্যে কোনটি সত্য/মিথ্যা?

(a) আরণ্যক ও উপনিষদ হল বেদের জ্ঞানকাণ্ড।

(b) ঋক ও সাম হল বেদের কর্মকাণ্ড।

(c) বেদের কর্মকাণ্ড আলোচিত হয়েছে পূর্বমীমাংসা দর্শনে।

(d) বেদের জ্ঞানকাণ্ড আলোচিত হয়েছে বৌদ্ধ দর্শনে।


(a) F T F T

(b) F T T F

(c) T T T F

(d) T F F T


20. ব্রহ্মের স্বরূপ লক্ষণ হল –

(a) ব্রহ্ম সৎ

(b) ব্রহ্ম চেতন

(c) সচ্চিদানন্দ

(d) a এবং b


21. আত্মহত্যা কোন ধরনের ক্রিয়া?

(a) জীবকৃত

(b) মনুষ্যকৃত

(c) জড় বস্তুকৃত

(d) কোনোটিই নয়


22. Thanatos কথার অর্থ কি?

(a) সহজ

(b) মৃত্যু

(c) জীবন

(d) কোনোটিই নয়


Read More : - HS Education Semester 3 Exam 2025 Question Paper PDF Free Download । উচ্চমাধ্যমিক শিক্ষাবিদ্যা প্রশ্নপত্র 2025



23. Moral Problems গ্রন্থটি কে রচনা করেছেন?

(a) এমিল দুরখেইম

(b) জেমস মিল

(c) আর বি ব্রান্ট

(d) জেরমি বেন্থাম


24. ইউথানেসিয়া শব্দটির প্রতিশব্দ হল –

(a) Mercy Killing

(b) Good Death

(c) Gentle Death

(d) সবকটি ঠিক


25. মানুষের সহজাত কর্তব্যবোধ কি দাবি করে?

(a) কোন ব্যক্তি যাকে ভালোবাসে তাকে কষ্ট দেবে না।

(b) কোন ব্যক্তি যাকে ভালোবাসে তাকে সে কষ্ট দেবে।

(c) ব্যক্তি সহজে কাউকে বিশ্বাস করে না।

(d) কেউ বিপদে পড়লে অন্য কেউ সাহায্য করে না।


26. নিচের মধ্যে কোনটি সত্য/মিথ্যা?

(a) অ্যারিস্টটল আত্মহননকে রাষ্ট্রবিরোধী কাজ বলেছেন।

(b) সেন্ট অগাস্টিন আত্মহত্যাকে ক্ষমার অযোগ্য অপরাধ বলেছেন।

(c) ফ্রয়েড আত্মহত্যাকে প্রকৃতির নিয়মের পরিপন্থী বলেছেন।

(d) সক্রেটিসের মতে মানুষ হল ঈশ্বরের অস্থাবর সম্পত্তি।


(a) T F T T

(b) F T F T

(c) T T F F

(d) F F T T


27. জীবনের প্রতি শ্রদ্ধা নীতিটির প্রবক্তা কে?

(a) পিটার সিঙ্গার

(b) টম ব্লেগান

(c) জেরেমি বেন্থাম

(d) আলবার্ট শোয়েৎজার


28. লিওপোল্ড ভূমি বলতে কি বুঝিয়েছেন?

(a) মৃত্তিকা

(b) মৃত্তিকা ও তার ওপর অবস্থিত উদ্ভিদ

(c) যা কিছু ভূমিকে অধিকার করে আছে

(d) মৃত্তিকার অবস্থিত শক্তি


29. পরিবেশ নীতিবিদ্যার মূল লক্ষ্য হল – সম্পর্কে সচেতনতা গড়ে তোলা

(a) উদ্ভিদ

(b) পরিবেশ

(c) সমাজ

(d) মানুষ


30. বিভিন্ন প্রকার পরিবেশ নীতিবিদ্যা সংক্রান্ত মতবাদের সঠিক ক্রম –

(i) অমানবকেন্দ্রিকতাবাদ

(ii) পরিবেশ নীতিবিদ্যা

(iii) জীবনকেন্দ্রিকতাবাদ

(iv) জীবনের প্রতি শ্রদ্ধা


(a) (i) → (iii) → (iii) → (ii)

(b) (ii) → (i) → (iii) → (iv)

(c) (ii) → (iii) → (i) → (iv)

(d) (iii) → (iv) → (i) → (iii)


31. আইনের প্রাচীনতম উৎস –

(a) ধর্ম

(b) প্রথা

(c) ন্যায়বিচার

(d) আইনসভা


32. কোনটি আইন তৈরির জন্য দায়িত্বপ্রাপ্ত?

(i) নির্বাহী বিভাগ

(ii) বিচার বিভাগ

(iii) আইনসভা

(iv) স্থানীয় সরকার


33. ইংরেজি Law শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে?

(a) Laws

(b) Log

(c) Leg

(d) Lags


34. শিক্ষায়ন হল –

(a) বর্বর অনুষ্ঠান

(b) অর্থনৈতিক অনুষ্ঠান

(c) গঠনমূলক অনুষ্ঠান

(d) সরকারি অনুষ্ঠান


35. আদর্শ রাষ্ট্রের কয়টি উপাদান –

(i) দুইটি

(ii) তিনটি

(iii) চারটি

(iv) পাঁচটি


36. সমিতি হল সংগঠিত –

(a) সংগঠন

(b) গোষ্ঠী

(c) সমাজ

(d) সংঘ


37. Kratos কথার অর্থ হল –

(i) ক্ষমতা

(ii) শক্তি

(iii) জনগণ

(iv) ক ও খ উভয়ই


38. নিচের অনুষ্ঠান ও প্রকার মেলাও –

(a) পরিহার, শিক্ষায়তন → (i) অর্থনৈতিক অনুষ্ঠান

(b) কারখানা, বিনিময় প্রথা → (ii) বর্বর অনুষ্ঠান

(c) খেলাধূলা, যুদ্ধ → (iii) সাংস্কৃতিক অনুষ্ঠান

(d) জাতীয় গ্রন্থাগার, চিত্রশালা → (iv) গঠনমূলক অনুষ্ঠান


(a) (a)-(i), (b)-(ii), (c)-(iii), (d)-(iv)

(b) (a)-(iv), (b)-(i), (c)-(ii), (d)-(iii)

(c) (a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(i)

(d) (a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d)-(i)


39. নিচের মধ্যে কোনটি সত্য/মিথ্যা?

(a) সংঘ থেকে মানুষের সমগ্র চাহিদার পরিতৃপ্তি ঘটে।

(b) শিশুর কাছে পরিবার সংঘ।

(c) সংঘ সম্প্রদায় অপেক্ষা কম ব্যাপকতর।

(d) সংঘ এর লক্ষণ সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু বলা যায় না।

(a) T T T T

(b) F F T F

(c) F F F F

(d) T T F F


40. নিচের মধ্যে কোনটি সত্য/মিথ্যা?

(a) আইন মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে।

(b) আইন রচনার ক্ষেত্রে রাষ্ট্র হল সর্বময় কর্তা।

(c) সমষ্টিগত কল্যাণে প্রয়োজনেই আইন গঠিত হয়।

(d) সামাজিক ভারসাম্য অব্যাহত রাখতে আইনের প্রয়োগ জরুরি নয়।

(a) T T T F

(b) F F F T

(c) T F T F

(d) T T T T




একটি মন্তব্য পোস্ট করুন

3মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন