WBBSE Class 5 Mathematics 3rd Unit Test Question Paper with Answers। গণিত প্রশ্নপত্র ও উত্তর

1

পঞ্চম শ্রেণীর গণিত তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র ২০২৫ 

WBBSE Class 5 Mathematics 3rd Unit Test Question Paper with Answers। গণিত প্রশ্নপত্র ও উত্তর


এই পোস্টে দেওয়া হয়েছে ক্লাস ৫ গণিত অঙ্ক প্রশ্নপত্র ও উত্তর, যা Class 5 Mathematics 3rd Unit Test Question Paper with Answers অনুসারে প্রস্তুত করা হয়েছে। এখানে পাবেন Class 5 Math তৃতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন, Class 5 Mathematics 3rd Summative Test Question, এবং তৃতীয় পার্বিক মূল্যায়ন নমুনা প্রশ্নপত্র। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিকা অনুযায়ী WBBSE Class 5th Mathematics 3rd Summative Question Papers ও পঞ্চম শ্রেণীর গণিত সাজেশন তৃতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীরা এখানে পাবে Class 5 Math 3rd Unit Test Question Paper 2025 with Answers, পঞ্চম শ্রেণীর গনিত সাজেশন, এবং Class 5 Third Unit Test Math Question Paper 2025, যা পরীক্ষার প্রস্তুতিতে নিশ্চিতভাবে সহায়ক হবে।


Class 5 Third Summative Evaluation Suggestion  


এই অংশে শিক্ষার্থীরা পাবে Class 5 Third Summative Evaluation Test Answers এবং পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত প্রশ্নপত্র, যা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেওয়া হয়েছে Class 5 Math 3rd Unit Test Question Paper সহ প্রত্যেক প্রশ্নের নির্ভুল সমাধান। পাশাপাশি, পঞ্চম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের গণিত বিষয়ের প্রশ্নপত্র(Ponchom Shrenir Gonit Proshno) শিক্ষার্থীদের বাস্তব পরীক্ষার ধারণা দিতে তৈরি করা হয়েছে। পরীক্ষার প্রস্তুতির জন্য আরও সহায়ক হিসেবে যুক্ত করা হয়েছে Class 5 Third Summative Evaluation Suggestion এবং ক্লাস 5 এর গণিত প্রশ্ন উত্তর, যা সম্পূর্ণ সিলেবাসের গুরুত্বপূর্ণ অঙ্ক ও সম্ভাব্য প্রশ্ন কভার করে একটি নির্ভরযোগ্য সাজেশন হিসেবে কাজ করবে।


পঞ্চম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের গণিত প্রশ্নপত্র ও উত্তর


১। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : × ১০ = ১০

() অঙ্কে লেখো : বাহান্ন হাজার দুই শত ঊনত্রিশ = __________

Ans: - 52229


() > বা < চিহ্ন বসাও : ৪২০৫০ ____ ৬২০০৫

Ans : - ৪২০৫০ < ৬২০০৫


() , , , , এক অঙ্কের এই পাঁচটি সংখ্যা দিয়ে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো = __________

Ans : - 86521


অথবা, চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত ?

Ans : - 9999


() ১১ ÷ ১০০০ = কত ? = __________

Ans : - 0.011


() .০০৭ .এর মধ্যে কোনটা ছোটো কোনটা বড়ো ? = __________

Ans : - .০০৭  . – এর মধ্যে .০০৭ ছোটো  . বড়ো 


() বর্গক্ষেত্রের পরিসীমা = .............................

Ans : - 4 x বাহুর দৈর্ঘ্য 


() এক সমকোণের মান কত ?

Ans : - 90°


() নীচের কোণ দুটির মধ্যে কোনটি সূক্ষ্মকোণ লেখো : ৮১°, ১৩৫°

Ans : - ৮১°


() সঠিক উত্তরটি ‘/’ চিহ্ন দাও : একটি আয়তঘন হল (জলের পাইপ / পেনসিল / বাক্স / মার্বেল)

Ans : - বাক্স


() শূন্যস্থান পূরণ করো :

ইটের দুটি তল একটি প্রান্তরেখা বা ধারে মিশেছে। ইটে এইরকম.............. টি ধারা আছে।

Ans : - 12


২। যে-কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও : × = ৩০

() দেবব্রতবাবু তাঁর মাসের আয় দিয়ে মাসের খরচ চালান। তাঁর মাসিক খরচ ১২২৭০ টাকা হলে, মাসিক আয় কত ?

() একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা ২১২ মিটার এবং দৈর্ঘ্য ৬২ মিটার। ওই মাঠটির ক্ষেত্রফল কত ?

() বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য ২০০ জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হয়। তাদের জন্য ১০ দিনের খাবার মজুত ছিল। আরও ৫০ জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এল। শিক্ষার্থীদের ওই মজুত খাদ্যে কত দিন চলবে ?

() রামু গোরুর গাড়ি চেপে ২৪০ মিনিটে ২৪ কিমি পথ যায়। সে গোরুর গাড়ি চেপে ১০ কিমি কত সময়ে যাবে ?

() সেমি , সেমি , সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কি ? যুক্তি দাও একটি বৃত্তের বৃহত্তম জ্যা ১২ সেমি হলে , বৃত্তটির ব্যাসার্ধ কত হবে ? শঙ্কুর একটি বাস্তব উদাহরণ দাও শঙ্কুর তল সংখ্যা কত ?

() সরল করো : + [ + ÷ ( + ÷ ( + ÷ ) } ]

() একটি বই মোট ২৫ টি পৃষ্ঠা রয়েছে প্রতিটি পৃষ্ঠায় ১৮ টি করে লাইন থাকলে এবং প্রতি লাইনে ১২ টি করে অক্ষর থাকলে বইটিতে মোট কতগুলি অক্ষর রয়েছে ? বইটির মোট অক্ষর সংখ্যা প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা অপরিবর্তিত রেখে প্রতি লাইনে অক্ষর সংখ্যা ১০ করলে মোট পৃষ্ঠা সংখ্যা কত হবে?

() ৯৫৬৬৯ সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমিরনয় হাজার পাঁচ শত ঊনসত্তরলিখেছে। সে কত বেশি বা কম লিখেছে ?


৩। চিত্রসহ সংজ্ঞা লেখো (যে-কোনো দুটি) : × =

() বিষমবাহু ত্রিভুজ।

Ans: - যে ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণই পরস্পর অসমান, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য এবং প্রতিটি কোণের পরিমাপ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। 


() সমকোণী চৌপল।

Ans : - সমকোণী চৌপল হলো একটি ত্রিমাত্রিক ঘনবস্তু যার ৬টি আয়তাকার তল, ১২টি ধার এবং ৮টি শীর্ষবিন্দু থাকে, যেখানে প্রতিটি ধার একে অপরের সাথে সমকোণে মিলিত হয়। এর প্রতিটি তল একটি আয়তক্ষেত্র এবং এর বিপরীত তলগুলি পরস্পর সমান ও সমান্তরাল। 


() স্থূলকোণ।

Ans : - যে কোণের পরিমাপ ৯০° এর চেয়ে বেশি কিন্তু ১৮০° এর কম, তাকে স্থূলকোণ বলে। এটি একটি সমকোণ (৯০°) থেকে বড় এবং একটি সরলকোণ (১৮০°) থেকে ছোট হয়।


৪। . সেমি ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো।     2


📚✨ Final Exam 2025 – Prepare Yourself!

ছাত্রছাত্রীরা! 😃 এখনই সংগ্রহ করে নাও আমাদের 4 Set প্রশ্নপত্র বা অধ্যায় ভিত্তিক সাজেশন 💥।

বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান 

সব প্রশ্নই নতুন সিলেবাস অনুযায়ী তৈরি, যা তোমার পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে📝।


📱 সংগ্রহ করতে হলে Click করো: Click Here 




একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ

Enter Your Comment

একটি মন্তব্য পোস্ট করুন