Higher Secondary Bengali Suggestion 2025 – 3rd Semester Class 12
Class Twelve Third Semester Bengali Question Paper
দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য Info Educations নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন Class 12 Bengali Text Book PDF New Syllabus অনুযায়ী সাজানো প্রস্তুতি। এখানে পাবে Class 12 Semester 3 Bengali Question Paper, Class 12 3rd Semester Bengali Question Answer PDF, এবং Class 12 3rd Semester Bengali Question Answer–সহ আরও অনেক কিছু। WBCHSE-এর নতুন নিয়ম অনুযায়ী Class 12 Syllabus West Bengal Board PDF অনুসরণ করে তৈরি হয়েছে প্রশ্ন ও উত্তর। দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র 2025 এখনই ডাউনলোড করো বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস PDF Class 12 এবং উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা বই + ভাষা সংস্কৃতি! ডাউনলোড PDF Download। এছাড়াও পাওয়া যাবে Class 12 Semester 3 Bengali Question PDF ও Class 12 Semester 3 Bengali Syllabus।
Class 12 3rd semester Bengali Question Answer
Bengali MCQ Questions for Class 12 Semester 3
Set - 1
F.M - 40 | Time - 80 Minutes
■ সঠিক উত্তরটি নির্বাচন করো : ১×৪০ = ৪০
১. আমি উকিল নহি – আমি একজন -
(A) পেশকার (B) গোলাম (C) মোক্তার (D) অধস্তন কর্মচারী।
২. আদরিণী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া যাইবে। ভাড়া প্রতি রোজ –
(A) ৩ টাকা মাত্র (B) ২ টাকা মাত্র (C) ৪ টাকা মাত্র (D) ১ টাকা মাত্র।
৩. মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত -
(A) কোমল ও স্নেহপ্রবণ (B) কোমল (C) কঠিন (D) স্নেহপ্রবণ।
৪. মোক্তার মহাশয় তাঁহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া -
(A) তামাক খাইতেছিলেন (B) দুধ খাইতেছিলেন (C) হুঁকা খাইতেছিলেন (D) দোক্তা খাইতেছিলেন।
৫. সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া –
(A) দাবা খেলা দেখিতে ছিলেন (B) পাশা খেলা দেখিতেছিলেন (C) শতরঞ্জ খেলা দেখিতেছিলেন (D) তাস খেলা দেখিতেছিলেন।
৬. যখন মানুষ বেঁচে থাকে, তখন –
(A) সত্য কথা কয় (B) ভিন্ন কথা কয় (C) জ্যান্ত কথা কয় (D) শুদ্ধ কথা কয়।
৭. ভাষাকে করতে হরে - যেমন –
(A) লোহার মতো (B) সাফ ইস্পাত (C) ধারালো অস্ত্র (D) তরবারির মতো।
৮. ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় -
(A) ব্যঞ্জনা (B) লক্ষণ (C) অভিধা (D) কীর্তি।
৯. যে ধর্ম মানুষকে দখলের কথা শেখায় তা আসলে -
(A) আচারসর্বস্বতা (B) অপব্যয় (C) উন্মাদনা (D) প্রাতিষ্ঠানিকতা।
১০. আইনস্টাইনের ধর্ম -
(A) সংগীত (B) দিগন্ত পেরনো (C) বিজ্ঞানের সমৃদ্ধি (D) বিশ্বের অগ্রগতি।
১১. ভ্যান গঘ ছিলেন প্রখ্যাত -
(A) চিত্রকর (B) সংগীতশিল্পী (C) ভাস্কর (D) বিজ্ঞানী।
১২. এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপূতঃ -
(A) খঞ্জর (B) অসি (C) কৃপান (D) অস্থি
১৩. রাজপুত্রের কাছে নেই –
(A) কবচকুণ্ডল (B) ধনুক (C) তৃণীর শিরস্ত্রাণ (D) কবচকুণ্ডল, ধনুক, তৃণীর, শিরস্ত্রাণ।
১৪. সপ্তডিঙা কোথায় সাজে –
(A) সিন্ধু জলে (B) সাগর জলে (C) নর্মদা জলে (D) গঙ্গা জলে।
১৫. পোটরাজ রোদে যায়নি –
(A) তিনদিন (B) চারদিন (C) পাঁচদিন (D) ছয়দিন।
১৬. দামার বৌয়ের চোখ -
(A) উচ্ছতায় ভরা (B) জলে ভরা (C) খুশিতে ভরা (D) হাসিতে ভরা।
১৭. আমাদের দু'জনের হাতগুলোই লাগবে -
(A) আগুন বানাবার জন্য (B) আগুন নেভানোর জন্য (C) শান্তি প্রতিষ্ঠার জন্য (D) শাস্তি দেওয়ার জন্য।
১৮. বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে –
(A) ভাষার অতীত নিয়ে (B) ভাষার ভবিষ্যৎ নিয়ে (C) ভাষার বর্তমান নিয়ে (D) সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে।
১৯. বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হল -
(A) তিনটি (B) চারটি (C) পাঁচটি (D) ছ'টি।
২০. খণ্ডধ্বনির অপর নাম -
(A) অবিভাজ্যধ্বনি (B) যুক্তধ্বনি (C) গুচ্ছধ্বনি (D) বিভাজ্যধ্বনি।
২১. ‘র’ ধ্বনিটি হল -
(A) কম্পিতধ্বনি (B) পার্শ্বিকধ্বনি (C) তাড়িতধ্বনি (D) উষ্মধ্বনি।
২২. ‘থিসরাস' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল -
(A) বিশ্বকোষ (B) রত্নাগার (C) জ্ঞানভাণ্ডার (D) অভিধান।
২৩. শব্দার্থের প্রথম ভাগটির নাম -
(A) সাধারণ অর্থ (B) নিদর্শন (C) খণ্ডিত অর্থ (D) ব্যঞ্জনা অর্থ।
২৪. শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় –
(A) শব্দার্থতা (B) বিপরীতার্থকতা (C) সমার্থকতা (D) ব্যাপকার্থকতা।
২৫. ‘দারুণ’ শব্দের আদি অর্থ –
(A) কাষ্ঠনির্মিত (B) অত্যন্ত (C) নির্মম (D) সুন্দর।
২৬. বাগ্যন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় –
(A) রূপতত্ত্বে (B) ধ্বনিতত্ত্বে (C) ধ্বনিবিজ্ঞানে (D) শব্দার্থ পরিবর্তনে।
২৭. ‘হাফ আখড়াই’ গানের জন্ম দেন –
(A) মোহনচাঁদ বসু (B) নিধুবাবু (C) ঈশ্বর গুপ্ত (D) রসিকচন্দ্র রায়।
২৮. ‘বসু বিজ্ঞান মন্দির' স্থাপিত হয় –
(A) ১৯১৭ সালে (B) ১৯১৮ সালে (C) ১৯১৯ সালে (D) ১৯২০ সালে।
২৯. জারি গানে ‘জারি' শব্দের অর্থ –
(A) প্রেম (B) বিরহ (C) ক্রন্দন (D) মিলন।
৩০. ‘বিশ্বপরিচয়' বিজ্ঞান গ্রন্থটির লেখক -
(A) সত্যেন্দ্রনাথ বসু (B) জগদীশচন্দ্র বসু (C) রবীন্দ্রনাথ ঠাকুর (D) সত্যেন্দ্রনাথ দত্ত।
■ শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও :
৩১. নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে ___________ ভরিয়া গিয়াছে।
(A) জেলাকোর্ট (B) আদালত (C) হাইকোর্ট (D) এলাকা।
Read More : - Geography 3rd Semester Question Paper 2025 for Class 12 WB Board | দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্নপত্র Sem - 3
৩২. আগুনের ধর্ম ___________ ভস্মের চরিত।
(A) চিরকাল (B) ছিল (C) আজও (D) হল।
৩৩. “গান হচ্ছে, কি কান্না হচ্ছে, কি ___________ হচ্ছে তার কি ভাব, কি উদ্দেশ্য, তা ভরত ঋষিও বুঝতে পারছে না।”
(A) তর্ক (B) সাহিত্যচর্চা (C) চিৎকার (D) ঝগড়া।
■ ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো :
৩৪.
(i) ইহার পর আর তিনি কাছারী যান নাই।
(ii) আদর, যাও মা, বামুনহাটের মেলা দেখে এস।
(iii) অবশেষে একস্থানে বিবাহের স্থির হইল।
(iv) যদি হাতি যেতে পারি, তবেই যাব।
(A) (i), (iv), (ii), (iii)
(B) (iv), (i), (iii), (ii)
(C) (ii), (i), (iv), (iii)
(D) (ii), (iv), (i), (iii)
■ সত্য ও মিথ্যা নির্ণয় করো :
৩৫.
(i) দুরপত মঙ্গল শুক্রবারে দেবী মারীয়াইয়ের উপোস করে।
(ii) দেবীকে গঙ্গাজলে স্নান করানো হয়।
(iii) প্রতি কৌশিকী অমাবস্যায় দেবীর সামনে স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয় দুরপত।
(iv) মারীয়াইয়ের কপালে হলুদ, কুমকুম দেওয়া হয়।
(A) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(B) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(C) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য
(D) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
৩৬.
(i) মৃত্যু যত নিকট হয়, ব্যক্তির নতুন চিন্তাশক্তির তত ক্ষয় হয়।
(ii) গয়না নাক ফুঁড়ে, ঘাস ফুঁড়ে তাড়কা রাক্ষসী সাজিয়ে দিল।
(iii) ধ্রুপদি সংগীতের এমন মার প্যাঁচের কথা প্রাবন্ধিক লিখেছেন, যা স্বয়ং ভরত ঋষিও বুঝতে পারেন না।
(iv) সে ভাষা, সে শিল্প এবং সংগীত ভাবহীন ও প্রাণহীন তা কোনো কাজের নয়।
(A) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(C) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(D) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
■ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো :
৩৭.
'ক'-স্তম্ভ - 'খ’-স্তম্ভ
(i) তুলনামূলক ভাষাবিজ্ঞান - (a) নোয়াম চমস্কি
(ii) সর্বজনীন ব্যাকরণ - (b) স্যার উইলিয়াম জোন্স
(iii) Dictionarius - (c) সোস্যুর
(iv) পারো - (d) জন গারল্যান্ড
(A) (i) a (ii) b (iii) c (iv) d
(B) (i) c (ii) d (iii) a (iv) b
(C) (i) b (ii) a (iii) d (iv) c
(D) (i) d (ii) c (iii) b (iv) a
৩৮.
'ক’- স্তম্ভ - 'খ'-স্তম্ভ
(i) মোর প্রিয়া হবে এসো রানি - (a) ভক্তিগীতি
(ii) অঞ্জলি লহ মোর সংগীতে - (b) ইসলামি
(iii) রমজানের ওই রোজার শেষে - (c) রাগাশ্রয়ী
(iv) বলরে জবা বল - (d) প্রেম ও প্রকৃতি
(A) (i) d (ii) c (iii) b (iv) a
(B) (i) a (ii) c (iii) b (iv) d
(C) (i) c (ii) d (iii) a (iv) b
(D) (i) d (ii) b (iii) a (iv) c
■ বিবৃতি (Assertion) ও কারণ (Reason) এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো :
৩৯.
বিবৃতি (A) – আমাদের একে অপরকে লাগবে ।
কারণ (R) – ধুয়ে মুছে আগুন বানানোর জন্য।
সঠিক বিকল্প :
(a) A ও R উভয়েই ঠিক এবং R, A-এর সঠিক কারণ
(b) A ঠিক, R ভুল
(c) A ভুল, R ঠিক
(d) A এবং R উভয়েই ভুল।
■ Case based প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো :
৪০. ‘না হুজুর। আমি উকিল নহি – আমি একজন মোক্তার মাত্র। তাও সেকালের শিখিল নিয়মের একজন মূর্খ মোক্তার' – উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতার প্রকাশ পায় –
(A) অতীত গৌরব
(B) আত্ম অহংকার
(C) আভিজাত্যের গৌরব
(D) দাম্ভিকতা।
HS Bengali Semester 3 Question 2025
দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা MCQ
Set - 2
F.M - 40 | Time - 80 Minutes
■ সঠিক উত্তরটি নির্বাচন করো : ১×৪০=৪০
১. ‘মেজোবাবুর মেয়ের বিয়ে' বিয়ের দিনটি ছিল-
(A) সোমবার (B) শনিবার (C) মঙ্গলবার (D) রবিবার
২. যৌবনকালে রীতিমতো বদরাগী ছিলেন-
(A) শ্রী নরেশচন্দ্র রায় (B) উমাচরণ লাহিড়ী (C) জয়রাম মুখোপাধ্যায় (D) নগেন্দ্ৰ ডাক্তার
৩. জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র হল-
(A) এক জন (B) দুই জন (C) তিন জন (D) চার জন
৪. কল্যাণীর বিবাহের তারিখ স্থির হয়েছিল-
(A) ৭ জ্যৈষ্ঠ (B) ১৫ জ্যৈষ্ঠ (C) ৫ জ্যৈষ্ঠ (D) ১০ জ্যৈষ্ঠ
৫. বামুনহাটের মেলায় আদরিণীর দাম কত টাকা হবে বলে আশা করা হয়েছিল?-
(A) ৩,৫০০ টাকা (B) ৩,০০০ টাকা (C) ২,০০০ টাকা (D) ৮,০০০ টাকা
৬. উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি চিঠি লেখেন ১৯২০ খ্রিস্টাব্দের-
(A) ২০শে জানুয়ারি (B) ২০শে ফেব্রুয়ারি (C) ২০শে মার্চ (D) ২০শে এপ্রিল
৭. লোকহিতায় শব্দের অর্থ হল-
(A) লোকসমাজ (B) লোক আর হিত (C) লোকহিতের জন্য (D) শুভ কাজের জন্য
৮. মীমাংসাভাষ্য গ্রন্থটি কার লেখা?-
(A) পাণিনি (B) পতঞ্জলি (C) কৌটিল্য (D) শবরস্বামী
৯. ‘শুধু না-থামা কখনও' কার ধর্ম?-
(A) মেঘের (B) আকাশের (C) বৃষ্টির (D) বাতাসের
১০. আব্দুল করিম খাঁ ছিলেন-
(A) চিত্রশিল্পী (B) সঙ্গীতশিল্পী (C) বিজ্ঞানী (D) কবি
১১. ‘দিগ্বিজয়ের রূপকথা' কবিতায় কবি ‘রক্তে’ নিজেকে কী মনে করেছেন?-
(A) রাজকন্যা (B) রাজা (C) রাজপুত্র (D) আর্য
১২. ‘গার্সিয়া লোরকা’-র ধর্ম কী ছিল?-
(A) কবিতার জিত (B) গানের সুর (C) রাজনীতি (D) আত্মদর্শন
১৩. ‘সপ্তডিঙা’ হল-
(A) জলযান (B) রথ (C) পক্ষীরাজ (D) উড়োযান
১৪. দিগ্বিজয়ে যাওয়ার সময় কবির কাছে আশীর্বাদী সরঞ্জাম ছিল শুধু-
(A) একটি (B) দুটি (C) তিনটি (D) চারটি
১৫. ‘পোটরাজ' গল্পটি বাংলায় অনুবাদ করেন -
(A) নবারুন ভট্টাচার্য (B) সুনন্দন চক্রবর্তী (C) শাস্তি চট্টোপাধ্যায় (D) শঙ্খ ঘোষ
১৬. ‘হে ভগবান, গোর দেয় না কেন কেউ কুত্তা টাকে’– বক্তা কে?
(A) দুরপত (B) দামা (C) আনন্দ (D) বঞ্চনা
১৭. পাথরে-ফাটলেও কথক ও তাঁর সঙ্গিনীর কী বানাতে আটকায় নি-
(A) জানালা (B) উদ্যান (C) সাঁকো (D) বাসা
১৮. তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন-
(A) উইলিয়াম কেরি (B) সুকুমার সেন (C) স্যার উইলিয়াম জোন্স (D) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
১৯. উপলক্ষ্য অনুযায়ী ভাষার বদলকে সমাজভাষাবিজ্ঞানীরা বলেন-
(A) কোড (B) রেজিস্টার (C) লাঙ্ (D) পারোল
২০. খন্ডধ্বনির অপর নাম কী?-
(A) অবিভাজ্য ধ্বনি (B) বিভাজ্য ধ্বনি (C) অবিভাজিত ধ্বনি (D) বৰ্গীয় ধ্বনি
২১. উষ্মধ্বনিটি হল -
(A) ত্ (B) শ্ (C) ম্ (D) ল্
২২. ঐতিহাসিক শব্দার্থতত্ত্বের আলোচ্য বিষয় কী?-
(A) সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন (B) ভাষার ধ্বনির পরিবর্তন (C) ভাষার শব্দের পরিবর্তন (D) ভাষার বাক্যের পরিবর্তন
২৩. দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য থাকলে, সেইসব শব্দকে বলে-
(A) বিপরীত শব্দ (B) সমার্থক শব্দ (C) ভিন্নার্থক শব্দ (D) সমোচ্চারিত শব্দ
২৪. ‘কালি’ শব্দটির আদি অর্থ ছিল ‘কালো রঙের তরল বস্তু’– এখানে শব্দার্থ পরিবর্তনের যে ধারা অনুসরণ করা হয়েছে-
(A) শব্দার্থের প্রসার (B) শব্দার্থের সংকোচ (C) শব্দার্থের রূপান্তর (D) সবকটি
২৫. শব্দার্থের প্রথম ভাগটির নাম-
(A) নিদর্শন (B) সাধারণ অর্থ (C) খণ্ডিত অর্থ (D) ব্যঞ্জনা অর্থ
Read More : - Class 12 Sem 3 Political Science MCQ Paper 2025 – WBCHSE PDF Download | দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা 2025
২৬. ‘গোষ্ঠী’ শব্দের আদি অর্থ কী?-
(A) সমষ্টি (B) সমূহ (C) গবাদি পশুর থাকার জায়গা (D) দল
২৭. ‘নবজীবনের গান' কার রচনা?-
(A) জ্যোতিরিন্দ্র মৈত্র (B) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর (C) হেমাঙ্গ বিশ্বাস (D) সলিল চৌধুরী
২৮. ‘ইউরিয়া স্টিবামাইন'-এর আবিষ্কারক-
(A) আর. জি. কর (B) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী (C) নীলরতন সরকার (D) বিধানচন্দ্র রায়
২৯. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পরিচিতি কোন শিল্পে -
(A) চিত্রশিল্প (B) পটশিল্প (C) স্থাপত্যশিল্প (D) মুদ্রণ শিল্প
৩০. গোবর গুহ কোন খেলার সাথে যুক্ত? -
(A) ব্রতচারী (B) কুস্তি (C) তীরন্দাজি (D) কবাডি
■ শূন্যস্থান পূরণের জন্য বিকল্পটি বেছে নিয়ে লেখো :
৩১. শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন-
(A) ষাট (B) পঞ্চাশৎ (C) পঁয়ষট্টি (D) পঞ্চান্ন
৩২. হীরেমোতির সাজ পরানো পার হইয়াছে।
উপর বাঁদর বসালে কি ভালো দেখায়?-
(A) গাধার (B) হাতির (C) ঘোড়ার (D) ভাল্লুকের
৩৩. তোমার ধর্মের পথে কেন -?
(A) উদারতা (B) গাফিলতি (C) অপব্যয় (D) অজ্ঞানতা
■ ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো :
৩৪.
(i) জজসাহেব পূর্ববৎ বলিলেন – “আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল’।
(ii) “ইংরাজি জানি না হুজুর”।
(iii) “ইহার পর আর তিনি কাছারি যান নাই।”
(iv) পেশকার বলিল- “উহার নাম জয়রাম মুখার্জী। উনি উকিল নহেন, মোক্তার”
বিকল্পসমূহ :
(A) (i), (ii), (iii), (iv)
(B) (ii), (i), (iii), (iv)
(C) (iii), (i), (ii), (iv)
(D) (iv), (i), (ii), (iii)
■ সত্য ও মিথ্যা নির্ণয় করো :
৩৫.
(i) 'বাঙ্গালা ভাষা' প্রবন্ধটির লেখক হলেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়।
(ii) বাঙ্গালাদেশের স্থানে স্থানে একইরকম ভাষা।
(iii) ভাষা ভাবের বাহক।
(iv) যখন মানুষ বেঁচে থাকে, তখন জেন্ত কথা কয়, মরে গেলে মরা ভাষা কয়-
(A) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
(B) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
(C) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
(D) (i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) সত্য
৩৬.
(i) গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী।
(ii) দামার বৌয়ের চোখ জল ভরা।
(iii) দামার বউ শাড়ির আঁচলে চোখ মুছে।
(iv) লোকে শুধাচ্ছে, দুরপত কেমন আছে?
(A) (i) সত্য (ii) সত্য (iii) সত্য (iv) মিথ্যা
(B) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
(C) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
(D) (i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) সত্য
■ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো :
৩৭.
‘ক’-স্তম্ভ - ‘খ’-স্তম্ভ
(i) পাগলা হাওয়ার বাদল দিনে - (a) রবীন্দ্রনাথ-সারিগানের সুর
(ii) সখি বহে গেল বেলা - (b) রবীন্দ্রনাথ-রামপ্রসাদী সুর
(iii) আমরা মিলেছি আজ - (c) রবীন্দ্রনাথ-কীর্তনের সুর
(iv) এবার তোর মরা গাঙে - (d) রবীন্দ্রনাথ-বাউল সুর
(A) (i) b (ii) a (iii) d (iv) c
(B) (i) a (ii) c (iii) b (iv) d
(C) (i) d (ii) c (iii) b (iv) a
(D) (i) c (ii) d (iii) b (iv) a
৩৮.
‘ক’-স্তম্ভ - ‘খ’-স্তম্ভ
(i) বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি - (a) ৭টি
(ii) মুখের মান্য ব্যঞ্জনধ্বনি - (b) ২টি
(iii) বাংলায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা - (c) ৩০টি
(iv) মুখের মান্য বাংলা স্বরধ্বনি - (d) ৪টি
(A) (i) a (ii) c (iii) d (iv) b
(B) (i) b (ii) c (iii) d (iv) a
(C) (i) c (ii) b (iii) a (iv) d
(D) (i) d (ii) c (iii) b (iv) a
■ বিবৃতি (Assertion) ও কারণ (Reason) এর মধ্যে সঠিক সম্পর্ক নিরুপন করো
৩৯.
বিবৃতি (A) : কষ্টেসৃষ্টেও উঠে দাঁড়াবো।
কারণ (R) : ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করবো।
সঠিক বিকল্প :
(a) A ঠিক, R ভুল
(b) A ভুল, R ঠিক
(c) A ও R উভয়েই ঠিক এবং R, A-র সঠিক কারণ
(d) উভয়েই ভুল
■ Case based প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো :
৪০. “সহায় সম্পত্তি কিছুই ছিল না। মাসিক তেরো সিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া মোক্তারী ব্যবসা আরম্ভ করিয়া দেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন”–
এই ঘটনায় বোঝা যায়, জয়রাম মুখোপাধ্যায় হলেন
(A) পরিশ্রমী কিন্তু বোকা
(B) কৃপন ও বোকা
(C) পরিশ্রমী ও বুদ্ধিমান
(D) কৃপন
Class 12 Bengali Suggestion 2025 Semester 3
দ্বাদশ শ্রেণীর বাংলা তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর
Set - 3
F.M - 40 | Time - 80 Minutes
■ সঠিক উত্তরটি নির্বাচন করো : 1 x 40 = 40
১. “পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে।” – নিমন্ত্রণ হল -
(A) বিয়ের (B) অন্নপ্রাশনের (C) জন্মদিনের (D) শ্রাদ্ধের।
২. “ইহার আদিবাস যশোর জেলায়।” – যার কথা বলা হয়েছে তিনি হলেন –
(A) জয়রাম রায় (B) জয়রাম সাহা (C) জয়রাম মুখোপাধ্যায় (D) জয়রাম পাল।
৩. “অপরাহ্নকালে পাড়ার যুবক-বন্ধুগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় .... তাস পাশা” খেলতেন –
(A) সোমবার (B) মঙ্গলবার (C) বুধবার (D) রবিবার।
৪. “পরদিন বেলা সাতটার সময় হস্তিনী আসিল। তাহার নাম – ”
(A) আদর (B) আদরিণী (C) কল্যাণী (D) কনক।
৫. জয়রাম মোক্তারের কনিষ্ঠ পুত্রটি পড়তে গেছে –
(A) কলকাতায় (B) চেন্নাই (C) পুণে (D) আমেদাবাদ।
৬. ‘বাঙ্গালা ভাষা” সম্পর্কে আমেরিকা থেকে ‘উদ্বোধন' পত্রিকার সম্পাদককে স্বামীজী পত্র লেখেন -
(A) ১৯০০ খ্রিস্টাব্দে ২০ ফেব্রুয়ারি (B) ১৯০০ খ্রিস্টাব্দে ১০ ফেব্রুয়ারি
(C) ১৯০০ খ্রিস্টাব্দে ১৫ ফেব্রুয়ারি (D) ১৯০০ খ্রিস্টাব্দে ১৮ ফেব্রুয়ারি।
৭. ‘মীমাংসাভাষ্য’ লেখেন -
(A) পতঞ্জলি (B) পাণিনি (C) শবরস্বামী (D) শঙ্করাচার্য
৮. স্বামীজীর মতে বাঙ্গালাদেশের রকমারী ভাষার মধ্যে গ্রহণযোগ্য হল -
(A) উত্তরবঙ্গের ভাষা (B) কলকেতার ভাষা (C) বঙ্গালি ভাষা (D) বরেন্দ্র ভাষা।
৯. আব্দুল করিম খাঁ যে ঘরানার স্থপতি -
(A) কিরানা (B) এলাহাবাদ (C) বেনারস (D) লক্ষৌ।
১০. গার্সিয়া লোরকা কোন্ দেশের কবি ছিলেন -
(A) ফ্রান্স (B) স্প্যানিস (C) রাশিয়া (D) জার্মান।
১১. কবীরের ধর্ম ছিল -
(A) সত্য (B) সেবা (C) জ্ঞান (D) কর্ম
১২. “শাণিত ইস্পাত খন্ড। অভঙ্গুর নামঃ” -
(A) ভালোবাসা (B) ভালোলাগা (C) ভালোকথা (D) ভালোময়।
১৩. “তেপান্তরের পক্ষীরাজ। তার নাম রেখেছি” –
(A) রূপকথা (B) দ্রুতগামী (C) বিশ্বাস (D) বিশ্বরূপ।
১৪. “এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপূত” –
(A) অসি (B) অশি (C) অষি (D) অহি।
১৫. পোটরাজ ছিলেন -
(A) গাঁয়ের মোড়ল (B) আনন্দ (C) দুরপত (D) দামা।
১৬. দুরপতের বাড়ির বাইরে একটা কাক যেখানে ডাকছে -
(A) নিম গাছে (B) আম গাছে (C) জাম গাছে (D) পেঁপে গাছে।
১৭. “আমাদের ..... হাতগুলোই লাগবে” –
(A) প্রতিরোধের জন্য (B) প্রতিবাদের জন্য (C) আগুন বানাবার জন্য (D) আগুন নেভানোর জন্য।
১৮. আধুনিক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয় –
(A) তুলনামূলক ভাষাবিজ্ঞান থেকে (B) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান থেকে
(C) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান থেকে (D) সমাজ ভাষাবিজ্ঞান থেকে।
১৯. বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হল -
(A) দুটি (B) তিনটি (C) চারটি (D) ছয়টি।
২০. মুখের মান্য বাংলার স্বরধ্বনি সংখ্যা –
(A) ৫টি (B) ৬টি (C) ৭টি (D) ১০টি।
২১. ‘শ্’ ধ্বনিটি হল –
(A) উষ্মধ্বনি (B) নাসিক্যধ্বনি (C) কম্পিতধ্বনি (D) পার্শ্বিক ধ্বনি।
২২. পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে -
(A) যুক্তধ্বনি (B) অবিভাজ্য ধ্বনি (C) গুচ্ছ ধ্বনি (D) সুরতরঙ্গ।
২৩. বাক্যে সুরের ওঠাপড়াকে বলে –
(A) শ্বাসাঘাত (B) দৈর্ঘ্য (C) যতি (D) সুরতরঙ্গ।
২৪. শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় –
(A) সমার্থকতা (B) বিপরীতার্থকতা (C) ব্যাপকার্থকতা (D) অর্থান্তরভুক্তি।
২৫. প্রথম আধুনিক থিসরাস -
(A) রাজেটের থিসরাস (B) রজেটের থিসরাস (C) রত্নাগার (D) সমার্থশব্দকোষ।
২৬. 'মৃগ' শব্দের আদি অর্থ 'পশু' পরিবর্তিত অর্থ ‘হরিণ’ শব্দার্থ পরিবর্তনের কোন ধারা -
(A) শব্দার্থের প্রসার (B) শব্দার্থের সংকোচ (C) শব্দার্থের রূপান্তর (D) শব্দার্থের উৎকর্ষ।
২৭. ‘জুড়ির গান'-এর প্রবর্তক -
(A) মদনমোহন চট্টোপাধ্যায় (B) রূপচাঁদ অধিকারী
(C) শিবচন্দ্র ঠাকুর (D) গৌরহরিদাস মহাপাত্র।
২৮. ‘অটোবায়োগ্রাফি অব অ্যান আননোন ইন্ডিয়ান’-গ্রন্থে নীরদ সি চৌধুরী যার কথা বলেছেন –
(A) সীতারাম ঘোষ (B) মহেন্দ্রচন্দ্র নন্দী (C) রাজকৃষ্ণ কর্মকার (D) নীলমণি মিত্র।
২৯. বাংলা সাহিত্যে ননসেন্স-এর প্রবর্তক -
(A) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (B) সুকুমার রায় (C) কালিদাস শীল (D) নীলমণি মিত্র।
৩০. বাংলার ক্রিকেটের জনকরূপে পরিচিত –
(A) সারদারঞ্জন রায়চৌধুরী (B) এস এন ব্যানার্জি
(C) পঙ্কজ রায় (D) অম্বর রায়।
■ শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও :
৩১. “কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে । শুভকার্যের দিন স্থির হইয়াছে।” –
(A) ১০ জ্যৈষ্ঠ (B) ১১ জ্যৈষ্ঠ (C) ১২ জ্যৈষ্ঠ (D) ১৩ জ্যৈষ্ঠ।
৩২. “সাজ-পরান ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায়?” –
(A) ফুলের (B) হীরেমতির (C) সোনাচাদির (D) ডাকের।
৩৩. “দিগ্বিজয়ে যেতে হবে। দিলেন সাজিয়ে।” –
(A) দুয়োরানী (B) সুয়োরানী (C) পাটরানী (D) ছোটোরানী।
■ ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো :
৩৪. (i) ইহার পর দুইটি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন।
(ii) বাটি হইতে সাত ক্রোশ দূরে আসিয়া কল্য বিকালে আদরিণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে।
(iii) আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না।
(iv) নবজলধর বর্ণ বিশাল দেহখানি আম্রবনের ভিতরে পতিত রহিয়াছে – তাহা আজ নিশ্চল – নিস্পন্দ।
(A) (ii), (iii), (iv), (i)
(B) (i), (iii), (ii), (iv)
(C) (iv), (ii), (ii), (i)
(D) (ii), (iv), (i), (iii)
■ সত্য ও মিথ্যা নির্ণয় করো :
৩৫. (i) যত রেল এবং গতাগতির সুবিধা হবে, তত পূর্ব-পশ্চিম ভেদ উঠে যাবে।
(ii) কলকেতার ভাষাই অল্পদিনের মধ্যে সমস্ত বাংলা দেশের ভাষা হয়ে যাবে।
(iii) শবর স্বামীর ‘মহাভাষ্য’ দেখ।
(iv) যে ভাষা ভাবহীন, প্রাণহীন – সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়।
(A) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
(B) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
(C) (i) সত্য (ii) সত্য (iii) সত্য (iv) মিথ্যা
(D) (i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
৩৬. (i) দুরপতের মেয়ে তার দিকে ঢিল ছোঁড়ে।
(ii) দুরপত আপন মনে গজগজ করে।
(iii) তোমার সুমুখে কলা দিই, আপেল দিই।
(iv) ছাগল দিতে না পারলে মৎস্য দিই।
(A) (i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
(B) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
(C) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) সত্য
(D) (i) মিথ্যা (ii) সত্য (iii) সত্য (iv) সত্য
■ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো :
৩৭.
‘ক’-স্তম্ভ - ‘খ’-স্তম্ভ
(i) মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা - (a) দৈর্ঘ্য, শ্বাসাঘাত, যতি ও সুরতরঙ্গ
(ii) অবিভাজ্য ধ্বনির মধ্যে পড়ে - (b) ৩০টি
(iii) দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য হল - (c) গুচ্ছধ্বনি
(iv) পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশ হল - (d) ন্যূনতম শব্দজোড়
(A) (i) b (ii) a (iii) d (iv) c
(B) (i) a (ii) c (iii) b (iv) d
(C) (i) d (ii) c (iii) a (iv) b
(D) (i) b (ii) c (iii) d (iv) a
৩৮.
‘ক’-স্তম্ভ - ‘খ' স্তম্ভ
(i) ‘ভালো কইরা বাজাও গো দোতারা” - (a) শ্যামল মিত্র
(ii) ‘গানে ভুবন ভরিয়ে দেবে' - (b) অখিলবন্ধু ঘোষ
(iii) ‘তোমার ভুবনে ফুলের মেলা” - (c) মুকুন্দ দাস
(iv) ‘বান এসেছে মরা গাঙে’ - (d) নির্মলেন্দু চৌধুরী
(A) (i) d (ii) a (iii) b (iv) c
(B) (i) a (ii) b (iii) c (iv) d
(C) (i) c (ii) b (iii) d (iv) a
(D) (i) a (ii) b (iii) d (iv) c
■ বিবৃতি (Assertion) ও কারণ (Reason) এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো :
৩৯.
বিবৃতি (A) – আমার জন্য অপেক্ষা করো।
কারণ (R) – সময়টা খুব সুবিধের না।
সঠিক বিকল্প :
(a) A ভুল, R ঠিক
(b) A ঠিক, R ভুল
(c) A ও R উভয়েই ঠিক এবং, R, A-র সঠিক কারণ
(d) A এবং R উভয়েই ভুল
■ Case based প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো :
৪০. “তুই তো অন্তর্যামী – তুই কি আমার মনের কথা বুঝতে পারিস নি? খুকির বিয়েটা হয়ে যাক। তারপর তুই যার ঘরে যাবি, তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসব।” – উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় -
(A) মমতাময়তা
(B) দুঃখ
(C) টান
(D) দয়াপরায়ণতা
Ans kothay
উত্তরমুছুনAns kothai
মুছুনAns kotai
মুছুনAro Question Din
উত্তরমুছুনআমাদের দুজনের হাতগুলোই লাগবে
মুছুনAnswer
উত্তরমুছুনAnswer dewa thakle subidhe hoto
উত্তরমুছুনAny questions
উত্তরমুছুনAto soja question ar jonno answer lage na , Thanks sir 🙏
উত্তরমুছুনAre question ta puro hold kore siletk korlei to google e ans diye day ja hok thanxx ❤
উত্তরমুছুনans kothay
উত্তরমুছুন